World Cup 2023: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিশ্বকাপ ফাইনালে হাজির থাকছেন একাধিক সেলিব্রেটিরা, হতে চলেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ আকর্ষণ !! 1

জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। ইতিমধ্যে প্রকাশ্যে এসে গিয়েছে দুই ফাইনালিস্ট। প্রথম দল হিসেবে বিশ্বকাপ ফাইনালে সুযোগ করে নিয়েছে ভারত ও গতকাল দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে আবার একবার ফাইনালের টিকিট কনফার্ম করলো অস্ট্রেলিয়া।
রবিবার বিশ্বকাপের ফাইনাল, আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলেছে এই মেগা ম্যাচ। এ বারের বিশ্বকাপে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালের দিন হবে এক জাকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন – World Cup 2023: “আজ আমাদের চারিত্রিক দৃঢ়তা প্রকাশিত হয়েছে…” হারের যন্ত্রণার মাঝেও আশার আলো দেখছেন তেম্বা বাভুমা !!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন উপস্থিত

Modi, world cup 2023

সূত্রের খবর অনুযায়ী, আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল (World Cup 2023) দেখতে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ভারতীয় বায়ুসেনার সূর্য কিরণ দল অ্যারোব্যাটিক করবে। বলিউড সেলিব্রিটিরা এই বিশ্বকাপ ফাইনালে থাকবেন উপস্থিত। যদিও বিশ্বকাপ শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল ম্যাচের আগের দিন, ক্যাপ্টেন্স মিটের পর হবে ওপেনিং সেরিমনি। যদিও তা সম্পন্ন হয়নি। তবে ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনুষ্ঠিত হয়েছিল এক অনুষ্ঠান যেখানে পারফর্ম করেছিলেন ভারতের একাধিক সঙ্গীতশিল্পী। অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং ও সুনিধি চৌহান’দের নিয়েই অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠান। পাশাপশি দর্শন রাভাল ও নেহা কক্কর ছিলেন উপস্থিত। যদিও স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের ছাড়া কেউ দেখতে পায়নি এই অনুষ্ঠান।

তবে এবারের বিশ্বকাপ ফাইনালে ক্লোজিং সেরিমনি অনুষ্ঠিত হতে চলেছে ও সূত্রের খবর অনুযায়ী জনিতা গান্ধী ও প্রীতমকে পারফরমেন্স করতে দেখা যাবে। অন্যদিকে বেশ কিছু রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে এবারের ফাইনালে উপস্থিত থাকতে চলেছে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনেরা। যদিও এখনও অবধি ওডিআই বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান নিয়ে আইসিসি এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন – World Cup 2023: “ভাবিনি আরও একটা ফাইনালে জায়গা…..”, দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে বড় খোলসা করলেন প্যাট কামিন্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *