dhawan-on-marrying-mithali-raj-rumour

ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। আইপিএলের আসরে পরিচিতি পেয়েছেন ২০০৮ থেকে। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। দেশের সেরা দশ ওপেনারের মধ্যে সহজেই জায়গা করে নেবেন দিল্লীর শিখর (Shikhar Dhawan)। ভারতের জার্সিতে তিনি খেলেছেন ৩৪টেস্ট, ১৬৭ একদিনের ম্যাচ ও ৬৮টি ওডিআই ম্যাচ। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম স্থপতি ছিলেন শিখর। এছাড়া ভালো খেলেছেন ২০১৫ ও ২০১৯-এর বিশ্বকাপেও। ভারতের হয়ে তিনি টেস্ট, ওডিআই ও টি-২০তে করেছেন যথাক্রমে ২৩১৫, ৬৭৯৩ ও ১৭৫৯ রান। দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের শেষটা হয়েছে আচমকাই। ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশ সফরের পর বাদ পড়েন তিনি। আর গায়ে চাপানো হয় নি ভারতের নীল জার্সি।

ভারতীয় দল থেকে বাদ পড়লেও আইপিএল খেলেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ২২১ ইনিংসে ৬৭৬৯ রান রয়েছে তাঁর। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলির পরেই স্থান তাঁর। দিল্লী ডেয়ারডেভিলস (DD) থেকে উত্থান তাঁর, এরপর ডেকান চার্জার্স, মুম্বই ইন্ডিয়ান্স (MI), সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ঘুরে ফিরেছিলেন দিল্লীতে (DC)। তারপর পাঞ্জাব কিংসে গিয়ে থিতু হয়েছেন শেষ কয়েক বছরে। পেয়েছেন নেতৃত্বের দায়িত্ব’ও। প্রথম মরসুমে পাঞ্জাবের (PBKS) হয়ে করেন ৪৬০ রান, দ্বিতীয় মরসুমে ১১ ম্যাচ খেলে করেছিলেন ৩৭৩। কিন্তু ২০২৪-এ তৃতীয় মরসুমটা ভালো কাটে নি তাঁর। কাঁধের চোটে মাত্র ৫ ম্যাচই খেলতে পেরেছেন। প্লে-অফে যেতে পারে নি তাঁর দল। ছিটকে যাওয়ার পর একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ধাওয়ান। ক্রিকেট থেকে ব্যক্তিগত জীবন-আলোচনায় উঠে এলো অনেক কিছু।

Read More: টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা ভারতের, রিঙ্কু সিং পেলেন সুযোগ হার্দিক আউট !!

দ্বিতীয় বিয়ে সারছেন শিখর ধাওয়ান?

Mithali Raj with Shikhar Dhawan's son | Image: Twitter
Mithali Raj with Shikhar Dhawan’s son | Image: Twitter

অস্ট্রেলিয়া প্রবাসী আয়েশা মুখোপাধ্যায়ের (Aesha Mukherjee) সাথে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। জোরাভার নামে তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। কিন্তু তারা এক দশকের সম্পর্কে ভাঙন ধরে তাঁদের। অস্ট্রেলিয়া ফিরে যান আয়েশা। সাথে নিয়ে যান পুত্র জোরাভারকেও। শত প্রচেষ্টাতেও সন্তানের সাথে দেখা করার সুযোগটুকু পান নি শিখর। প্রকাশ্যে তা নিয়ে মুখও খোলেন তিনি। দিল্লীর আদালতে ওঠে বিচ্ছেদের মামলা। শেষমেশ ন্যায় পান শিখর (Shikhar Dhawan)। গত বছরের অক্টোবর মাসে ডিভোর্সের সিদ্ধান্তে সিলমোহর দেয় মহামান্য আদালত। একই সাথে পুত্র জোরাভারের সাথে শিখরের নিয়মিত দেখাসাক্ষাৎ যাতে হয় তা নিশ্চিত করার কথাও জানিয়েছিলেন মহামান্য বিচারপতি হরিশ কুমার।

আয়েশার সাথে বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পরেই শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল বেড়েছিলো ক্রিকেটপ্রেমীদের। বাম হাতি ওপেনারের জীবনে নতুন কোনো নারীর আগমন হয়েছে কিনা তা জানতে আগ্রহী ছিলেন অনেকেই। এক সময় গুজব ছড়িয়েছিলো যে বলিউড অভিনেত্রী হুমা কুরেশীকে ডেট করছেন শিখর। যদিও যে ভিডিওটি ভাইরাল হয়েছিলো দুজনের, পরে জানা যায় তা একটি চলচ্চিত্রেরই ক্লিপিং। শিখর নিজে এতদিন ‘ডেটিং লাইফ’ নিয়ে কোনো কথাই বলেন নি সংবাদমাধ্যমের সামনে। অবশেষে জিও সিনেমার ‘ধাওয়ান করেঙ্গ’ অনুষ্ঠানে মৌনব্রত ভাঙলেন তিনি। যাবতীয় গুজব যে চোখে পড়ে তাঁর, জানালেন তা। শিখর জানান যে, “একবার শুনেছিলাম আমি নাকি মিথালী রাজকে বিয়ে করছি।” ভারতের নারী দলের প্রাক্তন অধিনায়ককে বিয়ের খবর যে একেবারেই গুজব তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

ঋষভ পন্থের প্রত্যাবর্তনে খুশি ধাওয়ান-

Shikhar Dhawan and Rishabh Pant | Image: Getty Images
Shikhar Dhawan and Rishabh Pant | Image: Getty Images

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রশ্নের মুখে পড়েছিলো তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের ক্রিকেটজীবনই। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিলো তাঁর। করাতে হয়েছিলো অস্ত্রোপচার। সেই ট্র্যাজেডিকে পিছনে ফেলে মাঠে ফিরেছেন তিনি। ১৪ মাসের রিহ্যাবের পর মাঠে প্রাণবন্ত দেখিয়েছে ঋষভকে (Rishabh Pant)। সাবলীল ভঙ্গিতে উইকেটরক্ষা করেছেন। ব্যাট হাতেও ঝড় তুলেছেন একাধিক ম্যাচে। এবারের আইপিএলে ১৩ ম্যাচ খেলে ঋষভের সংগ্রহ ৪৪৬। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি রয়েছেন ১২ নম্বরে। আইপিএলের পারফর্ম্যান্সের ভিত্তিতে জায়গা পেয়েছেন টি-২০ বিশ্বকাপের দলেও। সম্ভবত প্রথম একাদশেও সঞ্জু স্যামসনের (Sanju Samson) বদলে ঋষভকেই খেলাবে টিম ইন্ডিয়া।

যেভাবে কঠিন পরিস্থিতিকে পিছনে ফেলে তিনি মাঠে ফিরেছেন তাতে ঋষভকে কুর্নিশ জানাচ্ছেন শিখর ধাওয়ান। একইসাথে ভবিষ্যতের জন্য জানিয়েছেন শুভেচ্ছাও। ‘ধাওয়ান করেঙ্গে’ শো’তে তিনি বলেন, “যেভাবে রিহ্যাব ও চোটকে ও সামলেছে দুর্ঘটনার পর, যে ইতিবাচক মনোভাব ও শক্তি ও দেখিয়েছে সেটা দুর্দান্ত। আমি সেটাকে কুর্নিশ জানাতে চাই। যেভাবে প্রত্যাবর্তনের পর ও আইপিএল খেলেছে এবং ভারতীয় দলে ফিরে এসেছে তা অবিশ্বাস্য ও অসাধারণ। আমি ওর জন্য গর্বিত।” বর্তমানে ৩৮ বছর বয়স শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। এই মরসুমে চোট-আঘাতের জন্য খেলতে পারেন নি আইপিএলের অধিকাংশ ম্যাচ। অবসরের সময় যে এগিয়ে আসছে তা তিনি স্বীকার করেছেন ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে।

Also Read: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, তারুণ্যে আস্থা রেখেই ট্রফির সন্ধানে বাবর বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *