বার্বাডোজের মাঠে আজ বহুপ্রতীক্ষিত টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ফাইনাল। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার দুই অপরাজিত দল মুখোমুখি হয়েছে খেতাবী যুদ্ধে। ভারত ও দক্ষিণ আফ্রিকা-দুই শিবিরই হারে নি টানা সাতটি করে ম্যাচে। কোন পক্ষের রেকর্ড আজ অক্ষুণ্ণ থাকে, নজর থাকবে সেইদিকে। আজকের ফাইনাল ‘স্পেশ্যাল’ দুই দলের কাছেই। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ছাড়া আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় কখনও জিততে পারে নি দক্ষিণ আফ্রিকা। সাতবার তারা হেরেছে ওডিআই বা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল। অবশেষে সেই ফাঁড়া কাটিয়ে খেতাব স্পর্শ করার চ্যালেঞ্জ তাদের সামনে। অন্যদিকে এগারো বছর আইসিসি ট্রফি জেতে নি ভারতও। গত বারো মাসে তারা হেরেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও টি-২০ বিশ্বকাপ ফাইনাল। ক্রমশ জাঁকিয়ে বসা ‘চোকার্স’ তকমা ঝেড়ে ফেলতে মুখিয়ে টিম ইন্ডিয়া।
কেনসিংটন ওভালের ফাইনালে টসভাগ্য সুপ্রসন্ন ছিলো টিম ইন্ডিয়ার। জিতে শুরুতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় ‘মেন ইন ব্লু।’ চলতি টি-২০ বিশ্বকাপে ভালো ছন্দে ছিলেন ওপেনার খেলেছিলেন অধিনায়ক হিটম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ ও ইংল্যান্ডের বিরুদ্ধে এসেছিলো ঝোড়ো ৫৭। আজ তাঁর থেকেই বড় রানের আশায় ছিলো দল। বিরাট কোহলি ও রোহিত শর্মা’র জুটি আজ শুরুতে আশা জাগিয়েছিলো টিম ইন্ডিয়ার। প্রথম ওভারে বিরাটের ব্যাট থেকে আসে তিনটি চোখধাঁধানো বাউন্ডারি। কেশব মহারাজের দ্বিতীয় ওভারে মারমুখী ভঙ্গিতেই ধরা দিয়েছিলেন রোহিত। প্রথম বল পৌঁছায় থার্ড ম্যান বাউন্ডারিতে। দ্বিতীয় বলেও রিভার্স স্যুইপে চার মারেন তিনি। তৃতীয় ডেলিভারিতে রান হয় নি। কিন্তু চতুর্থ বলটিই ঘাতক হয়ে উঠলো ভারত অধিনায়কের জন্য।
Read More: “এবার হারলে মহাসাগরে ঝাঁপ দেবেন…” মেগা ফাইনালের আগে রোহিতকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী !!
‘এবারও বেহাত T20 বিশ্বকাপ’, আশঙ্কায় নেটজনতা-
অফ স্টাম্পের লাইনে ফুল লেন্থে ডেলিভারিটিকে পিচ করিয়েছিলেন কেশব মহারাজ। অনেকখানি ঝুঁকে স্যুইপ মারতে গিয়েছিলেন রোহিত। ব্যাট ও বলের সংযোগে কোনো ভুল ছিলো না। কিন্তু বাউন্ডারির ঠিকানায় নয়, বরং বল জমা পড়ে ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগ ফিল্ডারের হাতে। অনেকখানি নীচু হয়ে দারুণ ক্যাচ তালুবন্দী করেন হেনরিখ ক্লাসেন। ৫ বলে ৯ রান করেই সাজঘরে ফিরলেন রোহিত শর্মা। ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারালো টিম ইন্ডিয়া। ছন্দে থাকা ভারতকে রুখতে শুরুতেই উইকেট একান্ত প্রয়োজন ছিলো প্রোটয়াদের। কেশব মহারাজের হাত ধরে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে গেলো তারা। কেবল রোহিত নয়, একই ওভারে মহারাজ ফিরিয়েছেন ঋষভ পন্থকেও। সব মিলিয়ে বেশ চাপে ভারত।
টিম ইন্ডিয়া উইকেট হারাতেই সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ সমর্থকদের। ওডিআই বিশ্বকাপের উদাহরণ টানছেন অনেকে। সেবারও গ্লেন ম্যাক্সওয়েলকে চার ও ছক্কা হাঁকানোর পরেও আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছিলেন রোহিত। এবারও দেখা গেলো একই দৃশ্য। ‘পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়া উচিৎ ছিলো’ লিখেছেন এক হতাশ নেটিজেন। ‘হ্যাঁ এমন খেলেই তো বিশ্বকাও জয়ের স্বপ্ন দেখবো আমরা’, অনেকে ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ’ও। ‘আরও পরিণত ব্যাটিং করতে হত আজ’ লিখেছেন এক অনুরাগী। ‘এমন চলতে থাকলে আমরা আজ কেন, আগামী দশ বছরেও কিছু জিতবো না’ বেড়েছে হা-হুতাশের পরিমাণ। ‘তৃতীয় বাউন্ডারির জন্য যাওয়া কি খুব দরকার ছিলো রোহিত?’ এই প্রশ্নই এখন ঘুরপাক খাছে ভারতীয় নেটমাধ্যমে।
দেখে নিন ট্যুইট চিত্র-
8 run aa gaye the rohit bhai😭
ROHIT 💔
This is a massive wicket for SA#INDvSA #INDvsSAFinal#RohitSharma #ICCT20WorldCup pic.twitter.com/D2SjKs8H1b— Mahendra kumawat chomu🇮🇳 (@lakki0007) June 29, 2024
Virat or Rohit ki partnership dekhne ka sapna, sapna he reh gaya #INDvsSA2024 #INDvsSAFinal #ViratKohli𓃵 #RohitSharma𓃵
— Weird Insaan (@weird_insaaan) June 29, 2024
Rohit has some issue with Rajasthan Royals. Maharaj gave him one more reason to hate RR 🤭 #INDvsSAFinal
— Mama Miyan (@mamaNmiyan) June 29, 2024
Nothing to be harsh on Rohit because he already said he will play with same tempo. Par mote pant tujhe toh saram karni chahiye, kitni baar dhokka dega
— 𝐀𝐬𝐡𝐢𝐦. (@RoFiedAshim) June 29, 2024
Rohit played best till final but some how missed the big final..are we seeing final pressure getting on India.
— Abhik Chakravorty (@abhiksbp) June 29, 2024
Rohit Sharma should learn some batting skills from Virat Kohli.
— Cric Info (@Cric_info0) June 29, 2024
Gaya ye final bhi thuk gaya Rohit aur pant wah 👏🏻 bas yahi milta hum indian cricket fans ko har baar same kahani @Rizzvi73
— Jasmine Walia (@jasminew_69) June 29, 2024
I think Rohit tried to play it along that ground. If he has gone over the top, might have been different.
— Harsh Vasavada (@harsh83) June 29, 2024
Kohli 3 fours in first over
Rohit 2 fours in second
But Rohit and Pant out in the same over— Niteesh21 (@niteesh28) June 29, 2024
Indian batters are good at sweep shots but today both Rohit & Pant gone playing that shot luck fav South Africa
— #Thunivu 👑 (@thala_diehard) June 29, 2024
Once again Rohit fails in the final. He has played his last T20 innings for India.
— Aloke Ghosh (@AlokeGhosh45353) June 29, 2024
Also Read: টি-২০ বিশ্বকাপে হতশ্রী পারফর্ম্যান্স বাংলাদেশের, দেশে ফিরেই ঘাড় ধাক্কা খেলেন শাকিব আল হাসান !!