WPL 2023: নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিলো দিল্লী ক্যাপিটালস এবং ইউ পি ওয়ারিয়র্স। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো দুই দলই। অবশ্য জয়ের ধরণে আকাশ-পাতাল তফাত ছিলো দুই দলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’কে ৬০ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছিলো মেগ ল্যানিং, জেমিমা রড্রিগেজদের দিল্লী।
অপরদিকে ক্রিকেট দর্শকদের রক্তচাপ বাড়িয়ে গুজরাত জায়ান্টসকে (GGT) হারিয়েছিলো ইউ পি ওয়ারিয়র্স। প্রথমে ব্যাটিং করে ১৬৯ রান করে গুজরাত। রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে একসময় জয় থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলো ইউ পি দল। সেখান থেকে প্রত্যাঘাতের রাস্তায় যান গ্রেস হ্যারিস (Grace Harris) এবং সোফি একলেস্টোন (Sophie Ecclestone)। শেষ ওভারে প্রায় নিশ্চিত হারের মুখ থেকে তাদের জয়ের সরণীতে তুলে আনেন গ্রেস এবং সোফির জুটি।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দুই হেভিওয়েট দলের লড়াই ঘিরে আগ্রহ ছিলো। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন ইউ পি অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)। আজ দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইলকে খেলিয়েছিলো ইউ পি। কিন্তু মেগ ল্যানিং (Meg Lanning) বাহিনীকে রুখতে কাজে এলো না কোনো স্ট্র্যাটেজিই। প্রথম ম্যাচে ২২৩ তুলেছিলো দিল্লী। আজ তুললো ২১১ রান। জবাবে ব্যাট করতে নেমে মিডল অর্ডারের ব্যর্থতায় ফের একবার চাপে পড়লো ইউ পি। রক্ষা করার জন্য আজ কোনো গ্রেস হ্যারিস যে ছিলেন না একাদশে। শেষমেশ ৪২ রানে হারতেই হলো ওয়ারিয়র্সদের। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে জায়গা করে নেওয়ার দিকে অগ্রসর হলো দিল্লী।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
আগুনে ফর্মে ল্যানিং, আবার রানের পাহাড়ে দিল্লী-

প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ২২৩ রান তুলেছিলো দিল্লী ক্যাপিটালস (DC)। ১৬২ রানের ওপেনিং জুটি গড়েছিলেন মেগ ল্যানিং (Meg Lanning) এবং শেফালী ভার্মা (Shafali Verma)। আজকের ম্যাচে শেফালী ১৪ বলে ১৭ করে ফিরলেও, নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখলেন অধিনায়ক মেগ ল্যানিং। আজও অর্ধশতকের গণ্ডী পেরোলেন তিনি।
গত ম্যাচে ১৪টি চার মারলেও ছক্কা মারতে পারেন নি মেগ (Meg Lanning)। আজ ৩টি বিশাল ছক্কা হাঁকাতে দেখা গেলো দিল্লী অধিনায়ককে। সাথে মারেন ১০টি চারও। আগের ম্যাচে ৭২ করেছিলেন। আজ করলেন ৪২ বলে ৭০ রান। দুই ম্যাচ মিলিয়ে ল্যানিং-এর মোট রান হলো ১৪২। মুম্বইয়ের হেইলি ম্যাথিউজকে (Hayley Matthews) সরিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপির মালকিন এখন ল্যানিং-ই। শেফালী (Shafali Verma) জলদি ফিরলেও রান গতিতে কোনোরকম বাধা আসে নি দিল্লীর ইনিংসে। গত ম্যাচে ঝোড়ো ইনিংস খেললেও আজ দ্রুত ফেরেন মারিজান কাপ (Marizanne Kapp)। ১২ বলে ১৬ রান করেন তিনি।
অ্যালিস ক্যাপসি ১০ বলে ২১ রান করে ফিরে যান। দিল্লী ইনিংসের হাল ধরেন জেমিমা রড্রিগেস (Jemimah Rodrigues) এবং জেস জোনাসেন (Jess Jonassen)। ৩টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন জেস। ৪টি চারের সাহায্যে ২২ বলে ৩৪ রান করেন জেমিমা। ডেথ ওভারে জেস ও জেমিমার (Jemimah Rodrigues) ব্যাটিং বিস্ফোরণ দিল্লীর স্কোরকে আজকেও ২০০ রানের গণ্ডী পেরিয়ে যায়। নির্ধারিত ২০ ওভারের শেষে ২১১ রান তোলে ক্যাপিটালস।
শেষরক্ষা হলো না আজ, হারলেন হিলিরা-

গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে একপ্রকার মিরাকল ঘটিয়েই ম্যাচ জিতে নিয়েছিলো ইউ পি ওয়ারিয়র্স (UPW)। ১৭০ রান তাড়া করতে নেমে ১০৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়েও ম্যাচে জয় এসেছিলো গ্রেস হ্যারিসের (Grace Harris) অনবদ্য ব্যাটিং-এর সৌজন্যে। আজ অবশ্য গ্রেস’কে প্রথম একাদশেই রাখে নি ইউ পি দল। দিল্লী ব্যাটিং-এর মোকাবিলা করার জন্য একজন অতিরিক্ত বোলার খেলানো হয়। গ্রেসের পরিবর্ত হিসেবে মাঠে নামা শাবনিম ইসমাইল (Shabnim Ismail) ইউ পি’র সফলতম বোলার ঠিকই, কিন্তু প্রথম ম্যাচের নায়িকার অভাব তিনি ঢাকতে পারলেন না।
দিল্লীর বিরুদ্ধে হারতেই হলো ইউ পি’কে। শুরুটা ভালোই করেছিলেন অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)। ৫টি চারের সাহায্যে ১৭ বলে ২৪ রান করে থামতে হলো তাঁকে। আজকেও ব্যর্থ শ্বেতা শেহরাওয়াত (Shweta Sehrawat)। ভারতের নবীন প্রতিভার ব্যাট থেকে এলো মাত্র ১ রান। গত ম্যাচে অর্ধশতক করলেও আজ কিরণ নভগিরে (Kiran Navgire) করলেন মাত্র ২ রান। ব্যর্থ দীপ্তি শর্মা’ও (Deepti Sharma)। ২০ বলে ১২ রানের মন্থর ইনিংস খেললেন তিনি।
বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে লড়লেন একা তালিয়া ম্যাকগ্রা (Tahlia McGrath)। ৫০ বলে ১১ চার এবং ৪ ছক্কার সাহায্যে লড়াকু ৯০* রানের ইনিংস খেললেন তিনি। তবে আজকের ম্যাচে যথেষ্ঠ ছিলো না তা। তালিয়ার সাথে লোয়ার অর্ডারে ২৩ রানের ইনিংস খেললেন দেবিকা বৈদ্য (Devika Vaidya)। ব্যাটের পাশাপাশি দিল্লী জার্সিতে আজ বল হাতেও সফল জেস জোনাসেন (Jess Jonassen)। ২টি উইকেট নিলেন তিনি। ওয়ারিয়র্সদের ইনিংস শেষ হয় ১৬৯ রানে। প্রথম ম্যাচে ৬০ রানে জিতেছিলো দিল্লী। দ্বিতীয় ম্যাচে জয় এলো ৪২ রানে। টানা দুই জয় তুলে নিয়ে দুরন্ত গতিতে ছুটছেন মেগ ল্যানিং’রা (Meg Lanning)। আগামী ৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মুখোমুখি হবে তারা। টুর্নামেন্টের দুই সেরা দলের লড়াই দেখার অপেক্ষার এখন থেকেই দিন গুনছেন ক্রিকেটপ্রেমীরা।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur