টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের জয়রথ অব্যাহত। নিউ ইয়র্কের মাঠে অপরাজিত থেকেই শেষ করলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া হারিয়েছিলো আয়ারল্যান্ডকে (IRE)। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (PAK) বিপক্ষেও মিলেছিলো জয়। পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচের রাশ ‘মেন ইন ব্লু’র হাতে তুলে দেন বোলাররা। তৃতীয় ম্যাচে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধেও জয়ের কাণ্ডারী হলেন বোলাররাই। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ করেন রোহিত (Rohit Sharma)। মাত্র ১১০ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়েছিলো ভারতও। শেষমেশ সূর্য-শিবম জুটি এনে দেয় ২ পয়েন্ট।
গতকালের ম্যাচের পর থেকেই সুপার এইট পর্বের ভাবনা শুরু করেছেন কোচ রাহুল দ্রাবিড়। সিডিং পদ্ধতি ব্যবহার করছে আইসিসি। ফলে মোটামুটি পরিষ্কার আগামীতে কাদের মুখোমুখি হতে চলেছে দল। বড় কোনো অঘটন না ঘটলে ২০ তারিখ বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ (WI), ২২ তারিখ অ্যান্টিগাতে বাংলাদেশের (BAN) মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (Team India)। এছাড়াও ২৪ তারিখ সেন্ট লুসিয়াতে ভারতের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় পর্ব খেলতে উড়ে যাওয়ার আগে মার্কিন মুলুকে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাকি রয়েছে ভারতের। ফ্লোরিডার ফোর্ট লডারহিলের মাঠে ১৫ তারিখ কানাডার মুখোমুখি হওয়ার কথা তাদের। কিন্তু আবহাওয়ার চোখ রাঙানিতে তা আদৌ সম্ভব হবে কিনা সে নিয়ে উঠছে প্রশ্ন।
Read More: “বাপ কা…দাদা কা…” দেশের মাটিতে টিম ইন্ডিয়াকে হারাবে পাকিস্তান, ICC-র সাথে মিলে ছক সাজাচ্ছে PCB !!
ফ্লোরিডার বন্যায় বাধার মুখে ক্রিকেট-
ফ্লোরিডার ফোর্ট লডারহিলের ক্রিকেট মাঠে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ৪টি ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিলো। কিন্তু আবহাওয়ার কারণে বাধার মুখে পড়েছে তা। গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশের শহরে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বর্ষণের সাথে পাল্লা দিয়ে চলেছে ঝড়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। রাস্তা-ঘাট, বাড়িঘড় জলের তলায় বলে খবর মিলেছে। আবহাওয়া দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফ্লোরিডার দক্ষিণাংশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বুধবার রাত সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস (NY Times) জানাচ্ছে গতকাল অর্থাৎ বুধবার রাত অবধি ফ্লোরিডার হলিউড শহরে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার উন্নতির কোনোরকম আশা আপাতত করা যাচ্ছে না।
প্রাকৃতিক বিপর্যয় ভাবিয়ে তুলেছে ক্রিকেট প্রেমীদের। ইতিমধ্যেই ফ্লোরিডাতে শ্রীলঙ্কা বনাম নেপাল (SL vs NEP) ম্যাচটি ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে এখানে। ১৪ তারিখ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড (USA vs IRE) ম্যাচ। ১৫ তারিখ কানাডার মুখোমুখি হচ্ছে ভারত ও ১৬ তারিখ রয়েছে পাকিস্তান বনাম আয়ারল্যান্ড দ্বৈরথ। তিনটি ম্যাচই ভেস্তে যাওয়ার মুখে আপাতত। ইতিমধ্যেই সুপার এইটে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। কানাডার বিরুদ্ধে ম্যাচটি নেহাৎ নিয়মরক্ষার। তবে বাকি দুটি ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুটি খেলার মধ্যে যদি একটিও ভেস্তে যায় বর্ষণের কারণে তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে পাকিস্তানকে। এই মুহূর্তে গ্রুপ-এ’র পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা (USA), তারাই চলে যাবে সুপার এইটে।
Also Read: T20 World Cup: “ঘাম দিয়ে জ্বর ছাড়লো…” আমেরিকার বিপক্ষে কষ্টার্জিত জয় ভারতের, স্বস্তির নিঃশ্বাস ফেলছে নেটমাধ্যম !!