T20 World Cup: এগারো বছরের অপেক্ষার পর আইসিসি ট্রফি জয়ের লক্ষ্যে আপাতত অবিচল টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মা’র দলের ‘পাখির চোখ’ এখন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। গতকাল নিউ ইয়র্কের নবনির্মিত নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অভিযান শুরু করেছে ‘মেন ইন ব্লু।’ প্রথম ম্যাচেই ৮ উইকেটের ব্যবধানে বড় জয় জয় ছিনিয়ে নিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে যে ট্রফি জয়ের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাতে তারা প্রস্তুত। প্রথমে বোলিং করে প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে (IRE) মাত্র ৯৬ রানের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয়েছিলো ভারতীয় দল। ৩টি উইকেট পান হার্দিক (Hardik Pandya), ২টি করে উইকেট পান আর্শদীপ, বুমরাহ। রান তাড়া করতে নেমে দ্রুত প্রথম উইকেট হারালেও সামলে নেয় দল। ১২.২ ওভারের মধ্যেই পৌঁছে যায় লক্ষ্যে।
জয়ের ফুলের পাশাপাশি প্রথম ম্যাচে কাঁটাও জুটেছে ভারতীয় দলের ভাগ্যে। পিচ নিয়ে অভিযোগ করছেন ক্রিকেটাররা। অভিযোগ রয়েছে আউটফিল্ড নিয়েও। মার্কিন মুলুকে ক্রিকেটের প্রসারের জন্য টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) খানিকটা সেখানে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই পরিকল্পনাকে সাধুবাদ জানালেও পরিকাঠামো নিয়ে ভারত-সহ অন্যান্য দলগুলি খুশি নয়। বিশেষজ্ঞদের অনেকের নিশানাতেই নিউ ইয়র্কের ড্রপ-ইন পিচ। এই বাইশ গজের কারণেই আহত হয়ে আপাতত আগামী ৯ তারিখের ভারত বনাম পাকিস্তান ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বাধ্য হয়েই দলে রদবদলের কথা ভাবতে হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে।
Read More: ভিডিও: ওয়ার্নারকে অপমান ওমানের তারকার, বার্বাডোজের মাঠে ছড়ালো উত্তেজনা !!
আহত হয়েছেন রোহিত শর্মা-
গতকাল টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ছন্দে দেখিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma)। বিরাট কোহলির সাথে ওপেন করতে নেমেছিলেন হিটম্যান। অনভ্যস্ত পজিশনে বিরাট বেশীক্ষণ ইনিংসকে দীর্ঘায়িত করতে পারেন নি। আইপিএলের আগুনে ফর্ম ধরে রাখতে পারেন নি কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup)। মাত্র ১ রান করে ফেরেন সাজঘরে। তবে ঋষভ পন্থকে (Rishabh Pant) সাথে নিয়ে ভারতীয় স্কোরবোর্ডকে নির্ভরতা দেন অধিনায়ক স্বয়ং। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার রান তাড়া করতে নেমে কোনো ভারতীয় অধিনায়ক অর্ধশতকের গণ্ডী পেরোন।
তবে শুরুটা ভালো হলেও ইনিংসের শেষটা মোটেই ভালো হয় নি রোহিতের (Rohit Sharma)। বলের আঘাতে হাতে চোট পান তিনি। ফিজিও’র সাথে মাঠে ছাড়েন ৫২* রানের মাথায়। এরপর সূর্যকুমার (Suryakumar Yadav) ও শিবম দুবেকে (Shivam Dube) পাঠানো হয় ক্রিজে। সাজঘরেই ছিলেন রোহিত। তাঁর চোট ৯ তারিখের পাকিস্তান ম্যাচের আগে আশঙ্কা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার (Team India) অনুরাগীদের মধ্যে। এখনও পর্যন্ত টিম ম্যানেজমেন্টের তরফে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয় নি। তবে চোট গুরুতর হলে সম্ভবত মাঠের বাইরে বসেই কাটাতে হবে রোহিতকে। সেক্ষেত্রে অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।
শিকে ছিঁড়তে পারে শুভমানের ভাগ্যে-
রোহিত চোট পাওয়ায় ওপেনিং নিয়ে সমস্যায় টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আইপিএলে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হওয়ায় তাঁকে রিজার্ভ বেঞ্চে রেখে কোহলি (Virat Kohli) ও রোহিতকে ইনিংসের শুরুতে পাঠানো হয়েছিলো আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু রান পান নি বিরাট। পরবর্তী ম্যাচগুলোতে পছন্দের তিন নম্বরেই খেলতে চাইবেন তিনি। আর চোটের কবলে রোহিত। পাকিস্তানের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাধ্য হয়েই হয়ত ওপেনিং জুটি পাল্টাতে হবে ভারতকে। যশস্বী যদি আহত রোহিতের (Rohit Sharma) জায়গায় খেলেন তাহলে বিরাটের বদলে কে? উঠছে প্রশ্ন। বাংলাদেশের বিরুদ্ধে সঞ্জু স্যামসন (Sanju Samson) ওপেন করেছিলেন প্রস্ততি ম্যাচে। তিনিও করেছিলেন মাত্র ১। ঝুঁকি না নিয়ে বিশেষজ্ঞ ওপেনার শুভমান গিলকে (Shubman Gill) দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য ১৫ সদস্যের যে মূল স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সেখানে জায়গা পান নি শুভমান গিল (Shubman Gill)। তিনি রয়েছেন ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে। তাঁর সাথে রয়েছেন রিঙ্কু সিং, খলিল আহমেদ, রিঙ্কু সিং, আবেশ খান’রাও। রোহিতের চোট ও প্রথম ম্যাচে কোহলির ব্যর্থতা আচমকাই শুভমানের সামনে সুযোগ এনে দিতে পারে। এবারের আইপিএলে তিনি ১৪৭ স্ট্রাইক রেটে ৪২৬ রান করেছেন। একটি শতরান’ও এসেছে তাঁর ব্যাট থেকে। গত মরসুমে গুজরাত টাইটান্সের হয়ে ৮৯০ রান করেছিলেন তিনি। টি-২০ ক্রিকেটে যে তিনি যথেষ্ট সক্ষম তা ইতিপূর্বে প্রমাণ করেছেন শুভমান। ৯ তারিখ পাকিস্তানের বিপক্ষে তিনিই হয়ে উঠতে পারেন এক্স-ফ্যাক্টর।