RCB দলের অধিনায়ক হিসেবে এন্ট্রি নিচ্ছেন KL রাহুল, নিজেই করলেন কনফার্ম !! 1

আইপিএল ইতিহাসের সব থেকে বড় অভাগা দল হল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর এই দলের হয়ে দীর্ঘ ১৭ বছর ধরে খেলে আসছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনবার ফাইনালের মঞ্চে পৌঁছানোর পরেও ট্রফি জয় করতে ব্যর্থ হয়েছে দলটি। তবে আসন্ন মৌসুমে বেঙ্গালুরু দলের কাছে ট্রফি জয় করার রয়েছে মস্ত বড় সুযোগ। আইপিএল ২০২৫ শুরু হওয়ার আগেই সমাজমাধ্যমে লোকেশ রাহুলকে (KL Rahul) নিয়ে শুরু হয়েছে চর্চা। ভক্তরা রাহুলকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের জার্সিতে আবার দেখতে চাইছেন। গত মৌসুমে একটি সাক্ষাৎকারে রাহুল জানিয়েছিলেন তিনি বাঙ্গালুরু দলের হয়ে খেলতে চান। কারণ তিনি এই শহরেই বড় হয়েছেন এবং তার ছোটবেলা এখানেই কেটেছে। এবিষয়ে, মন্তব্য করে রাহুল আরও বলেছেন যে, “আমার বেড়ে ওঠা এই শহরে, বেঙ্গালুরু দলের হয়ে আইপিএল খেলার ইচ্ছা আছে।”

Read More: KL Rahul: দল ঘোষণা হতেই বাদ পড়লেন KL রাহুল, একটি ম্যাচেও পাবেন না সুযোগ !!

RCB’র হয়ে খেলবেন রাহুল

kl-rahul-to-don-rcb-kit-in-ipl-2025
KL Rahul | Image: Getty Images

আর রাহুলের (KL Rahul) সেই ইচ্ছা হয়তো পূরণ হতে চলেছে আসন্ন আইপিএলের মঞ্চে। আসলে সম্প্রতি রাহুলকে একটি সাক্ষাৎকারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তারপরেই তার কাছে জিজ্ঞাসা করা হয় ব্যাঙ্গালুরু দল কি আইপিএল ট্রফি জিতবে ? তখন রাহুল উত্তর দিয়ে বলেন “হ্যাঁ আশা করা যায়।’’ আর তার এই বয়ানের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

ভক্তরা ভেবেই নিয়েছে রাহুল আসন্ন মৌসুমে ব্যাঙ্গালোর দলের হয়ে খেলতে চলেছেন। গত মৌসুমে লখনৌ দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। তবে তার নেতৃত্ব দান পছন্দ হয়নি লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka)। সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি ম্যাচে রাহুলের উপরে মেজাজ হারিয়ে ফেলেছিলেন গোয়েঙ্কা এবং তখনই রাহুলের লখনৌ দল ছাড়ার একটি গুজব সামনে এসেছিল। কিন্তু কয়েকদিন আগেই লখনৌ দলের মালিক গোয়েঙ্কা কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুজনকেই বেশ খোশমেজাজে দেখা গিয়েছে।

রাহুলের নেতৃত্বে শিরোপা জিতবে RCB

Kl rahul
Kl Rahul | Image: Getty Images

তবুও এখনো পর্যন্ত রাহুল বা গোয়েঙ্কার থেকে রাহুলের ভবিষ্যৎ নিয়ে কোন খবরই সামনে আসেনি। সূত্রের খবর অনুযায়ী ভারতীয় দলের এই মিডিল অর্ডার ব্যাটসম্যানকে আসন্ন মৌসুমে ব্যাঙ্গালুরু দলেই খেলতে দেখা যাবে। এর আগেও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স দলের হয়ে খেলেছেন। ১৯ ম্যাচে রাহুল ৩৭.৯০ গড়ে এবং ১৪৫.২৯ স্ট্রাইক রেটে ৪১৭ রান বানিয়েছিলেন।

Read Also: ৬,৬,৬,৬,৪,৪,৪… ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং জারি রাখলেন ট্র্যাভিস হেড, ১২ বলেই খেললেন ৫৬ রানের ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *