wpl-fans-laud-ellyse-perry-brilliance

WPL 2024: দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ১ রানের ব্যবধানে হেরে উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) প্লে-অফে যাওয়ার রাস্তা কঠিন হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। আজ লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে নক-আউটের দরজা খুলে ফেললো তারা। গতকাল ইউ পি ওয়ারিয়র্স হারায় নেট রান রেটের হিসেবে এমনিতেই খানিক এগিয়ে ছিলেন স্মৃতি মন্ধানারা। আজ ।৩০ বল বাকি থাকতেই ৭ উইকেটের ব্যবধানে বড় জয় বেঙ্গালুরু’র প্লে-অফের রাস্তা পরিষ্কার করে ফেললো। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে এত দিন প্রথমে ব্যাটিং করেই জয়ের রাস্তা খুঁজে নিতে দেখা গিয়েছিলো অধিকাংশ দল’কে। কিন্তু আজ গুরুত্বপূর্ণ খেলায় অন্য স্ট্র্যাটেজি নিতে দেখা গেলো রয়্যাল চ্যালেঞ্জার্সকে। টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন অধিনায়ক স্মৃতি মন্ধানা।

গতবারের চ্যাম্পিয়ন মুম্বই আজ বেকায়দায় পড়ে প্রথমে ব্যাটিং করতে নেমে। দুই ওপেনার হেইলি ম্যাথিউজ ও এস সাজানা যথাক্রমে ২৬ ও ৩০ রান করে সাজঘরে ফেরেন। এরপরেই তাসের ঘরের মত ভাঙে মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিং। ৪ ওভারের স্পেলে ভাঙল ধরান এলিস পেরী। অস্ট্রেলীয় অলরাউন্ডারের বোলিং ঝড়ে একে একে সাজঘরে ফেরেন সাজানা, হরমনপ্রীত কৌর, ন্যাটালি সিভার-ব্রান্ট, এমিলিয়া কের’রা। ৪ ওভারের ১৫ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েন তিনি। এলিস পেরীর অসামান্য বোলিং-এ মোহিত ক্রিকেটদুনিয়া। ‘অন্য স্তরের ক্রিকেটার’ অজি অলরাউন্ডারের বোলিং-এর প্রশংসায় মেতে লিখেছেন এক নেটিজেন। ‘চাপের মুহূর্তে কি করে সেরাটা বের করে আনতে হয়, তা উনি ভালোই জানেন’, লিখেছেন আরও একজন।

Read More: “ঐতিহাসিক ভুল হতে চলেছে…” বিরাট কোহলি’কে টি-২০ বিশ্বকাপের বাইরে রাখার ভাবনা না-পসন্দ নেটদুনিয়ার !!

নেটদুনিয়ার কুর্নিশ পেরী’কে, প্রশংসিত রিচা’ও-

RCBW | WPL 2024 | Image: Getty Images
RCBW | Image: Getty Images

মুম্বই থেমেছিলো ১১৩ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধাজনক অবস্থানে ছিলো না বেঙ্গালুরুও। ফের ব্যর্থ হয়ে কটাক্ষের মুখে স্মৃতি মন্ধানা। ‘আজ অবধি একটা গুরুত্বপূর্ণ ম্যাচে রান করতে দেখলাম না’ লিখেছেন এক ক্ষুব্ধ বেঙ্গালুরু সমর্থক। অন্য ওপেনার সোফি মোলিনে বা চার নম্বরে ব্যাট করতে নামা সোফি ডিভাইন’ও রান পান নি। ৩৯ রানে ৩ উইকেট হারানো বেঙ্গালুরু শিবিরে চেপে বসেছিলো ‘চোকিং’-এর ভয়। এই অবস্থায় ব্যাট হাতে ত্রাতা হয়ে দাঁড়ান সেই এলিস পেরী। রিচা ঘোষ’কে সঙ্গী করে অসামান্য এক জুটি গড়েন তিনি। গত ম্যাচে ‘ফিনিশ’ করতে পারেন নি রিচা। আজ দুর্দান্ত ৩৬* রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। অপরপ্রান্তে ৪০ রানে অপরাজিত রইলেন পেরী’ও। জয়সূচক রান আসে তাঁরই ব্যাটে।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার বারের চেষ্টায় প্রথম জয় পেলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একই সাথে নিশ্চিত করলো প্লে-অফের টিকিট। বিরাট কোনো পরিবর্তন না হলে এলিমিনেটর ম্যাচে সেই মুম্বই-র মুখোমুখিই হতে হবে তাদের। নক-আউটে পৌঁছে খুশি সমর্থকেরা। তাঁরা প্রশংসায় ভরিয়েছেন এলিস পেরী ও রিচা ঘোষ’কে। অজি অলরাউন্ডারকে ‘ওয়ান ওম্যান আর্মি’ আখ্যা দিয়েছেন অনেকে। যেভাবে ব্যাটে-বলে অসামান্য পারফর্ম করলেন আজ তাতে অনেকেই তাঁকে ‘সর্বকালের সেরা’ বলেও ডাকতে শুরু করেছেন। ‘নক-আউটেও এই পারফর্ম্যান্স জারি থাকুক’ লিখেছেন একজন। তারিফ কুড়িয়েছেন রিচা’ও। ‘আগের ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে ও’ মন্তব্য একজনের। ‘ভারতের উদীয়মান নক্ষত্র’ মন্তব্য আরও একজনের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: WPL 2024: “এই লড়াইকে কুর্নিশ জানাতেই…”, গুজরাটের কাছে হারলেও দুর্দান্ত দীপ্তির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *