india-probable-route-to-t20-wc-final

আইপিএলের বাকি আর মাত্র একটি ম্যাচ। ক্রিকেটদুনিয়ার ফোকাসে এখন জায়গা করে নিয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আগামী মাসের একদম গোড়া থেকেই আসর বসছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। এবার কুড়ি-বিশের বিশ্বকাপের পরিসর বাড়াচ্ছে আইসিসি। ২০ দল থাকছে মূল টুর্নামেন্টে। এগারো বছর আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় সেরার শিরোপা না জেতা ভারতীয় দল এবার খেতাব ঘরে আনতে বদ্ধপরিকর। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনাল থেকে ১০ উইকেটের ব্যবধানে হেরে ছিটকে যাওয়ার পরে তাই বিশেষ পরিকল্পনা নিয়েছে নিয়ামক সংস্থা বিসিসিআই। নতুন মুখের আমদানি করা হয়েছে ক্ষুদ্রতম ফর্ম্যাটে। গত ৩০ এপ্রিল তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেলেই দল বেছেছেন নির্বাচকরা।

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) টিম ইন্ডিয়া রয়েহে গ্রুপ-এ’তে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ জুন প্রথম মাঠে নামছে তারা। এরপর ৯ তারিখ রয়েছে মহারণ। নিউ ইয়র্কের মাঠে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ১২ ও ১৫ তারিখ গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে ভারত মুখোমুখি হবে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা’র। গত জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছে দল। এরপর দুই মাস ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বৃত্ত থেকে বেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসরে মানিয়ে নিতে যাতে সমস্যা না হয় তা নিশ্চিত করতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রায় এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতিতে নামছেন তারকারা।

Read More: ডিভোর্স হচ্ছেই হার্দিকের, আইনি টানাপোড়েনের আশঙ্কায় ক্রিকেটতারকা !!

প্রস্তুতি সারতে উড়ে যাচ্ছে ভারতীয় দল-

Indian Cricket Team | T20 World Cup | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

আগামীকাল রয়েছে আইপিএল (IPL) ফাইনাল। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য সেই দলের কেউই খেলছেন না আইপিএল ফাইনাল। সঞ্জু স্যামসনের (Sanju Samson) সামনে সুযোগ ছিলো ফাইনালে পা রাখার। কিন্তু গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তাঁর দল রাজস্থান রয়্যালস (RR) দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে বসায় ছিটকে যেতে হয়েছে তাঁকেও। ট্র্যাভেলিং রিজার্ভে থাকা রিঙ্কু সিং (Rinku Singh) কেবল কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে খেলতে চলেছেন ফাইনাল। সেই কারণেই আইপিএল ফাইনালের জন্য আর অপেক্ষা করতে রাজী নন ভারতীয় তারকারা। টুর্নামেন্ট শুরু হতে প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আজই পাড়ি দিচ্ছে দল।

প্রথমে ঠিক ছিলো যে যাঁরা আইপিএল (IPL) প্লে-অফ খেলার সুযোগ পাবেন না তাঁরা ২১ মে’তে উড়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনে বিসিসিআই। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ বোর্ড কর্তা জানিয়েছেন, “অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, ঋষভ পন্থের মত তারকারা ২৫ তারিখ রাতে দেশ ছাড়বেন বলে মনে করা হচ্ছে। সাপোর্ট স্টাফরা থাকবেন তাঁদের সাথে। প্রথমে ঠিক ছিলো যে ২১ মে দল দেশ ছাড়বে, কিন্তু যেহেতু ভারত একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে (১ জুন, বনাম বাংলাদেশ) তাই খেলোয়াড়দের কিছু অতিরিক্ত দিন বাড়িতে কাটানোর সুযোগ দেওয়া হয়েছে।” বোর্ড কর্তা বিরাট কোহলির নাম উল্লেখ করেন নি। তিনি কবে দলের সাথে যোগ দেবেন তা এখনই পরিষ্কার নয়।

T20 বিশ্বকাপে ভারতের গ্রুপ পর্বের সূচি-

তারিখ ম্যাচ ভেন্যু সময় (IST)
০৫/০৬/২০২৪ ভারত বনাম আয়ারল্যান্ড নিউ ইয়র্ক সন্ধ্যে ৮টা
০৯/০৬/২০২৪ ভারত বনাম পাকিস্তান নিউ ইয়র্ক সন্ধ্যে ৮টা
১২/০৬/২০২৪ ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সন্ধ্যে ৮টা
১৫/০৬/২০২৪ ভারত বনাম কানাডা ফ্লোরিডা সন্ধ্যে ৮টা

Also Read: “বিয়ে করছি মিথালী রাজ’কে…” শিখর ধাওয়ানের স্বীকারোক্তিতে শোরগোল ক্রিকেটমহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *