t20-wc-rohit-departs-post-half-century

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ভারত মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের। ২০২২-এর টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে হেরে এই সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। ১০ উইকেটের ব্যবধানে সেই লজ্জাজনক হারের স্মৃতি এখনও দগদগে দেশের ক্রিকেটপ্রেমীদের মনে। অ্যাডিলেডের বদলা আজ গায়ানায় সম্পূর্ণ করতে মুখিয়ে রয়েছে ‘মেন ইন ব্লু।’ প্রতিযোগিতায় এখনও অপরাজিত তারা। লক্ষ্য আজ জস বাটলারের (Jos Buttler) দল’কে হারিয়ে খেতাবী যুদ্ধে জায়গা করে নেওয়া। দৃঢ়প্রতিজ্ঞ ভারতের সামনে আজ কেবল ইংল্যান্ডের এগারো ক্রিকেটার নয়, সাথে বাধার পাহাড় তৈরি করেছে বৃষ্টিও। মাঠ ভেজা থাকায় টস পিছোয় আজ। মুদ্রা পড়ছে ইংল্যান্ডের পক্ষে। প্রথমে বোলিং বেছে নিয়েছে তারা।

Read More: সেমিফাইনালের বড় মঞ্চে ব্যার্থ ঋষভ পন্থ, কেবলমাত্র ৪ রান বানিয়েই ফিরলেন প্যাভিলিয়নে !!

বৃষ্টিভেজা গায়ানায় ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। দুই মহাতারকার জুটি এবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) বিশেষ কার্যকরী ভূমিকা নিতে পারে নি। আজকেও বিরাট শুরুতেই সাজঘরে ফেরায় ১৯ রানের মাথায় ভাঙন ধরে টিম ইন্ডিয়ার ব্যাটিং-এ। এরপর ফেরেন ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। দ্রুত উইকেট হারানোর পরেও ব্যাকফুটে যায় নি ভারত। সূর্যকুমার যাদবকে সাথে নিয়ে ইনিংসের হাল ধরেন স্বয়ং রোহিত। দিনকয়েক আগেই সেন্ট লুসিয়াতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন। আজও সেই ধুন্ধুমার ছন্দেই দেখা গেলো তাঁকে। মাঝে বর্ষণের কারণে অনেকক্ষণ বন্ধ ছিলো খেলা। কিন্তু ছন্দ হারান নি হিটম্যান। দুরন্ত স্যুইপে ছক্কা হাঁকিয়ে পেরোন অর্ধশতকের গণ্ডী। টুর্নামেন্টে এই নিয়ে তৃতীয় অর্ধশতক হলো তাঁর।

ক্রিকেটপ্রেমীরা যখন রোহিতের (Rohit Sharma) ব্যাটে শতরানের প্রহর গোণা শুরু করেছেন, তখন খেলার গতির খানিক বিপরীতেই উইকেট হারিয়ে বসলেন তিনি। ইংল্যান্ডকে বৃষ্টির বিরতির পর প্রথম সাফল্য এনে দিলেন আদিল রশিদ (Adil Rashid)। ইংল্যান্ড লেগস্পিনারের গুগলিকে সঠিক ভাবে বুঝতে পারেন নি হিটম্যান। তিনি মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন। কিন্তু বল টার্ন করে তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে আছড়ে পড়ে স্টাম্পে। বোল্ড হয়ে সাজঘরে ফিরতেই হয় তাঁকে।ওডিআই বিশ্বকাপের পর টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) রোহিতকে আউট করলেন রশিদ। গত ম্যাচের ৯২ রানের পর আজ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯ বলে ৫৭ রান করেন রোহিত শর্মা। মেরেছেন ছয়টি চার ও ২টি বিশাল ছক্কা। ১১৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় ভারত।

দেখে নিন রোহিতের উইকেটটি-

Also Read: “অবসর নেওয়ার সময় এসে গেছে…” ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ রানে উইকেট হারতেই সমাজ মাধ্যমে ট্রোলের শিকার বিরাট কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *