IPL 2025: ২০০৮ সালে ক্রিকেটদুনিয়ায় রীতিমত বিপ্লব ঘটিয়ে পথচলা শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। টুর্নামেন্টের জন্মলগ্ন থেকেই এর অংশ ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এমনকি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচটিতেও অংশ নিয়েছিলো তারা। দেখতে দেখতে সতেরো মরসুম কেটে গেলেও ট্রফির মুখ দেখা হয় নি তাদের। তারকাখচিত দল গড়েছে আরসিবি, পেয়েছে বিপুল জনসমর্থন। কিন্তু ট্রফি ক্যাবিনেট থেকে গিয়েছে ফাঁকাই। চার বার ফাইনাল খেলেছে তারা। কিন্তু প্রতিবারই জুটেছে শুধুই হতাশা। ২০২৪ সালে প্রায় খাদের কিনারে পৌঁছে গিয়েও যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলো দল, তা উৎসাহ বাড়িয়েছিলো সমর্থকদের মধ্যে। ভাগ্যের চাকা বুঝি ঘুরছে, ভেবেছিলেন তাঁরা। কিন্তু স্বপ্নভঙ্গ হতে সময় লাগে নি বিশেষ। এলিমিনেটরে হেরেই দৌড় শেষ হয়েছিলো বেঙ্গালুরুর। আরও একবার হতাশায় ডুবেছিলেন সমর্থকেরা।
Read More: IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ একাদশ ফাঁস, ফিরছেন পৃথ্বী-অভিষেকের মত তরুণ তুর্কি’রা !!
২০২৫-এ আঠারোতে পা দিচ্ছে আইপিএল (IPL)। বিগত বছরগুলির ব্যর্থতা কাটিয়ে সাফল্যের সন্ধানে মাঠে নামতে চায় বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। সেই মত চলছে প্রস্তুতি’ও। ডিসেম্বরের ২০ তারিখ সম্ভবত বসতে চলেছে মেগা অকশনের আসর। তার আগেই কাদের ধরে রাখা হবে, কাদের ছেড়ে দেওয়া হবে, সব রকম পারমুটেশন-কম্বিনেশন করে রাখছেন কর্মকর্তারা। ‘রিটেন’ কতজনকে করা যাবে তা এখনও স্পষ্ট নয়, তবে সবরকম পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিনে হারতে হারতে অতিষ্ট হয়ে পড়া সমর্থকেরাও এবার ট্রফির স্বাদ পেতে বদ্ধপরিকর। সাফল্যের ‘ভগীরথ’ হয়ে ওঠার চেষ্টা করছেন তাঁরাও। তেমনই এক ভক্তের খোঁজ পাওয়া গেলো সোশ্যাল মিডিয়ায়। প্রিয় দলের ট্রফি জয় সুনিশ্চিত করতে এবার স্বয়ং ঈশ্বরের শরণাপন্ন হলেন ঐ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) অনুরাগী।
গত ৭ সেপ্টেম্বর ছিলো গণেশ পূজা। গোটা দেশে ধুমধাম করে আয়োজিত হয়েছে এই উৎসব। মুম্বইতে কোথাও কোথাও ক্রিকেট জার্সিতেও সাজানো হয়েছিলো সিদ্ধিদাতা’কে। চলেছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের উদ্যাপন। তেমনই এক ভক্তকে দেখা গিয়েছে গণপতির কাছে বেঙ্গালুরুর আইপিএল (IPL) ট্রফি জয় চাইতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঐ ভিডিওতে ভক্তকে দেখা গিয়েছে একটি কাগজে ‘ই সালা কাপ নামদে’ লিখে গণপতির ঠিক পায়ের কাছে রাখতে। কন্নড় ভাষায় ‘ই সালা কাপ নামদে’ কথার অর্থ ‘এই বছর কাপ আমাদের,’ গ্যালারি থেকে প্রত্যেক বছরই বেঙ্গালুরু (RCB) সমর্থকদের গলায় শোনা যায় এই স্লোগান। কিন্তু স্বপ্ন আর বাস্তবের দুরত্বটুকু থেকেই যায়। সিদ্ধিদাতার আশীর্বাদে ব্যর্থতার সেই ধারাবাহিক চিত্র বদল আসে কিনা তা জানা যাবে আগামী বছরের মে মাসে।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও-
— Kevin (@imkevin149) September 15, 2024