kohli-elected-captain-of-world-cup-xi

Virat Kohli: বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরমেন্স অসাধারণ। ভারতীয় দল চতুর্থ বরের জন্য বিশ্বকাপ ফাইনালে প্রবেশ করেছে, গতকাল দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে ফাইনালের রাস্তা পরিষ্কার করে ফেলেছে ক্যাঙ্গারু বাহিনী। ২০০৩ সালের ২ ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) মুখোমুখি হতে চলেছে এই মেগা ফাইনালে। তবে এই মেগা ফাইনালটি শেষ হতে চলেছে বিরাটের ওডিআই ক্রিকেটের। এই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সেমিফাইনালের মেগা ম্যাচে নিজের আইডল সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটে ৫০ তম শতরান হাঁকিয়ে সচিনকে টপকে গেলেন বিরাট।

Read More: Virat Kohli: অক্ষরে অক্ষরে মিললো ভগবান সচিনের কথা, ছাপিয়ে গেল বিরাট !!

বিরাটের উচিত ওডিআই ফরম্যাটকে আলবিদা জানানোর

Virat kohli
Virat Kohli | Image: Getty Images

শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসে এক সিজিনে সর্বাধিক রান বানিয়েছেন বিরাট। সচিনের ২০০৩ সালে বানানো ৬৭৩ রানের রেকর্ডটি ভেঙে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আপাতত এই বিশ্বকাপে তিনি ১০ ম্যাচে ১০১ গড়ে ৭১১ রান বানিয়েছেন বিরাট। ২০২১ ও ২০২২ সালে ফর্মের ব্যর্থতা দেখা গিয়েছে বিরাটের মধ্যে। প্রায় ৩ বছর শতরানের মুখ দেখেননি বিরাট। বর্তমানে বিরাট ৩৫ বছর বয়সী। তবে আগামীদিনে তিনি কতটা ফিট থাকবেন বা কতটা ফর্মে থাকবেন সে বিষয়ে রয়েছে অনেক সমালোচনা। বিরাটের পরম মিত্র এবি ডিভিলিয়ার্সও মনে করেন বিরাটের উচিত ২০২৩ বিশ্বকাপ জিতে বিরাটের ওডিআই ক্রিকেটকে আলবিদা জানানো উচিত। বিরাটকে নিয়ে মন্তব্য করে এবি বলেছেন, “আমি জানি তিনি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করতে পছন্দ করেন। তবে ২০২৭ বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এটা অনেক সময় দূরে। ওনার উচিত ২০২৩ বিশ্বকাপটি নিজের গোল বানানোর। আর এই বিশ্বকাপ জিতে অবসর নেওয়াটা তার জন্য খারাপ কোনো সময় নয়। এবার কিছুদিন আইপিএল ও টেস্ট ক্রিকেট খেলতে পারেন এবং তারপর সব ফরম্যাট থেকে আলবিদা জানাতে পারেন।”

বিশ্বকাপ ফাইনালের পর আলবিদা জানাবেন কোহলি

Virat Kohli
Virat Kohli and KL Rahul | Image: Getty Images

শুধু এবি ডিভিলিয়ার্স নন, ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হার্শ বোগলেও মনে করেন বিরাটের (Virat Kohli) ওডিআই ফরম্যাটে আলবিদা বলার এর থেকে ভালো সুযোগ আর আসবে না। মন্তব্য করে তিনি বলেন, “বিরাট একজন অসাধারণ প্লেয়ার তবে বিশ্বকাপ জিতে ওডিআই ফরম্যাটকে বিদায় জানানো একটি অন্যতম মুহূর্ত হবে তার জন্য।” এর আগে সচিন তেন্ডুলকর যিনি ওডিআই ফরম্যাট থেকে নিজেকে দূরে রেখেছিলেন বিশ্বকাপ জয়লাভ করেই। ষষ্ঠ প্রচেষ্টায় সচিন তার বিশ্বকাপ শিরোপা জয়লাভ করেছিলেন। বিরাট ২৯১ টি ওডিআই ম্যাচ খেলেছেন। ৫৮.৭ গড়ে ও ৯৩.৬২ স্ট্রাইক রেটে ১৩,৭৯৪ রান বানিয়েছেন কিং কোহলি। এমনকি তার দখলে ওডিআই ক্রিকেট ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির (৫০) রেকর্ডটিও রয়েছে ও ৭১ বার অর্ধশতরান করেছেন বিরাট। ২০২৩ বিশ্বকাপ জিতে বিরাট কোহলির কাছে ওডিআই ফরম্যাটকে আলবিদা জানানোর সঠিক সময়।

Read More: ভক্তদের জন্য দুঃসংবাদ, ক্রিকেটকে আলবিদা জানালেন বছর ৩০’এর এই ম্যাচ উইনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *