mi-vs-kkr-match-51-dream-11-prediction

IPL 2024: শুক্রবার আইপিএলের (IPL) আঙিনায় মুখোমুখি দুই হেভিওয়েট দল মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR)। জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় প্রহর গুণছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। পরিসংখ্যান বলছে দুই দলের ৩২ সাক্ষাতে ২৩ বার জিতেছে মুম্বই। আর মাত্র ৯ বার জয় পেয়েছে কলকাতা। কিন্তু তা সত্ত্বেও চলতি মরসুমের ফর্মের বিচারে এগিয়ে নাইট রাইডার্সই (KKR)। তারা রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। এই ম্যাচে জিতলেই ১৪ পয়েন্টে পৌঁছে প্লে-অফের রাস্তা আরও খানিক মসৃণ করে ফেলতে পারবে তারা। অন্য দিকে টুর্নামেন্ট থেকে একরকম ছিটকেই গিয়েছে মুম্বই(MI)। তাদের পয়েন্ট সংখ্যা মাত্র ৬। বিদায়ের আগে মান বাঁচানোর লক্ষ্যে লড়াইতে নামবে হার্দিক পান্ডিয়ার দল।

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma) ও ঈশান কিষণ (Ishan Kishan)। গত ম্যাচের পারফর্ম্যান্স ভুলে ঘুরে দাঁড়াতে চাইবেন হিটম্যান। তিন নম্বরে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে। টি-২০ বিশ্বকাপের আগে তাঁর ফর্মে ফেরার প্রার্থনায় কেবল নাইট ভক্তেরা বাদে দেশের সকলেই। চার নম্বরে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন তিলক বর্মা। পাঁচে থাকছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বড় পরীক্ষা তাঁর সামনেও। ছয় নম্বরে খেলতে পারেন নেহাল ওয়াধেরা। আফগান অলরাউন্ডার মহম্মদ নবিকে মুম্বই খেলাতে পারে সাতে। এরপর দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড ক্যুৎসিয়ের জায়গা হতে পারে একাদশে। শ্রীলঙ্কার নুয়ান তুষারার সঙ্গে থাকছেন ভারতের জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)।

কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আরব সাগরের তীরেও হয়ত ওপেনিং করবেন সুনীল নারাইন (Sunil Narine) ও ফিল সল্ট। বিধ্বংসী এই জুটি শুক্রবারও নাইটদের পাওয়ার প্লে’তে শক্ত ভিতের উপর দাঁড় করাতে চাইবে। তিন নম্বরে কলকাতার হয়ে দেখা যেতে পারে তরুণ অঙ্গকৃষ রঘুবংশীকে। চার ও পাঁচে দুই সিনিয়র তারকা ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও শ্রেয়স আইয়ার সামলাতে পারেন মিডল অর্ডারের দায়িত্ব। নিজের চেনা ওয়াংখেড়েতে স্মরণীয় ইনিংস খেলতে চাইবেন নাইট অধিনায়ক শ্রেয়স। এরপর থাকছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। ফিনিশার হিসেবে রিঙ্কু-রমনদীপকে খেলাতে পারে দল। হর্ষিত রাণা নির্বাসিত থাকায় খেলতে পারেন বৈভব আরোরা। থাকছেন মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তীও।

Read More: অবশেষে দল ঘোষণা পাকিস্তানের, বাবর বা শাহীন নয়, এই তারকা পেলেন অধিনায়কত্ব !!

IPL ম্যাচের সময়সূচি-

মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)

ম্যাচ নং- ৫১

তারিখ- ০৩/০৫/২০২৪

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট

Pitch and Weather (পিচ ও আবহাওয়ার রিপোর্ট)-

Wankhede Stadium, Mumbai | MI vs KKR | Image: Twitter
Wankhede Stadium, Mumbai | Image: Twitter

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR)। আরব সাগরের তীরে অবস্থিত এই স্টেডিয়ামে সাধারণত ব্যাটিং সহায়ক বাইশ গজই দেখা যায়। লাল মাটির পিচে বাউন্স থাকায় বল সহজেই ব্যাটে আসে। মাঠের পরিধি বেশী বড় না হওয়ার ফায়দা পান ব্যাটাররা। শুক্রবারের ম্যাচেও চার-ছক্কার ফুলঝুড়ি দেখতে পাওয়ার সম্ভাবনা। এখানে এখনও অবধি ১১৫টি আইপিএল (IPL) ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ৫২টি খেলায় প্রথমে ব্যাটিং করে জয় এসেছে। ৬৩ ম্যাচে সাফল্য এসেছে রান তাড়া করে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৭০। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৬০।

শুক্রবার বাণিজ্য নগরী মুম্বইয়ের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে সর্বোচ্চ ৩৩ ও সর্বনিম্ন ২৭ ডিগ্রী সেলসিয়াসের মাঝে। সমুদ্র তীরবর্তী শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৫৮ শতাংশ। যা নিঃসন্দেহে ম্যাচের সময় ক্রিকেটারদের অস্বস্তিতে ফেলবে। খেলা চলাকালীন ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। খানিক আশঙ্কার খবর শুনিয়েছে হাওয়া অফিস। শুক্রবার মুম্বইতে বৃষ্টিপাতের সম্ভাবনা ১০ শতাংশ। বর্ষণের ভ্রুকুটি ক্রিকেটের পথে বাধা হবে না বলেই প্রার্থনা ক্রিকেটজনতার।

দুই দলের প্রথম একাদশ-

MI vs KKR | Image: Getty Images
MI vs KKR | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্স (MI)-

রোহিত শর্মা, ঈশান কিষণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, মহম্মদ নবি ✈, জেরাল্ড ক্যুৎসিয়ে ✈, পীয়ূষ চাওলা, নুয়ান তুষারা✈, জসপ্রীত বুমরাহ।

বিকল্প- শামস মুলানি, নমন ধির, ডিওয়াল্ড ব্রেভিস, রোমারিও শেপার্ড, নেহাল ওয়াধেরা।

কলকাতা নাইট রাইডার্স (KKR)-

ফিল সল্ট (উইকেটরক্ষক) ✈, সুনীল নারাইন ✈, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল ✈, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বৈভব আরোরা, মিচেল স্টার্ক ✈, বরুণ চক্রবর্তী।

বিকল্প- নীতিশ রাণা, সুয়শ শর্মা, দুষ্মন্ত চামিরা ✈, অনুকূল রয়, শাকিব হুসেন।

MI vs KKR, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- রোহিত শর্মা, ভেঙ্কটেশ আইয়ার, তিলক বর্মা,সূর্যকুমার যাদব

উইকেটরক্ষক- ফিল সল্ট

অলরাউন্ডার- আন্দ্রে রাসেল, সুনীল নারাইন

বোলিং- জসপ্রীত বুমরাহ, বৈভব আরোরা, জেরাল্ড ক্যুৎসিয়ে, বরুণ চক্রবর্তী

অধিনায়ক- ফিল সল্ট

সহ-অধিনায়ক- সূর্যকুমার যাদব

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IPL 2024 Points Table in Bengali: পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ হেরে ক্ষতি হলো CSK’র, পয়েন্ট টেবিলে লম্বা দৌড় দিল প্রীতি জিন্টার দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *