IPL 2022: দক্ষিণ আফ্রিকার এই তারকা দিলেন পাঞ্জাবকে বড় পরামর্শ, বললেন ময়ঙ্কের জায়গায় দিয়ে করান হোক ওপেনিং

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের বর্তমান মরশুমে পাঞ্জাব কিংসের দল প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে নেমেছে। পাঞ্জাব কিংস এবার খেতাব জিততে তো চায় কিন্তু তাদের প্রদর্শন চলতি মরশুমে যথেষ্ট ওঠা নামা করছে। পাঞ্জাব কিংসের কাছে বেশকিছু দুর্দান্ত নামী খেলোয়াড় রয়েছেন, কিন্তু তাদের দল সেই মোতাবেক প্রদর্শন করতে পারেনি। ময়ঙ্ক আগরওয়াল এবং জনি বেয়রস্টো দুজনেই করছেন নিরাশ আইপিএলের এই […]