ভারত-পাকিস্তান ম্যাচের আগেই মাথায় হাত ICC'র, মহারণ ঘিরে রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা !! 1

T20 World Cup: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup )। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি এবার কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ আয়োজনের সুযোগ পেয়েছে আমেরিকাও। ভারতের (Team India) মত হেভিওয়েট দল মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলবে গ্রুপ পর্বে নিজেদের সবক’টি ম্যাচ। ৫ জুন নিউ ইয়র্কে তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এরপর ১২ ও ১৫ তারিখ যথাক্রমে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মুখোমুখি হবে তারা। তবে সকলের ফোকাসে রয়েছে ৯ তারিখে ভারতের দ্বিতীয় ম্যাচটি। নিউ ইয়র্কের নাসাও কাউন্টির নবনির্মিত মাঠে টিম ইন্ডিয়ার সামনে পাকিস্তান (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে তুঙ্গে উত্তেজনা। হাজার হাজার ডলারে বিকোচ্ছে টিকিট। এই ম্যাচে নিরাপত্তা সুনিশ্চিত করতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে।

টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup ) কেন্দ্র করে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে হাজির হচ্ছেন ক্রিকেটবিশ্বের ‘হুজ হু’রা। এত বড় মাপের একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য তাই বিশেষ নজর রাখতেই হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার উপর। রয়েছে নাশকতার আশঙ্কা। দিনকয়েক আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংস্থা সন্ত্রাসবাদীদের হুমকি পেয়েছিলো। নড়েচড়ে বসেছিলো তারা। আইসিসি’র তরফেও নিশ্চিত করা হয়েছিলো ক্রিকেটার ও সাধারণ দর্শকদের নিরাপত্তার বিষয়টি। এবার সন্ত্রাসবাদীদের নিশানায় খোদ মার্কিন মুলুক। ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ নিয়ে স্বভাবতই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যে। এই মহারণের দিনকেই সন্ত্রাসবাদী হামলার জন্য বেছে নেওয়ার ইঙ্গিত দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিস-খোরাসান।

Read More: গৌতম গম্ভীরের বিদায় রুখতে উঠে পড়ে লেগেছে আন্দ্রে রাসেল, BCCI কে দিচ্ছে এই টোপ !!

নিরাপত্তা বলয় জোরদার রাখছে প্রশাসন-

New Stadium in New York for T20 World Cup | Image: Twitter
New Stadium in New York for T20 World Cup | Image: Twitter

নির্দিষ্ট করে ভারত-পাক ম্যাচকে নিশানা করার কথা বলা হয় নি ঠিকই, কিন্তু ক্রিকেট মাঠের উপর দিয়ে উড়ে যেতে দেখা গিয়েছে ড্রোন। সাথে স্ক্রিণে ফুটে উঠেছে ৯.৬.২০২৪। ঐদিনই ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) মুখোমুখি নিউ ইয়র্কের উপকন্ঠে। স্বভাবতই এই ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। নাসাও কাউন্টি অঞ্চলের পুলিশকর্তা প্যাট্রিক রাইডার (Patrick Ryder) এই ভিডিও’র সত্যতা স্বীকার করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “একটি ভিডিও বিশ্বব্যপী ছড়িয়ে পড়েছে যেখানে সন্ত্রাসবাদীরা ‘লোন উলফ’দের কার্যকর হতে আহ্বান করেছে। এত বড় ম্যাচ, এত দর্শক থাকলে সব কিছুই সম্ভব। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিলো যে গোটা টুর্নামেন্টের জন্য এই হুমকি, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে নিশানায় ভারত-পাক ম্যাচ। যদিও আক্রমণের জায়গা তারা জানায় নি।”

নিউ ইয়র্কের গভর্নর কেটি হোখাল’ও (Katie Hochul) এই হুমকি প্রকাশ্যে আসার পর বেশ উদ্বিগ্ন। তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য যাবতীয় ব্যবস্থা যাতে গ্রহণ করা যায়। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে সাধারণ জনগণের আশঙ্কার কোনো নির্দিষ্ট কারণ নেই। তাও আমরা গোটা ব্যবস্থা খতিয়ে দেখছি। আমরা আইনবিভাগের সাথে মাসের পর মাস ধরে কাজ করে আসছি যাতে নিউ ইয়র্কের বাসিন্দাদের ও অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।” নাসাও কাউন্টির প্রধান ব্রুস ব্লেকম্যানও (Bruce Blakeman) জানিয়েছেন, “আমরা এই হুমকিকে গুরুত্ব দিয়েই দেখছি। প্রতিটা হুমকিকে খতিয়ে দেখার কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আমরা মোটেই এটাকে লঘু করে দেখছি না। আমাদের কাছে যা তথ্য আছে তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে।”

T20 বিশ্বকাপের জন্য প্রস্তুত আমেরিকা-

T20 World Cup | Image: Getty Images
T20 World Cup | Image: Getty Images

ড্রোন হামলার আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞমহল থেকে। প্রস্তুত রয়েছে প্রশাসন। ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) কাছে নাসাও কাউন্টির প্রশাসকরা সেই কারণে আইসেনহাওয়া পার্ক, যেখানে নবনির্মিত ৩২০০০ আসনবিশিষ্ট এই স্টেডিয়ামটি রয়েছে, তাকে আপাতত নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে। এনবিসি নিউ ইয়র্ক টিভি’র রিপোর্ট অনুযায়ী নাসাও কাউন্টির পক্ষে থেকে নিরাপত্তার বজ্র আঁটুনি গড়ে তোলা হয়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup ) জন্য। নিরাপত্তা ব্যবস্থা আমেরিকার প্রেসিডেন্সিয়াল ডিবেটের সমতুল্য বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। “আমরা প্রত্যেক মুহূর্তের জন্য তৈরি রয়েছি। আমরা প্রচুর ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছি,” ক্রিকেট অনুরাগীদের আশ্বস্ত করেছেন ব্লেকম্যান।

নিউ ইয়র্কের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও টেক্সাসেও খেলা হবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup )। নিরাপত্তার ঘেরাটোপ সেখানেও থাকার সম্ভাবনা। এই বছরই আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচনও রয়েছে। ইতিমধ্যেই দুই প্রধান দল ডেমোক্র্যাট ও রিপাকলিকানদের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন (Joe Biden) ও ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রচারও শুরু করে দিয়েছেন। এর মধ্যে টি-২০ বিশ্বকাপে সন্ত্রাসী হামলা হলে বিশ্বমঞ্চে মুখ পুড়বে আমেরিকার। এর আগে ১৯৯৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে অলিম্পিক চলাকালীন সন্ত্রাসবাদী হামলা হয়েছিলো। বোমা বিস্ফোরণে ১ জন নিহত ও ১১১ জন আহত হয়েছিলেন সেই যাত্রায়। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup ) সেই স্মৃতি যাতে না ফেরে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর মার্কিন মুলুক।

Also Read: বাদ রোহিত শর্মা, টি-২০ বিশ্বকাপে নতুন ভূমিকায় বিরাট কোহলিকে চান ওয়াসিম জাফর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *