বদলে যাচ্ছে দেশের নাম? গত কয়েকদিন ধরেই এই নিয়ে সরগরম দেশের রাজনৈতিক মহল। ইন্ডিয়া নয়, এবার থেকে দেশের নাম হবে কেবল ভারত, জি-২০ সম্মেলনের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই ছড়িয়েছিলো এমন জল্পনা। ভারতে উপস্থিত বিদেশী রাষ্ট্রপ্রধানদের যে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ (President Droupadi Murmu), তাতে ইংরেজিতে প্রথমাফিক ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে লেখা ছিলো ‘প্রেসিডেন্ট অফ ভারত।’ শোনা গিয়েছিলো কেন্দ্রীয় সরকার দেশের নাম বদলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে লোকসভার বিশেষ অধিবেশনে। এই ঘটনার পর থেকেই পক্ষে-বিপক্ষে নানা মতামত জমা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেন দেশের প্রাচীন সংস্কৃতির সাথে আত্মিক যোগাযোগ সুদৃঢ় করবে ‘ভারত’ নামটি। আবার নাম বদলের সাথে সাথে যে বিপুল খরচের বোঝা চাপতে পারে দেশের কোষাগারের উপর তার বোঝা কে বইবে? প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বহু বিশেষজ্ঞকে।
ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক থেকে দূরে থাকেন নি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ’ও (Virender Sehwag)। তিনি নাম বদলের পক্ষেই সওয়াল করেছেন। এক ট্যুইটার পোস্টে শেহবাগ লেখেন, “আমি সব সময় মনে করেছি নাম এমন হওয়া উচিৎ যা আমাদের মধ্যে গর্বের অনুভূতি জাগাবে। আমরা ভারতীয়। ইন্ডিয়া নাম’টি ব্রিটিশদের দেওয়া এবং আনুষ্ঠানিক ভাবে আমাদের নিজস্ব নাম ‘ভারত’-এ ফিরে আসা আমাদের প্রাপ্য। আমি বিসিসিআই এবং জয় শাহ’কে অনুরোধ করছি বিশ্বকাপে আমাদের ক্রিকেটারদের জার্সিতে যাতে ইন্ডিয়া নয়, বরং ভারত লেখা হয় তা সুনিশ্চিত করতে।” শেহবাগের (Virender Sehwag) এই ট্যুইট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনগণের মধ্যে। অনেকে একে সমর্থন করেছেন, তাঁর প্রশংসা করেছেন। অনেকে আবার তাঁর ট্যুইটের তথ্যগত ভুল তুলে ধরে একহাত নিয়েছেন তাঁকে।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
নাম বিতর্কে কটাক্ষের সম্মুখীন শেহবাগ-

শেহবাগ (Virender Sehwag) কেবল ইন্ডিয়া’কে মুছে ফেলে কেবল ভারত নাম’কে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মুখ খুলেই ক্ষান্ত থাকেন নি, বরং ক্রিকেট বোর্ডের সচিবকেও অনুরোধ করেছেন ভারতের জাতীয় দলের জার্সি বদলে ফেলতে। এহেন পদক্ষেপ বিশেষ ভালো চোখে দেখেন নি নেটজগতের একাংশ। ইউটিউবার ধ্রব রাঠী (Dhruv Rathee) একটি ভিডিওর মাধ্যমে তুলোধোনা করেছেন তাঁকে। ইন্ডিয়া নামের ব্যুৎপত্তি যেমন তিনি তুলে ধরেছেন, একই সাথে দেখিয়েছেন কোথায় কোথায় তথ্যগত ভুল রয়েছে শেহবাগের (Virender Sehwag) ট্যুইটে। ধ্রুব নিজের ভিডিও’তে ক্ষতিকারক তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করার জন্য শেহবাহকে কতাক্ষ করতেও ছাড়েন নি। তিনি বলেন, “পান মশলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বীরেন্দ্র শেহবাগ ট্যুইট করে বলছেন, উনি তৃপ্তি পাবেন দেশকে ভারত নামে ডাকলে। শেহবাগ, আপনি কি কখনও সংবিধান পড়েছেন?”
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
তিনি আরও বলেন, “দেশের নাম এখনও ভারতই রয়েছে। ইন্ডিয়া এবং ভারত দুটি নামকেই গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে। আপনি বলছেন ইন্ডিয়া নামটি ব্রিটিশদের দেওয়া। হোয়াটস্যাপ বিশ্ববিদ্যালয়ের ভুয়ো খবর থেকে ইতিহাস শিখলে এমনটা মনে হতে পারে। কিন্তু সত্যি এটাই যে ভারতের মতই ইন্ডিয়া নামটিও কয়েক হাজার বছর পুরনো। বীরেন্দ্র শেহবাগের মত যাঁরা বলছেন বিদেশীদের দেওয়া নাম ব্যবহার করতে আপত্তি রয়েছে, তাঁদের অনুরোধ হিন্দুস্তান শব্দটিও ব্যবহার করবেন না। নিজেদের হিন্দু বলেন, সেটাও বলবেন না, কারণ ওটাই ও বিদেশীদের দেওয়া। এমনকি ক্রিকেট কেনো খেলছেন? সেই খেলাটাও তো ব্রিটিশদের দান।”
শেহবাগের দিকে প্রশ্নবাণ ছুঁড়লেন ধ্রুব রাঠী-

আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে ধ্রুব (Dhruv Rathee) বলেন, “এই যে আন্তর্জাতিক স্কুল আপনি প্রতিষ্ঠা করেছেন, সেখানে ইংরাজী কেনো পড়াচ্ছেন তাহলে? ইংরাজী তো বিদেশী ভাষা। কোট-প্যান্ট’ই বা পরছেন কেনো? ধুতি-কুর্তা পরুন। আমি পান মশলার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাছে দুটোই অনুরোধ করবো যে এই গুটখার বিজ্ঞাপন করা বন্ধ করুন। দেশকে নিয়ে এত ভাবনা থাকলে, দেশবাসীদের নিয়েও একটু চিন্তা করুন। পয়সার জন্য এই জাতীয় ক্ষতিকারক দ্রব্যে বিক্রি করা বন্ধ করুন। আর দ্বিতীয়, যদি আপনার ভারত নামটিই পছন্দ হয়, তাহলে মুক্তকন্ঠে তা ব্যবহার করুন। কেউ বারণ করে নি। ভারত আমাদের দেশের একটি সরকারী নাম কিন্তু আমাদের দেশের দ্বিতীয় সরকারী নামটির বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বন্ধ করুন।”
এরপর শেহবাগের (Virender Sehwag) ক্রিকেট কেরিয়ারের দিনগুলির দিকে ইঙ্গিত করে প্রশ্নবাণ ছুঁড়েছেন ধ্রুব রাঠী। তিনি বলেন, “আপনার জার্সিতে যে ইন্ডিয়া কথাটি লেখা থাকত, তা পরতে কি আপনার লজ্জা করত? যখন স্টেডিয়াম ভর্তি মানুষ ইন্ডিয়া…ইন্ডিয়া…চিৎকার করত, তখন কি আপনার খারাপ লাগত? যদি তা লেগে থাকে, তাহলে ভারত শব্দটি ব্যবহার করুন। ইন্ডিয়া বা হিন্দুস্তান ব্যবহার করবেন না। কিন্তু যদি না লেগে থাকে, তাহলে কি প্রয়োজন ইন্ডিয়ার বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে? আমাদের জন্য ইন্ডিয়া হোক, ভারত হোক বা হিন্দুস্তান হোক-সবই আমাদের প্রিয় দেশের বিভিন্ন নাম। কোনোটাই একে অন্যের চেয়ে এগিয়ে নয়। একজন প্রকৃত ভারতীয় এই নাম নিয়ে কারও সাথে বিবাদে জড়াতে পারে না।”
দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি-
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur