এই ৩ কারণের জন্য আর ভারতীয় দলের হয়ে খেলবেন না ইশান কিষাণ, ডাক পেলেও দেবেন না সাড়া !! 1

ভারতীয় দলের উঠতি তারকা ইশান কিষাণ (Ishan Kishan) ২০২৩ সালের নভেম্বর থেকে টিম ইন্ডিয়ার স্কোয়াডের বাইরে রয়েছেন। এরপর থেকে ভারতীয় দলে আর দেখাই যায়নি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে।দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও সুযোগ পাননি ইশান কিষাণ। সেখানে ধ্রুব জুরেল উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দলে ছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, ঘরোয়া ক্রিকেট না খেলার অপরাধে এখন কেন্দ্রীয় চুক্তি থেকে ইশান কিষাণকেও সরিয়ে দিয়েছে বিসিসিআই। তিনি কবে আবার জায়গা করে নিতে পারবেন সেই নিয়েও একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গিয়েছে। এবার দেখে নেওয়া যাক এত কিছুর পর কেন ইশান কিষাণ টিম ইন্ডিয়ার হয়ে আর খেলতে চাইবেন না।

দলের সঙ্গে তাল কেটেছে

এই ৩ কারণের জন্য আর ভারতীয় দলের হয়ে খেলবেন না ইশান কিষাণ, ডাক পেলেও দেবেন না সাড়া !! 2

বছর তিনেক আগে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হয়েছিল ইশান কিষাণের (Ishan Kishan)। কিন্তু দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও অধিনায়ক ও প্রধান কোচের সঙ্গে সমন্বয় গড়তে পারছেন না ইশান কিষাণ। যার কারণে টিম ইন্ডিয়াতে খেলতে ক্রমাগত অস্বীকার করছেন ইশান কিষাণ। কিষাণ ও দলের অধিনায়ক রোহিত শর্মা এই মুহূর্তে সঙ্গে পাচ্ছেন না। যেখানে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও ইশান কিষাণের বিষয়ে বিশেষ কিছু করতে পারছেন না। উল্লেখ্য যে, সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন রাহুল দ্রাবিড় ইশান কিষাণের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু দলে খেলার বিষয়ে নাকচ করে দেন ইশান।

ভালো খেলেও পান না সুযোগ

Ishan Kishan

টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ২০২১ সালে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয়েছিল ইশান কিষাণের। এর ঠিক দু’বছর পর, অর্থাৎ ২০২৩ সালে টেস্ট ক্রিকেট খেলার প্রথম সুযোগ পান তিনি। বাঁ হাতের তুখোড় ব্যাটসম্যান ইশান কিষাণ এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে মাত্র ২টি টেস্ট, ২৭টি ওয়ানডে এবং ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পেরেছেন। ২০২৩ সালের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন ইশান কিষাণও। তবে মাঠে নামা হয়নি তার। এই জিনিসটা তার সঙ্গে বারবার ঘটেছে। যার কারণে ইশান কিষাণ মনস্থির করেছেন যে তিনি আর টিম ইন্ডিয়ার হয়ে আগামীদিনে আর কোনও ম্যাচ খেলবেন না।

আইপিএলকে দিচ্ছেন বেশি প্রাধান্য

এই ৩ কারণের জন্য আর ভারতীয় দলের হয়ে খেলবেন না ইশান কিষাণ, ডাক পেলেও দেবেন না সাড়া !! 3
Ishan Kishan

ভারতের কোটি টাকার ক্রিকেট টুর্নামেন্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল থেকে বিপুল অর্থ পান ইশান কিষাণ (Ishan Kishan)। পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স প্রতি মরশুমে ইশান কিষাণকে ১৫ কোটি টাকা করে দেয়। যার কারণে ইশান কিশান আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে অস্বীকার করার পর থেকেই ইশান কিষাণ আইপিএল ২০২৪-এর জন্য প্রস্তুতি শুরু করেছেন এবং তার অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সাথে অনুশীলন করছেন। তাই কুড়ি-বিশের এই টুর্নামেন্টেই হয়তো খেলতে দেখা যাবে তাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *