wpl-2024-rcbw-vs-miw-match-09-report

WPL 2024: উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) নবম ম্যাচে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCBW) ও মুম্বই ইন্ডিয়ান্স (MIW)। মরসুমের প্রথম দুটি করে ম্যাচ জিতেছিলো দুই শিবিরই। এরপর ধাক্কা খেতে হয়েছিলো তাদের। দিল্লীর বিরুদ্ধে হেরেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স, ইউ পি ওয়ারিয়র্স পরাজিত করেছিলো মুম্বই ইন্ডিয়ান্সকে। লীগ টেবিলের দুই বনাম চারের দ্বৈরথে আজ শেষ হাসি কারা হাসে তা দেখতে মুখিয়ে ছিলো ক্রিকেটজনতা। বাজিমাত গতবারের চ্যাম্পিয়নদেরই। রয়্যাল চ্যালেঞ্জার্সকে তাদেরই ঘরের মাঠে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শুধু দুই পয়েন্টই হাসিল করলেন না ন্যাটালি সিভার-ব্রান্ট (Nat Sciver-Brunt), এমিলিয়া কের’রা (Amelia Kerr), একই সাথে পৌঁছে গেলেন লীগ টেবিলের মগডালে।

Read More: এই ৩ কারণের জন্য আর ভারতীয় দলের হয়ে খেলবেন না ইশান কিষাণ, ডাক পেলেও দেবেন না সাড়া !!

লড়লেন এলিস পেরী, হতাশ করলো বেঙ্গালুরু ব্যাটিং-

Ellyse Perry | WPL 2024 | Image: Getty Images
Ellyse Perry | WPL 2024 | Image: Getty Images

টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় মুম্বই (MIW)। উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) প্রথম তিন ম্যাচের পর স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) মোট রান ছিলো ১৩০। কমলা টুপির দৌড়ে দুই নম্বরে ছিলেন তিনি। ইউ পি ওয়ারিয়র্সের গ্রেস হ্যারিসের (Grace Harris) থেকে ফের একবার তার মালিকানা কেড়ে নেবেন বেঙ্গালুরু অধিনায়ক, আশায় ছিলেন ভক্তেরা। কিন্তু হতাশই করলেন তিনি। ১১ বলে মাত্র ৯ রান করে ইসি ওং-এর শিকার হলেন তিনি। রান পেলেন না সোফি ডিভাইন’ও (Sophie Devine)। নিউজিল্যান্ড তারকাকে বোল্ড করেন সাইকা ঈশাক। ৯ করেন তিনিও। সাব্বিনেনি মেঘনাও আজ ব্যর্থ। ১২ বলে ১১ রানের বেশী আসে নি তাঁর ব্যাট থেকে। পাঁচ নম্বরে ব্যাট করে নেমে রান পেলেন না রিচা ঘোষ’ও (Richa Ghosh)। শিলিগুড়ির তরুণীর সংগ্রহে আজ মাত্র ৭ রান।

ডুবতে থাকা বেঙ্গালুরু তরীর হাল ধরতে দেখা গেলো এলিস পেরী (Ellyse Perry) ও জর্জিয়া ওয়্যারহ্যামকে। মহিলা ক্রিকেটের মহাতারকা পেরী গত ম্যাচে খেলেন নি। আজ একাদশে ফিরে দীর্ঘসময় লড়াই চালালেন ব্যাট হাতে। বাকিদের ব্যর্থতার দিনে ৫টি বাউন্ডারি-সহ ৩৮ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি। সোফি মোলিনে ১২ রান করে উইকেট খোয়ানোর পর বাইশ গজে এসেছিলেন জর্জিয়া ওয়্যারহ্যাম (Georgia Wareham)। এলিস পেরীর সাথে জুটি বেঁধে রয়্যাল চ্যালেঞ্জার্সের লড়াই জারি রাখেন তিনি। অজি তারকার ব্যাট থেকে আজ এলো ২০ বলে ২৭ রান। শেষবেলায় ৫ বলে ৭ রান করে শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil)। নির্ধারিত ২০ ওভার শেষে বেঙ্গালুরুর স্কোর দাঁড়ায় ৬ উইকেটের বিনিময়ে ১৩১। ন্যাটালি সিভার-ব্রান্ট ও পূজা বস্ত্রকার দুটি করে উইকেট নেন। একটি করে সাফল্য ইসি ওং ও সাঈকা ঈশাকের।

অধিনায়ককে ছাড়াই সহজ জয় মুম্বইয়ের-

RCBW vs MIW | WPL 2024 | Image: Getty Images
RCBW vs MIW | WPL 2024 | Image: Getty Images

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলো মুম্বই (MIW)। দুই ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া (Yastika Bhatia) ও হেইলি ম্যাথিউজকে দ্রুত রান তুলতে দেখা যায়। উইকেটরক্ষক-ব্যাটার ইয়াস্তিকার ঝোড়ো ১৫ বলে ৩১ রানের ক্যামিও শুরুতেই জয়ের পথে এগিয়ে দিয়েছিলো মুম্বইকে। ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। সোফি ডিভাইনের বলে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শেষমেশ। গত মরসুমের সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)। এবারের ডব্লুপিএলে এখনও নিজের সেরা ছন্দ খুঁজে পান নি তিনি। তা সত্ত্বেও ক্যারিবিয়ান তারকা আজ ২১ বলে ২৬ রানের কার্যকরী ইনিংস খেললেন চিন্নাস্বামীতে। শেষমেশ শ্রেয়াঙ্কা পাতিল সাজঘরে ফেরান তাঁকে। ক্যাচ তালুবন্দী করেন স্মৃতি মন্ধানা।

গত ম্যাচের মত আজও মাঠে নামতে পারেন নি হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। স্ট্যান্ড-ইন অধিনায়ক ন্যাটালি সিভার-ব্রান্ট (Nat Sciver-Brunt) ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে গেলেন জয়ের দিকে। ২৫ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস আসে তাঁর ব্যাট থেকেও। চলতি মরসুমে মুম্বইয়ের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হয়ে ওঠার পথে নিউজিল্যান্ডের তরুণী এমিলিয়া কের (Amelia Kerr)। গত কয়েকটি ম্যাচেও দলের সাফল্যে ব্যাট বা বল হাতে কার্যকরী ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। আজও তফাৎ গড়ে দিলেন এমিলিয়া’ই। মাত্র ২৪ বলে ৭টি চারের সাহায্যে ৪০ রান করে অপরাজিত রইলেন তিনি। অপরপ্রান্তে ৬ বলে ৮ রান করে অপরাজিত রইলেন পূজা বস্ত্রকার (Pooja Vastrakar)। ৭ উইকেটে বেঙ্গালুরুকে পিছনে ফেললো মুম্বই। মরসুমের তৃতীয় ম্যাচ জিতে গত বছরের চ্যাম্পিয়নরা আরও এক ধাপ এগিয়ে গেলো প্লে-অফের পথে।

Also Read: WPL 2024: “আবেগে নিয়ন্ত্রণ রাখতে শিখেছি…” ইউ পি’কে ম্যাচ জিতিয়ে সাফল্যের রহস্য ফাঁস করলেন গ্রেস হ্যারিস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *