চলতি সপ্তাহেই শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের (IND vs BAN) মধ্যে প্রথম টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি চেন্নাইয়ের বিখ্যাত এমএ চিদাম্বরম স্টেডিয়াম বা চেপকে অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচটিকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে ভারতীয় দল তাদের প্রথম টেস্ট সিরিজ খেলতে চলেছে। আর ভারত-বাংলাদেশ (IND vs BAN) টেস্ট সিরিজের আগে এই ভারতীয় খেলোয়ারদের জীবন অতিষ্ট করে তুললেন কোচ গৌতম গাম্ভীর।
ভারতের প্রধান লক্ষ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়
শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজে লজ্জাজনক পরিণতির পর ভারতীয় দলের হাল বেহাল। ওডিআই ফরম্যাটে টিম ইন্ডিয়ার প্রদর্শন ছিল খুবই নিম্নমানের। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল খুবই সাধারণ। যার ফলে দলকে ২-০ ব্যবধানে ওডিআই সিরিজে পরাজিত হতে হয়েছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের যাতে স্পিনারদের বিরুদ্ধে খেলতে কোন সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের এই কিংবদন্তি খেলোয়াড়।
বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দল ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী অক্টোবরে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে তাদের ঘরের মাঠে। তাই ভারতীয় দলকে কয়েকটি সিরিজে ভালো প্রদর্শন দেখিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করতে হবে। যে কারণে মরিয়া হয়ে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করতে চাইবে টিম ইন্ডিয়া।
Read More: “একদম লগানের মত…” রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ সরফরাজ খান, তুলনা করলেন আমির খানের ব্লকবাস্টারের সাথে !!
মস্ত বড় সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর
ভারতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করছেন বিরাট কোহলি। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দেখতে পাওয়া যায়নি কিং কোহলিকে। তবে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলার কথা জানিয়ে দিয়েছেন তিনি। তবে সিরিজ জিততে গুরু গম্ভীর নিয়েছেন বড় সিদ্ধান্ত। সূত্রের খবর অনুযায়ী ভারতীয় খেলোয়াড়দের জীবন অতিষ্ট করে তুলেছেন ভারতীয় দলের মুখ্য কোচ গৌতম গাম্ভীর। তিনি নাকি কোনো খেলোয়াড় অনুশীলনে যদি দেরিতে আসেন তাদেরকে টানা ২ ঘন্টা ধরে কেএল রাহুলের ভিডিও দেখার নিয়ম বানিয়েছেন।
আসলে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ থেকে রাহুল বেশিরভাগ ম্যাচেই ফ্লপ রয়েছেন। দিন দিন তার ব্যাটিংয়ে গলত দেখা গিয়েছে। যে কারণে এই মস্ত বড় সিদ্ধান্ত নিয়েছেন গাম্ভীর। যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি আমাদের সংস্থা।
Gautam Gambhir :- Any player who comes late to the practice session will have to watch KL Rahul bating video continuously for 2 hours. pic.twitter.com/mFwuzYeNX1
— mufaddla parody (@mufaddl_parody) September 15, 2024