ভক্তদের জন্য দুঃসংবাদ, ক্রিকেটকে আলবিদা জানালেন বছর ৩০'এর এই ম্যাচ উইনার !! 1

আর মাত্র ১ ম্যাচ, তারপরেই বিচার হবে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নদের নাম। বিশ্বকাপ ইতিহাসে ২০ বছর পর আবার মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। আবার একবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (World Cup 2023) ফাইনাল খেলার সুযোগ হারালেন দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা। অজি’দের ৫ ক্যাচ ছেড়ে আবার একবার সেমিফাইনালে চোকার্স তকমা অব্যহত রাখলো দক্ষিণ আফ্রিকা। তবে, প্রোটিয়া দলের কাছে আরও একটি দুঃসংবাদ দিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক (Quinton De Kock)। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বছর ৩০’এর ডি কক।

Read More: World Cup 2023: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিশ্বকাপ ফাইনালে হাজির থাকছেন একাধিক সেলিব্রেটিরা, হতে চলেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ আকর্ষণ !! 

ওডিআই ক্রিকেটকে আলবিদা জানালেন ডি কক

Quinton De kock, world cup 2023
Quinton De Kock | Image: Getty Images

বিশ্বকাপের (World Cup 2023) আগে অস্ট্রেলিয়া দল দক্ষিণ আফ্রিকাতে ওডিআই সিরিজ খেলতে গিয়েছিল যেখানে ডি কক ঘোষণা করেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বিশ্বকাপের পরেই। এমন পারফরম্যান্সের পরও ডি কক অনড় তার অবসরের সিদ্ধান্তে। এবিষয়ে মন্তব্য করে বলেছেন, “আমি আমার সিদ্ধান্তে অনড়। এই বিশ্বকাপই আমার ৫০ ওভারের ক্যারিয়ারের শেষ খেলা। এটি নিয়ে এক-দুই কথা হচ্ছে তবে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।” এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে ঠিক এমনই হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন কুইন্টন। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান বলেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন ডি’কক।

স্বপ্নের ফর্মে ছিলেন ডি কক

De kock, world cup 2023
Quinton De Kock | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকা দলের হয়ে এই বিশ্বকাপে (World Cup 2023) অসাধারণ ফর্ম দেখিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি’ক। এটাই তার শেষ বিশ্বকাপ। যদিও কুইন্টন এবার স্বপ্নের ফর্মে বিরাজ করেছেন। তিনি চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বিশ্বকাপে, ৫৯১ রান বানিয়েছেন তিনি যা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের সর্বোচ্চ। তবুও, ডি ককের মতে তরুণদের সুযোগ করে দেওয়া উচিত। তিনি বলেন, “অনেক তরুণ রয়েছেন যারা আমার জায়গা নেবে, যত দ্রুত আমি ছাড়বো ততই তাদেরকে নিজের জায়গা বুঝে নিতে হবে।

Read More: World Cup 2023: সমাপ্তি অনুষ্ঠানের জন্য সেজে উঠছে আহমেদাবাদ, থাকতে পারে বিশেষ ‘এয়ার শো’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *