World Cup 2023: বিশ্বকাপের বাকি আর মাত্র তিন দিন। আগামী ৫ তারিখ পর্দা উঠতে চলেছে ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের ১৩তম সংস্করণের উপর থেকে। এই নিয়ে চতুর্থবার ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর। তবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালে বিশ্বকাপের ম্যাচ ভারতে হয়েছে ঠিকই, কিন্তু তখন আয়োজক হিসেবে দায়িত্ব ভাগ করে নিতে হয়েছে উপমহাদেশের অন্যান্য দেশগুলির সাথে। এবার তা নয়, বরং সম্পূর্ণ বিশ্বকাপই (ICC World Cup 2023) আয়োজন করছে ভারত। ১৯৭৯ সালের পর এই প্রথম একটিমাত্র দেশে আয়োজিত হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ, ফাইনালও আহমেদাবাদে। দুটি সেমিফাইনাল আয়োজন করতে চলেছে মুম্বই এবং কলকাতা। এছাড়া আয়োজক শহরের তালিকায় থাকছে বেঙ্গালুরু, পুনে, ধর্মশালা, দিল্লী, লক্ষ্ণৌ, চেন্নাই ও হায়দ্রাবাদ।
ভারতীয় উইকেট মানেই ব্যাটারদের স্বর্গরাজ্য-মোটামুটি এমনটাই দেখতে অভ্যস্ত ক্রিকেটজনতা। কিন্তু ছবিটা পাল্টাতে এবার উঠেপড়ে লেগেছে আইসিসি। বিশ্বকাপে (ICC World Cup 2023) যাতে ব্যাট ও বলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা দেখা যায় তা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে মাঠ কর্তৃপক্ষকে। বাউন্ডারির দৈর্ঘ্য বাড়িয়ে ৭০ মিটার বা তার কাছাকাছি করতে অনুরোধ করা হয়েছে। বদল আনতে বলা হয়েছে পিচের চরিত্রেও। লক্ষ্ণৌর মত কিছু মাঠে তো সম্পূর্ণ নতুন উইকেট বানানো হয়েছে বিশ্বকাপের (ICC World Cup 2023) জন্য। বিশেষজ্ঞদের ধারণা আগামী বিশ্বকাপ কেবলমাত্র ব্যাটারদের হবে না। শুরুর ওভারগুলিতে সাহায্য থাকবে পেসারদের জন্য। সুযোগ থাকবে স্পিনারদের জন্যও। এই বিশ্বকাপে নতুন বল হাতে যাঁরা প্রতিপক্ষের কালঘাম ছুটিয়ে দিতে চলেছেন তাঁদের মধ্যে পছন্দের পাঁচ জনকে বেছে নিতে দেখা গেলো ডেল স্টেইনকে।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
পছন্দের পাঁচ নাম জানালেন স্টেইন-

বিশ্বের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের তালিকায় রাখা হয় দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন’কে (Dale Steyn)। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা-প্রজন্মের সব সেরা ব্যাটারই সমীহ করে চলেন প্রোটিয়া কিংবদন্তিকে। দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে ভারত অধিনায়ক রোহিত জানিয়েছেন স্টেইনের মানের বোলার বড় একটা চোখে পড়ে নি তাঁর। ১৪০ কিলমিটার প্রতি ঘন্টা বা তার বেশী গতিতেও স্যুইং করানোর দক্ষতা ছিলো তাঁর, যা স্টেইনকে করে তুলেছিলো অনন্য। টেস্টে ৪৩৯ উইকেটের মালিক স্টেইন (Dale Steyn) অবসরের পর বর্তমানে কাজ করছেন বিশেষজ্ঞ হিসেবে। বিশ্বকাপ (ICC World Cup 2023) কভার করতে রয়েছেন ভারতে। ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’র তরফে তাঁকে অনুরোধ করা হয় বিশ্বকাপের পাঁচ সম্ভাব্য সেরা ফাস্ট বোলারকে বেছে নিতে।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
প্রথমেই ভারতের মহম্মদ সিরাজের (Mohammed Siraj) নাম বলেন প্রোটিয়া কিংবদন্তি। জানান, “সামনে থেকে বলকে স্যুইং করাতে পারে। বড় ব্যাটারদের ধরাশায়ী করে। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে চলেছে ও।” স্টেইনের দ্বিতীয় পছন্দ কাগিসো রাবাডা (Kagiso Rabada)। স্বদেশীয় ক্রিকেটার সম্পর্কে তাঁর মন্তব্য, “আমার অন্যতম প্রিয় ক্রিকেটার। অনেকটা বাউন্স আদায় করতে পারে। দুর্দান্ত গতি রয়েছে। ভারতীয় পরিবেশের সাথেও ও সড়গড়।” তিন নম্বরে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) রেখেছেন তিনি। খানিক মজা করেই বলেন, “রোহিত শর্মা, স্টাম্প বাঁচিয়ে।” ২০২১ সালে দুরন্ত ইয়র্কারে ভারত অধিনায়ককে ফিরিয়েছিলেন শাহীন। সেদিকেই ইঙ্গিত স্টেইনের (Dale Steyn)।
এরপর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকেও (Trent Boult) বিশ্বকাপের সেরা পাঁচে রেখেছেন তিনি। স্টেইন (Dale Steyn) বলেন, “সামনে থেকে স্যুইং করাতে পারে। প্রচুর উইকেট নেয়। আমি মনে করি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী হবে ও।” স্টেইনের তালিকায় পঞ্চম নাম মার্ক উডের (Mark Wood)। ইংল্যান্ড পেসার সম্পর্কে তিনি বলেন, “প্রচণ্ড গতিশীল ও। আমি মনে করি ও ইংল্যান্ডের হয়ে প্রচুর উইকেট নেবে। ও গতিই ভয় ধরায়। সেটাই ওকে উইকেট এনে দেবে।” স্টেইনের তালিকায় উড-সিরাজ-রাবাডা’রা থাকলেও ভারতের জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (Mitchell Starc) না থাকায় অবাক অনেকেই। বুমরাহ গত কয়েক বছরে তিন ফর্ম্যাটেই অনবদ্য বোলিং করেছেন, অন্যদিকে স্টার্ক গত দুটি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী। ঝুলিতে ৪৯ উইকেট। তাঁরা না থাকায় এই তালিকাকে অসম্পূর্ণ বলছেন অনেক বিশেষজ্ঞ।
দেখে নিন ভিডিও’টি-
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur