wasim-akram-shuts-down-troll-on-insta

আজকের অন্তর্জালের দুনিয়ায় সেলিব্রিটি ও অনুরাগীর মধ্যেকার দূরত্ব কমেছে অনেকখানি। তারকাদের সাধারণত জনতার ‘কাছের মানুষ’ হয়ে উঠতে যেমন তা সাহায্য করেছে, তেমনই সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে বিড়ম্বনারও কারণ। ব্যক্তিগত জীবনে এহেন বিড়ম্বনারই শিকার হলেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আক্রম (Wasim Akram)। টেস্ট ও একদিনের ক্রিকেট মিলিয়ে ৯০০’র বেশী আন্তর্জাতিক উইকেটের মালিকের দ্বিতীয় স্ত্রী’কে নিয়ে ইন্সটাগ্রামে অশালীন মন্তব্য করেছিলেন এক নেটদুনিয়া ব্যবহারকারী। স্ত্রী’র সম্মান রক্ষার্থে চুপ করে থাকেন নি আক্রম (Wasim Akram)। তিনিও পালটা দিয়েছেন কমেন্ট সেকশনে। এই নিয়ে রীতিমত চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।

Read More: মহম্মদ শামির জুতোয় পা গলাবেন এই বোলার, ধার বাড়াবেন দেশের পেস ব্যাটারির !!

২০১৩-তে দ্বিতীয় বিবাহ করেছেন আক্রম-

Wasim Akram and Shaniera Akram | Image: Twitter
Wasim Akram and Shaniera Akram | Image: Twitter

ক্রিকেট জীবনের মধ্যগগনে থাকাকালীন ১৯৯৫ সালে ওয়াসিম আক্রম বিবাহ করেছিলেন হুমা মুফতি’কে (Huma Mufti)। নিজের আত্মজীবনী ‘সুলতানঃ আ মেমোয়ের”-এ হুমার সাথে আলাপ ও প্রেমকাহিনী লিখেছেন আক্রম (Wasim Akram)। মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণে মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। পাকিস্তান থেকে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে ভারতের চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে উড়িয়ে নিয়ে আসা হলেও স্ত্রী’কে বাঁচাতে পারেন নি আক্রম। ২০০৯ সালে মারা যান হুমা। এর চার বছর পর পাক প্রাক্তনীর জীবনে দ্বিতীয় নারী হিসেবে আগমন শানায়েরা থমসনের (Shaniera Thompson)। মেলবোর্নে দেখা হয় দুজনের। ২০১৩ সালের ১২ অগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে। তারপর প্রায় ১১ বছর একসাথেই রয়েছন তাঁরা।

শানায়েরাকে নিয়ে কটাক্ষের জবাব দিলেন ওয়াসিম-

Wasim Akram | Image: Getty Images
Wasim Akram | Image : Getty Images

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ছিলো পাকিস্তানের। ধারাভাষ্যকার হিসেবে ওয়াসিম আক্রম’ও (Wasim Akram)  উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়াতে। ইনস্টাগ্রামে স্ত্রী’র সাথে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবিতেই সাইম আলি নামে এক নেটিজনে শানায়েরা’কে (Shaneira Akram) উদ্দেশ্য করে কটুক্তি করেন। স্ত্রী সম্পর্কে অপমানজনক মন্তব্য চুপচাপ হজম করে নেন নি পেস কিংবদন্তি। তিনি কমেন্টে পালটা লেখেন, “তুমি কি মনে কর এই কথাটা যথাযথ? আমি তোমার বাবা-মায়ের সাথে দেখা করতে চাই। বলতে চাই যে তাঁরা একজন অপদার্থকে তৈরি করেছেন।” আক্রমের বাক্যবাণের জবাবে সেই নেটিজেন কিছু লিখেছেন কিনা তা অবশ্য জানা যায় নি। তবে স্ত্রী’র সম্ভ্রম রক্ষায় যেভাবে এগিয়ে এসেছেন আক্রম, তার প্রশংসা করেছেন শুভবুদ্ধিসম্মপন্ন নেটনাগরিকেরা।

দেখে নিন সেই সোশ্যাল মিডিয়া পোস্ট’টি-

Wasim Akram and Shaniera Akram | Image: Instagram
Wasim Akram and Shaniera Akram | Image: Instagram

Also Read: T20 World Cup 2024: কাকভোরে বসবে ক্রিকেটের আসর, টি-২০ বিশ্বকাপ দেখতে ঘুম ভুলবে ভারতবাসী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *