Team India: “ও একজন ম্যাচ উইনার, তবে…” যুজবেন্দ্র চাহালের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে অকপট সুরেশ রায়না !! 1

Team India: টি-২০’র আঙিনায় ভারত মুখোমুখি হয়েছে আফগানিস্তানের। মোহালি ও ইন্দোরের মাঠে পরপর দুটি জয় ছিনিয়ে নিয়ে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারত। ২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে তারুণ্যে বিনিয়োগ করেছিলো টিম ইন্ডিয়া (Team India)। একঝাঁক নতুন মুখকে জায়গা দিয়ে দেখতে চেয়েছিলো টিম ম্যানেজমেন্ট। রিঙ্কু সিং, তিলক বর্মা, রবি বিষ্ণোই’রা সেই আস্থার মর্যাদা দিয়েছেন নিজেদের পারফর্ম্যান্স দিয়ে। বেশ কয়েক বছর পর ভারতীয় টি-২০ দলে ফিরে চমৎকার পারফর্ম করেছেন শিবম দুবেও (Shivam Dube)। আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচে জোড়া অর্ধশতক এসেছে তাঁর ব্যাট থেকে। হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি। আগামী জুন মাসে রয়েছে টি-২০ বিশ্বকাপে। তার আগে রোহিত শর্মা ও বিরাট কোহলি’কে টি-২০তে ফিরিয়ে তারুণ্যের সাথে অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর প্রচেষ্টাও করতে দেখা গিয়েছে কোচ রাহুল দ্রাবিড়কে।

কুড়ি-বিশের বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই শেষ টি-২০ খেলছে ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে টেস্ট সিরিজ। তারপরেই থাকছে আইপিএল (IPL)। টিম ম্যানেজমেন্ট যখন একঝাঁক তারকাকে সুযোগ দিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারতে চাইছে, তখন স্কোয়াডে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতের অন্যতম সেরা পারফর্মার চাহাল। হরিয়ানার লেগস্পিনার টিম ইন্ডিয়ার (Team India) সফলতম বোলার’ও বটে। ৮০ ম্যাচে ৯৬ উইকেট রয়েছে ঝুলিতে। পাওয়ার-প্লে হোক বা ডেথ ওভার, বল হাতে উইকেট নিতে সক্ষম তিনি। তা সত্ত্বেও আফগানিস্তান সিরিজে নেই তিনি। চাহালকে বাদ দিয়েই কি টি-২০ বিশ্বকাপের ছক সাজাচ্ছে টিম ইন্ডিয়া? প্রশ্নের উত্তর খুঁজলেন সুরেশ রায়না (Suresh Raina)।

Read More: Team India: “এক পায়ে খেললেও ওকে বিশ্বকাপে…”, ঋষভ পন্থকে আসন্ন মেগা টুর্নামেন্টে ভারতীয় দলে দেখতে চান তারকা খেলোয়াড় !!

চাহালের জন্য গুরুত্বপূর্ণ IPL, মত রায়নার-

Yuzvendra Chahal | Team India | Image: Getty Images
Yuzvendra Chahal | Image: Getty Images

বড় টুর্নামেন্টগুলিতে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) বাদ দেওয়ায় যেন এখন টিম ইন্ডিয়ার (Team India) দস্তুর হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ছিলেন না হরিয়ানার লেগস্পিনার। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয় নি। ব্যাটিং দক্ষতার কারণে সুযোগ পেয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravinchandran Ashwin)। ২০২৩ সালেও বদলায় নি ছবিটা। ভারতের জার্সিতে এশিয়া কাপ বা ওডিআই বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয় নি চাহালের (Yuzvendra Chahal)। বারবার উপেক্ষিত হওয়ার পর তিনি যে আহত, তার ইঙ্গিত সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন ভারতীয় স্পিনার। মেঘের আড়ালে থাকা সূর্যের ইমোজি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। সাথে মেঘ কেটে সূর্য ওঠার ইমোজিও ছিলো চাহালের পোস্টে। হরিয়ানার লেগস্পিনার যতই আশাবাদী হন না কেন, আপাতত তাঁর ক্রিকেট ভবিষ্যৎ রয়েছে অন্ধকারাচ্ছন্ন’ই।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ স্কোয়াডে ছিলেন না চাহাল। জায়গা হয় নি আফগানিস্তানের বিরুদ্ধেও। টি-২০ বিশ্বকাপে তাঁর সম্ভাবনা কতদূর? গতকাল ইন্দোরে ভারত বনাম আফগানিস্তান (IND vs AFG) ম্যাচ শুরুর আগে জিজ্ঞাসা করা হয়েছিলো সুরেশ রায়না’কে (Suresh Raina)। তিনি বলেন, “আমার দলে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল থাকবে। যুজবেন্দ্র চাহালের থাকা অনেকটাই নির্ভর করছে আইপিএলে ও কেমন পারফর্ম করে তার উপর। আমার মনে হয় বল হাতে ও অন্য স্তরের একজন ম্যাচ উইনার। ওকে সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসে খুব ভালো ব্যবহার করেছিলো। আমার মনে হয় যদি ও আইপিএলে ভালো করে তাহলে টি-২০ বিশ্বকাপে সুযোগ পাওয়া উচিৎ।”

দেখুন কি জানিয়েছেন রায়না-

সুযোগের অপেক্ষায় থাকুন চাহাল, বলছেন তাহির-

Yuzvendra Chahal | Team India | Image: Getty Images
Yuzvendra Chahal | Image: Getty Images

পরিসংখ্যান পক্ষে কথা বলা সত্ত্বেও কেন বাদ পড়তে হয়েছে চাহাল’কে (Yuzvendra Chahal)? সম্প্রতি PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ব্যাপারে মুখ খুলেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিন তারকা ইমরান তাহির (Imran Tahir)। তিনি জানান, “আমি মনে করি না যে ইউজি (যুজবেন্দ্র চাহাল) বাদ পড়েছে খারাপ পারফর্ম্যান্সের জন্য। ও বেশ ভালো বোলিং করছিলো। কিন্তু কুলদীপ আরও ভালো বোলিং করছিলো। এবং রবীন্দ্র জাদেজার সাথে ও একটা চমৎকার জুটিও গড়ে ফেলেছে।” ২০২৩ সালে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কুলদীপ (Kuldeep Yadav)। একটি টেস্ট ম্যাচ না খেলেও ৬৩ উইকেট নিয়ে ক্যালেন্ডার বর্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন। তাই তাহিরের বক্তব্য যুক্তিযুক্ত বলেই মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।

আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা জার্সিতে প্রায় ৩০০ উইকেটের মালিক তাহির (Imran Tahir) PTI-কে আরও জানান, “আমি বিশ্বাস করি ও (যুজবেন্দ্র চাহাল) এখনও বিশ্বের সেরা লেগস্পিনারদের একজন। তবে ওকে নিজের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। ওর বাদ পড়া পারফর্ম্যান্সের জন্য নয়। বরং অন্য খেলোয়াড়টি (কুলদীপ যাদব) নিজের সুযোগটিকে দুই হাতে আঁকড়ে ধরেছে বলেই বাইরে বসতে হচ্ছে (চাহালকে)। আমি নিশ্চিত যে ও ঠিকই ফিরে আসতে সক্ষম হবে”।

Also Read: T20 World Cup 2024: রোহিত বা হার্দিক পান্ডিয়া নয়, বিশ্বকাপ জিততে এই প্লেয়ারের হাতেই তুলে দেওয়া হবে দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *