world-cup-shahid-afridi-lost-sister

World Cup 2023: বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে পাকিস্তান দল রয়েছে ভারতে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া জয় দিয়ে টুর্নামেন্টের সূচনা করেছিলো তারা। কিন্তু তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মুখ থুবড়ে পড়তে হয়েছে। আহমেদাবাদের মাঠে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, ক্রিকেটের কোনো বিভাগেই চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি বাবর আজম (Babar Azam), শাহীন শাহ আফ্রিদি’রা (Shaheen Shah Afridi)। আইসিসি র‍্যাঙ্কিং-এ দুই নম্বরে থাকা দল বর্তমানে কঠিন সমালোচনার মুখে। দেশে-বিদেশে তুমুল কটাক্ষ শুনতে হচ্ছে তাদের।

২০ তারিখ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপে (ICC World Cup 2023) পাকিস্তানের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অজিরা বিশ্বকাপের সূচনাটা খানিক স্বভাব বিরুদ্ধে ভঙ্গিতেই করেছে। প্রথম দুই ম্যাচে তারা হেরেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সঠিক সময়ে ছন্দ খুঁজে নিয়েছে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। ফর্মে ফেরা অজিদের বিপক্ষে জয় যে সহজে আসবে না তা জানেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। তাই বর্তমানে কঠোর অনুশীলনে ডুবে রয়েছেন তাঁরা। শুক্রবার মাঠে নামার আগে একাধিক সমস্যার অবশ্য সম্মুখীন হতে হচ্ছে পাক শিবিরকে। এর আগে দলের চার ক্রিকেটার জ্বরে আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছিল। বর্তমানে জানা যাচ্ছে যে আসন্ন ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন শাহীন শাহ আফ্রিদি। স্বজন হারানোর কারণে দেশে ফিরতে পারেন তিনি।

Read More: World Cup 2023: বিসিসিআইয়ের বিরুদ্ধে করা অভিযোগ ধোপে টিকলো না, আইসিসি থেকে খালি হাতেই ফিরছে পাক ক্রিকেট বোর্ড !!

ট্যুইটে খারাপ খবর জানালেন আফ্রিদি-

Shahid Afridi | ICC World CUp 2023 | Image: Getty Images
Shahid Afridi | Image: Getty Images

পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি (Shahid Afridi) দিন দুয়েক আগে ট্যুইট করে জানিয়েছিলেন যে তাঁর বোন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অনুরাগীদের তিনি অনুরোধ করেছিলেন তাঁর বোনের জন্য প্রার্থনা করার জন্য। গতকাল ফের ট্যুইট করে খারাপ খবর প্রকাশ্যে আনেন তিনি। জানান যে যাবতীয় প্রার্থনা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাঁর বোন। আফ্রিদি (Shahid Afridi) লেখেন, বোনকে দেখতে করাচী যাচ্ছিলেন তিনি। কিন্তু পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তাঁর। একই সাথে বোনের অন্তিম সংস্কারের সময়সূচিও জানিয়ে দেন তিনি।

শাহিদ আফ্রিদির কন্যার সাথে বিবাহ হয়েছে পাক দলের বর্তমান পেস তারকা শাহীন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi)। পরিবারের কঠিন সময়ে তিনি কি বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরবেন প্রিয়জনদের পাশে থাকার জন্য? জল্পনা ছড়িয়েছে ক্রিকেটমহলে। শাহিদ আফ্রিদির ঘোষণার পর দলে দলে অনুরাগীরা তাঁর বোনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। এই তালিকায় ছিলেন আরেক প্রাক্তন ক্রিকেটার সোহেল তনবীর (Sohail Tanveer)। তিনি লেখেন, “আল্লাহ ওনাকে স্বর্গের সন্ধান দিন।” শোকবার্তা পাঠিয়েছেন প্রাক্তন পাকিস্তানী ওপেনার ইয়াসির হামিদ’ও (Yasir Hameed)।

দেখুন সেই সকল শোকবার্তা-

Also Read: World Cup 2023: মাঠের বাইরেও গতি তুলছেন ‘হিটম্যান’, বাংলাদেশ ম্যাচের আগে করলেন এই তুমুল কান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *