bcci-decision-to-drop-kohli-from-t20-wc-squad-faces-criticism

মাসখানেক ক্রিকেটের বাইশ গজ থেকে দূরেই রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের কারণে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। বিরাট-হীন ভারতের অবশ্য জিততে বিশেষ সমস্যা হয় নি। আশা করা হচ্ছে আগামী মার্চের ২২ তারিখ ফের ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে কোহলিকে (Virat Kohli)। ঐ দিক আইপিএলের সপ্তদশতম মরসুমের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রাদীর্ঘ বিরতির পর প্রিয় তারকার ব্যাট হাতে প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুণছিলেন অনুরাগীরা। কিন্তু এর মধ্যেই এক চমকপ্রদ তথ্য নাড়িয়ে দিয়েছে তাদের। আজ আচমকাই খবর মিলেছে যে আসন্ন টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ভাবনায় নেই বিরাট।

২০২২-এর টি-২০ বিশ্বকাপের পর প্রায় ১৪ মাস আন্তর্জাতিক টি-২০ খেলেন নি বিরাট কোহলি (Virat Kohli)। রোহিত শর্মা, কে এল রাহুলদের মত তাঁকেও অব্যাহতি দেওয়া হয়েছিলো ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে। অবশেষে চলতি বছরের জানুয়ারিতে কুড়ি-বিশের বিশ্বকাপকে মাথায় রেখেই ফেরানো হয় তাঁকে। দুই ম্যাচ খেলেন বিরাট। করেন যথাক্রমে ২৯ ও ০। এর আগে বোর্ড সচিব জয় শাহ অধিনায়ক হিসেবে রোহিত শর্মা’র (Rohit Sharma) নাম নিশ্চিত করেছিলেন। ফর্মে থাকা কোহলিও ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানে জায়গা পাবেন, আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু আজ শোনা যাচ্ছে বিরাটকে বাদ দিয়েই দল সাজানোর কথা ভাবছেন নির্বাচকেরা। তাঁরা মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের মন্থর পিচে কোহলির চেয়ে কার্যকরী হবেন তিলক বর্মা, রিঙ্কু সিং-রা। এই খবর প্রকাশিত হওয়ার পরেই তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ক্রিকেটজনতার মধ্যে।

Read More: IPL 2024: ১৪ মাসের অপেক্ষার অবসান, ঋষভ পন্থের মাঠে ফেরার খবরে সিলমোহর দিলো BCCI !!

বোর্ডের ভাবনার সাথে একমত নন নেটিজেনরা-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

কুড়ি-বিশের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি (Virat Kohli)। মাত্র ১১৭ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৪০৩৭ রান, ব্যাটিং গড় ৫১.৭৫। টি-২০ বিশ্বকাপের ইতিহাসেও সর্বোচ্চ রানের মালিক তিনিই। দুইবার জিতেছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরষ্কার।২০২২-এর টুর্নামেন্টে ভারত সেমিফাইনালে ছিটকে গেলেও সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন বিরাট কোহলিই (Virat Kohli)। ৯৯ গড়ে ২৯৬ রান করেছিলেন তিনি। এর মধ্যে ছিলো পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য ৫৩ বলে ৮২* রানের ইনিংসটিও। কুড়ি-বিশের ক্রিকেটে দেশের সবচেয়ে বড় ম্যাচ উইনারকে টি-২০ বিশ্বকাপের মত আসরে দলে সামিল না করার সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল’ বলে ব্যাখ্যা করছেন নেটিজেনরা। ‘এই সিদ্ধান্ত থেকে সরে না এলে পস্তাতে হবে দলকে’ সখেদে লিখেছেন এক বিরাট অনুরাগী।

‘কোহলির অপরাধটা কি?’ জয় শাহ, রজার বিনিদের কাছে জানতে চেয়েছেন এক সমর্থক? ‘লাগাতার ভালো পারফর্ম্যান্স করেও এই ব্যবহার আদৌ বিরাটের প্রাপ্য?’ প্রশ্ন ছুঁড়েছেন আরও একজন। মন্থর পিচে কোহলি কার্য্যকর নন, এই যুক্তিও নেহাৎ ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন তাঁরা। ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ম্যাচেও পিচ বেশ মন্থর ছিলো। সেদিন বোঝা গিয়েছিলো, কার কত দম!’ চ্যালেঞ্জের সুরে লিখেছেন একজন। ‘দল বাছার আগে পূর্বের টি-২০ বিশ্বকাপের পারফর্ম্যান্সগুলোর দিকে চোখ বুলিয়ে দেখুন একবার নির্বাচকেরা’ উষ্মা প্রকাশ করেছেন একজন। কোহলিকে (Virat Kohli) সুযোগ না দিলে টি-২০ বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়েছেন অনুরাগীদের একাংশ। ‘ছেলেখেলা চলছে নাকি?’ ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরাট কোহলি ভক্তেরা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা নেই বিরাট কোহলির, তথ্য ফাঁস হতেই শুরু হইচই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *