T20 World Cup: ২০১৩ থেকে ২০২৪-এগারোটা বছর আইসিসি ট্রফির জন্য চাতকের মত তাকিয়ে থেকেছে দেশের ক্রিকেটজনতা। অবশেষে বার্বাডোজের বাইশ গজে হলো শাপমুক্তি। শনিবারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে এক রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ৭ রানে হারিয়ে বাজিমাত করে নিলো ভারতীয় দল (Team India)। ২০০৭ সালে জোহানেসবার্গে যে কৃতিত্ব অর্জন করেছিলো মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া, সতেরো বছর পর তার পুনরাবৃত্তি ঘটালো রোহিত শর্মা’র নেতৃত্বাধীন দল। লাগাতার ব্যর্থতায় বিধ্বস্ত হয়ে পড়া ক্রিকেটারদের কাছেও এই সাফল্য যেন বয়ে নিয়ে এলো টাটকা বাতাস। ম্যাচ শেষে তাই চোখে জল বিরাট, হার্দিকদের। আবেগে ভাসলেন জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবরাও। আনন্দে আত্মহারা অধিনায়ক ঘটালেন চমকপ্রদ কাণ্ড। ভাইরাল হলো ভিডিও।
Read More: “ঈশ্বরকে অশেষ ধন্যবাদ…” নিন্দুকদের মুখ বন্ধ করে জানালেন অশ্রুসজল হার্দিক পান্ডিয়া !!
অভিনব উদ্যাপন রোহিত শর্মা’র-
কেরিয়ারের শুরুর দিকে জিতেছিলেন ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। এরপর দেড় দশকের বেশী সময় কেটে গেলেও দ্বিতীয়বার ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ আসে নি রোহিত শর্মা’র (Rohit Sharma) সামনে। ২০১৪তে ফিরেছিলেন ফাইনাল থেকে। ২০১৬ ও ২০২২ সালে সেমিফাইনালে থেমেছিলো দৌড়। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর খুব বেশী করে চেয়েছিলেন আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে পৌঁছেও ফিরতে হয়েছিলো খালি হাতে। গতকালের ফাইনালে যেন সেই সব ব্যর্থতার পুঞ্জীভূত চাপ একসাথে সরে গেলো হিটম্যানের মাথার উপর থেকে। হার্দিক পান্ডিয়ার ওভারের শেষ বলটির পরে মাটিতে মুখ গুঁজে শুয়ে পড়েন রোহিত (Rohit Sharma)। তাঁর আশেপাশে ততক্ষণে ছুটে এসেছেন একাধিক সতীর্থ।
স্বপ্নপূরণের পর রোহিত (Rohit Sharma) ধন্যবাদ জানিয়েছেন সতীর্থদের, ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। মাসখানেক আগে একটি অনুষ্ঠানে সচিব জয় শাহ (Jay Shah) জানিয়েছিলেন যে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতে মাঠেই পতাকা পুঁতে দেবে টিম ইন্ডিয়া। সচিবের কথা রাখলেন অধিনায়ক। আউটফিল্ডে পতাকা পুঁতে উদ্যাপন করতেও দেখা যায় তাঁকে। এরপরেই এক অভাবনীয় কাণ্ড করে বসেন তিনি। বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ ফুটবলারদের দেখা গিয়েছিলো স্মারক হিসেবে গোলের নেট কেটে রাখতে। উইম্বলডন জেতার পর নোভাক জোকোভিচ (Novak Djokovic) কোর্টের ঘাস তুলে মুখে পড়েছিলেন। তেমনই বার্বাডোজের মাঠে অভিনব সেলিব্রেশন রোহিতেরও (Rohit Sharma)। সটান পিচে হাজির হন তিনি। বাইশ গজ থেকে মাটি ও ঘাস তুলে নিয়ে মুখে স্পর্শ করেন। হয়ত সাফল্যের স্বাদ এভাবেই পেতে চেয়েছিলেন ভারত অধিনায়ক।
দেখে নিন ভিডিও-
THIS IS OUR CAPTAIN ROHIT SHARMA…!!!! 🥺❤️
– Captain Rohit Sharma eating the soil of pitch after won the T20 World Cup Trophy. 🏆 (Video – ICC). pic.twitter.com/Rwm6iWtVmi
— Tanuj Singh (@ImTanujSingh) June 30, 2024
টি-২০ থেকে অবসর হিটম্যানের-
কুড়ি-বিশের খেলায় সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করার পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানালেন রোহিত শর্মা (Rohti Sharma)। ম্যাচের সেরা বিরাট কোহলি অবসর ঘোষণা করেছিলেন মাঠে দাঁড়িয়েই। কিন্তু রোহিত যখন ইয়ান বিশপকে সাক্ষাৎকার দেন, তখন সে বিষয়ে কিছু জানান নি। অনেকে ভেবেছিলেন বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় কিছুদিন খেলতে হয়ত চান হিটম্যান। কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটে সাংবাদিক সম্মেলনেই। স্পষ্ট ভাষায় রোহিত জানিয়ে দেন, “এটা আমারও শেষে টি-২০ ম্যাচ। সরে দাঁড়ানোর জন্য এর থেকে আদর্শ সময় আর হতে পারে না। আমি প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি। ভারতীয় দলে নিজের কেরিয়ার আমি শুরু করেছিলাম, এই ফর্ম্যাট দিয়েই। আমি এটা (টি-২০ বিশ্বকাপ) চেয়েছিলাম। এই কাপ’টা জিততে চেয়েছিলাম খুব বেশী করে।”
ভারতের হয়ে ২০০৭ সালে প্রথম টি-২০ খেলেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ১৭ বর্ষব্যপী কেরিয়ারে অংশ নিয়েছেন মোট ১৫৯টি ম্যাচে। কুড়ি-বিশের খেলায় যা সর্বোচ্চ। করেছেন ৪২৩১ রান। মোট রানের নিরিখেও তিনি পিছনে ফেলেছেন সকলকে। এছাড়া ৫টি আন্তর্জাতিক শতরান রয়েছে তা। যে নজির নেই আর কারও। সর্বোচ্চ সংখ্যক (২০৫টি) ছক্কা মারার নজিরও রয়েছে তাঁর। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) অধিনায়কোচিত ইনিংস খেলেছেন একাধিক ম্যাচে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫২ করে দৌড় শুরু করেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসে দুর্দান্ত ৯২। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের সেদিকে একাই পাঠিয়েছিলেন ব্যাকফুটে। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও করেন ৫৭। ফাইনালে বড় রান না পেলেও ট্রফি জিতে কেরিয়ারে দাঁড়ি টানলেন তিনি।