World Cup 2023: শিকড়কে ভোলেন নি কেশব মহারাজ, দক্ষিণ আফ্রিকা হারলেও প্রশংসিত প্রোটিয়া ক্রিকেটার !! 1

World Cup 2023: বিশ্বকাপের সবচেয়ে বড় চমকটা সম্ভবত দেখা গেলো গতকাল। দুরন্ত গতিতে ছুটতে থাকা দক্ষিণ আফ্রিকার অশ্বমেধের ঘোড়ার লাগাম টেনে ধরলো নেদারল্যান্ডস। প্রোটিয়ারা প্রথম দুই ম্যাচে দাপুটে ক্রিকেট খেলে হারিয়েছিলো দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন-শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে। কিন্তু গতকাল ডাচদের বিরুদ্ধে রীতিমত দিশাহারা লাগলো তাদের। ধর্মশালার পাহাড় ঘেরা স্টেডিয়ামে রচিত হলো নতুন ক্রিকেট মহাকাব্য। বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরী হয়। ম্যাচ কমে হয় ৪৩ ওভারের। প্রথমে ব্যাট করতে নামে ডাচ’রা। একটা সময় ব্যাট হাতে বেশ চাপের মধ্যে পড়লেও তাদের ম্যাচে ফেরান অধিনায়ক স্কট এডওয়ার্ডস (Scott Edwards)। তাঁর অপরাজিত ৭৮ রান নেদারল্যান্ডসকে সাহায্য করে ২৪৫ রানে পৌঁছতে।

গত দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে যোগ করেছিলো যথাক্রমে ৪২৮ এবং ৩১১। তাই ডাচদের ২৪৫ যথেষ্ট নয় বলেই ধারণা ছিলো বিশেষজ্ঞদের। তবে ক্রিকেট তো মহান অনিশ্চয়তার খেলা। বহু প্রাচীন প্রবাদটির সত্যতা এরও একবার গতকাল চাক্ষুস করতে পারলেন ক্রিকেটজনতা। প্রোটিয়াদের প্রথম ধাক্কা দেন কলিন অ্যাকেরম্যান। ফেরান ছন্দে থাকা ক্যুইন্টন ডি কক’কে। এরপর ফেরেন তেম্বা বাভুমা, এইডেন মার্করাম’রা। কমলা জার্সিতে রওলফ ফান দার মারওয়ে, পল ফান মেরকেরেন, লোগান ফান বিক’দের দাপটে মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। ১৪৫ রানের মাথায় যখন ডেভিড মিলার আউট হন, তখনই হার নিশ্চিত হয়ে গিয়েছিলো প্রোটিয়াদের। লোয়ার অর্ডারকে সাথে নিয়ে তবুও লড়ে গেলেন কেশব মহারাজ (Keshav Maharaj)। শেষমেশ ম্যাচ জেতাতে পারেন নি তিনি। কিন্তু গতকাল মাঠে তাঁর কর্মকাণ্ড নেটদুনিয়ার কুর্নিশ আদায় করে নিয়েছে।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

ম্যাচ হেরেও ঈশ্বরকে স্মরণ মহারাজের-

Keshav Maharaj | ICC World Cup 2023 | Image: Getty Images
Keshav Maharaj | ICC World Cup 2023 | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলছেন কেশব মহারাজ। ভারতের বাইশ গজে তাঁর অফস্পিন অত্যন্ত কার্যকরী হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। দক্ষিণ আফ্রিকার সবুজ জার্সি গায়ে মাঠে নামলেও কেশবের (Keshav Maharaj) সাথে যোগ রয়েছে ভারতেরও। তাঁর পূর্বপুরুষেরা উত্তরপ্রদেশের সুলতানপুর অঞ্চল থেকে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। তাই ভারত তাঁর কাছে ‘ঘরের মাঠ’-এর মতই। ভারতের বাইরে জন্ম, বেড়ে ওঠা হলেও নিজের শিকড়কে ভোলেন নি কেশব (Keshav Maharaj)। বরং আঁকড়ে রেখেছেন নিজের ধর্মবিশ্বাসকে। দিনকয়েক আগেই পদ্মনাভস্বামী মন্দিরে গিয়েছিলেন তিনি। সেই ছবিও শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। গতকাল দেখা গেলো তাঁর ব্যাটের পিছনের দিকে লেখা রয়েছে ॐ।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

ডুবতে থাকা প্রোটিয়া নৌকার কাণ্ডারী হয়ে অনেকক্ষণ লড়লেন তিনি। রাবাডা (Kagiso Rabada), লুঙ্গি এনগিডি’রা (Lungi Ngidi) ব্যর্থ হলেও নজর কাড়লো কেশবের ৩৭ বলে ৪০ রানের ইনিংস। লোগান ফান বিকের (Logan van Beek) বলে স্কট এডওয়ার্ডসের হাতে ক্যাচ তুলে দিয়ে তিনি ফিরতেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ম্যাচ হারলেও নিজের ঈশ্বর ভক্তি থেকে টলানো যায় নি কেশব মহারাজ’কে। আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে ঈশ্বরকে প্রণাম করতে দেখা যায় তাঁকে। দেখে মনে হয় কঠিন সময়ে পাশে থাকার জন্য যেন ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইছেন তিনি। বিদেশে বেড়ে ওঠা সত্ত্বেও নিজের শিকড়কে না ভোলার জন্য ভারতীয় সমর্থকদের তরফ থেকে অজস্র শুভেচ্ছা বার্তা কেশব মহারাজ (Kesha Maharaj) পেয়েছেন গত রাত থেকে। বিশ্বকাপের (ICC World Cup 2023) বাকি অংশটা শুভ হোক কেশবের, প্রার্থনা অনুরাগীদের।

দেখে নিন ঘটনার ভিডিও-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *