টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ সূর্যকুমারের, আগামী ম্যাচগুলোতে খেলবেন এই তরুণ ক্রিকেটার !! 1

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এখনও অবধি মসৃণ গতিতেই এগোচ্ছে টিম ইন্ডিয়া। গত ৫ তারিখ নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জিতে অভিযান শুরু করেছে তারা। দ্বিতীয় ম্যাচে ‘মেন ইন ব্লু’র প্রতিপক্ষ ছিলো পাকিস্তান। কঠিন লড়াইয়ের সম্মুখীন হন রোহিত শর্মা’রা। পড়েন ব্যাটিং বিপর্যয়ের মুখে। তবে যাবতীয় প্রতিকূলতাকে জয় করে শেষমেশ হাসিমুখেই মাঠ ছাড়ে ভারত। বোলারদের দাপটে ৬ রানে আসে জয়। টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখন দল। এক পা বাড়িয়ে দিয়েছে সুপার-এইট পর্বের দিকে। তবে খেতাবস্বপ্ন দেখা ভারত গত দুই ম্যাচের ভুলচুক থেকে শিক্ষা নিচ্ছে আগামীতে মাঠে নামার আগে। ব্যাটিং বিভাগ মেরামত করার উদ্দেশ্যে তারা বাদ দিতে পারে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)।

Read More: বাদের খাতায় শিবম-বিরাট, আমেরিকার বিরুদ্ধে বিকল্প হিসেবে দুই তরুণকে তৈরি রাখছে টিম ইন্ডিয়া !!

বড় টুর্নামেন্টে সূর্যের ব্যর্থতা অব্যাহত-

Suryakumar Yadav | T20 World Cup | Image: Getty Images
Suryakumar Yadav | T20 World Cup | Image: Getty Images

টি-২০ ক্রিকেটের দুনিয়ায় পরিচিতি নাম সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। প্রায় দুই বছর আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। পিচের চারদিকেই ব্যাট হাতে সমান সাবলীল তিনি। খেলতে পারেন বড় শট। এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) অবসরের পর ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ তকমাটি নিজের করে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই ৪টি আন্তর্জাতিক টি-২০ শতরান করে ফেলেছেন তিনি। ৬২ ম্যাচে প্রায় ৪৪ গড়ে তাঁর ঝুলিতে রয়েছে ২১৫০। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০তে এক ক্যালেন্ডার বর্ষে ১০০০ রানের গণ্ডী পেরোনোর রেকর্ড করেছেন তিনি। বারো মাসের মধ্যে কুড়ি-বিশের খেলায় সর্বোচ্চ সংখ্যক ছক্কা হাঁকানোর নজিরও তাঁর ঝুলিতে।

গত দুই-আড়াই বছরে টি-২০ ক্রিকেটের ব্যকরণ বদলে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও আইসিসি টুর্নামেন্টে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পরিসংখ্যান বিশেষ আহামরি নয়। এখনও অবধি ১২টি ম্যাচ তিনি টি-২০ বিশ্বকাপে খেলেছেন। তার রান সংখ্যা ২৯০। ২০২২ সালের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি অর্ধশতক ছাড়া বিশেষ উল্লেখযোগ্য কোনো ইনিংস নেই তাঁর নামের পাশে। চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)  মার্কিন যুক্তরাষ্ট্রের কঠিন পিচে একেবারের মুখ থুবড়ে পড়েছেন সূর্য। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চেনা ছন্দে ১৮ বলে ৩১ করলেও মূলপর্বের দুটি ম্যাচেই রান পান নি তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অহেতুক বড় শট খেলতে গিয়ে আউট হন ২ করে। পাকিস্তানের বিপক্ষে করেন কেবল ৭।

সূর্যের বদলি হতে পারেন রিঙ্কু সিং-

Rinku Singh | T20 World Cup | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

এগারো বছর আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব মুকুট মাথায় ওঠে নি ভারতের। গত বছরই ওডিআই বিশ্বকাপ ও টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। সেই ধারাবাহিক ব্যর্থতার ছবিতে বদল আনতে মরিয়া এবার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। দলের স্বার্থে তাই কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকেও পিছিয়ে আসবেন না তাঁরা। মিডল অর্ডারে দলের বোঝা হয়ে দাঁড়ানো সূর্যকে সেই কারণে আগামী ম্যাচগুলোতে সেই কারণে রাখা হতে পারে রিজার্ভ বেঞ্চে। তাঁর বদলে প্রথম একাদশে জায়গা করে দেওয়া হতে পারে তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং-কে (Rinku Singh)।

উত্তরপ্রদেশের রিঙ্কু (Rinku Singh) নজর কেড়েছেন আইপিএলে (IPL)। জাতীয় দলের হয়ে গত বছর অভিষেক হয়েছে তাঁর। মাত্র ১৬ ম্যাচ খেলে তিনি করেছেন ৩৫৬ রান। আন্তর্জাতিক আঙিনায় তাঁর ব্যাটিং গড় ৮৯। মনে করা হয়েছিলো ‘ফিনিশার’ হিসেবে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)  নিয়মিত খেলতে চলেছেন তিনি। কিন্তু নির্বাচকরা মূল স্কোয়াডে নয়, বরং ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে সুযোগ দিয়েছেন তাঁকে। সেই সিদ্ধান্ত যে আদৌ সঠিক নয়, তা প্রমাণিত দুই ম্যাচের মধ্যেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই ভুল শুধরে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। মূল স্কোয়াডে ফেরানো হচ্ছে রিঙ্কুকে। সূর্যের চার নম্বর ব্যাটিং পজিশনে খেলতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রিঙ্কু নামতে পারেন ছয়ে।

Also Read: T20 World Cup, IND vs USA, Dream 11 Prediction in Bengali: আমেরিকার মুখোমুখি ভারত, এক ক্লিকেই জেনে নিন ফ্যান্টাসি ক্রিকেটের যাবতীয় খুঁটিনাটি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *