t20-wc-ind-vs-usa-dream-11-prediction

T20 World Cup: বুধবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ-এ’তে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। তাদের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় দিয়ে টুর্নামেন্টের শুরুটা করেছিলো ভারত। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ছন্দ খুঁজে নিয়েছে তারা। সুপার এইট পর্বে প্রায় নিশ্চিত রোহিতবাহিনী। আমেরিকার বিরুদ্ধে তাই খানিক চাপমুক্ত হয়েই খেলতে নামতে পারবে তারা। অন্যদিকে এই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ‘সারপ্রাইজ প্যাকেজ’ বলা হচ্ছে মার্কিন দলকে। কানাডাকে হারিয়ে যাত্রা শুরু করেছিলো তারা। এরপরেই চমকে দিয়েছেন মোনাঙ্ক প্যাটেল (Monank Patel), অ্যারন জোনস’রা। হারিয়েছেন তারকাখচিত পাকিস্তানকে। টুর্নামেন্টে টানা দ্বিতীয় অঘটন ঘটানোর লক্ষ্য নিয়ে বুধবার মাঠে নামবে মার্কিন দল।

নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামকে বোলারদের স্বর্গরাজ্য বলাই যায়। বিশেষ করে ছড়ি ঘোরাচ্ছেন ফাস্ট বোলাররা। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সেরা হয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বুধবারও নজর থাকবে তাঁরই দিকে। একই সাথে ভারতের আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya) থাকবেন ফোকাসে। বল হাতে ভারতীয় আক্রমণের প্রত্যুত্তর দিতে চাইবে মার্কিনীরাও। তাদের হয়ে সেরাটা দিতে মুখিয়ে থাকবেন প্রাক্তন ভারতীয় অনুর্দ্ধ-১৯ ক্রিকেটার সৌরভ নেত্রাভালকার (Saurabh Netravalkar) ও হরমীত সিং। এছাড়াও পেস বিভাগে থাকবেন পাক বংশোদ্ভুত আলি খান’ও। টানা দুই ব্যর্থতার পর কোহলি কি ঘুরে দাঁড়াবেন? ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। রোহিত, ঋষভদের পাশাপাশি ফোকাসে থাকবেন আমেরিকার মোনাঙ্ক প্যাটেল, নীতিশ কুমার ও অ্যারন জোনস।

Read More: পাক বধের দুই নায়ক বুমরাহ ও হার্দিককে বাদ দিচ্ছেন রোহিত শর্মা, USA ম্যাচের আগে নিলেন কঠিন সিদ্ধান্ত !!

T20 World Cup ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (USA)

ম্যাচ নং- ২৫

তারিখ- ১২/০৬/২০২৪

ভেন্যু- নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্ক

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

New York Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Nassau Country Cricket Stadium | T20 World Cup | Image: Getty Images
Nassau Country Cricket Stadium, New York | Image: Getty Images

নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে সম্মুখসমরে হেভিওয়েট ভারত ও আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) শুরু থেকেই চর্চায় নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ। অ্যাডিলেডে নির্মিত বাইশ গজ নিউ ইয়র্কের মাঠের সাথে এখনও সঠিকভাবে খাপ খাইয়ে নিতে পারে নি। ফলে বেশ কঠিন হচ্ছে এখানে ব্যাটিং। বড় রান উঠতে দেখা যায় নি একটিও ম্যাচে। ছড়ি ঘোরাচ্ছেন মূলত ফাস্ট বোলাররা। অসমান বাউন্স রয়েছে পিচে। ফলে কোনো বল লাফিয়ে উঠছে, কোনোটা আবার থেকে যাচ্ছে নীচু। ৬ ম্যাচের মধ্যে  প্রথমে ব্যাট করে জয় এসেছে ৩টিতে, রান তাড়া করে জয়ের সংখ্যা ৩। চ্যালেঞ্জিং পরিবেশ টসজয়ী অধিনায়ক বুধবার প্রথম বোলিং করতে পারেন।

গত রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচে বাধা দিয়েছিলো বৃষ্টি। সেই কারণেই ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের আবহাওয়া নিয়েও ঔৎসুক্য রয়েছে ক্রিকেটজনতার মধ্যে। আশঙ্কার খবরই শুনিয়েছে হাওয়া অফিস। বুধবারও নিউ ইয়র্ক শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১০ শতাংশ। তা ক্রিকেটের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে না, আশায় অনুরাগীরা। আরও জানা গিয়েছে যে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২০ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ শতাংশ থাকতে পারে। খেলা চলাকালীন ২১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু চলাচল করতে পারে।

IND vs USA, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs USA | T20 World Cup | Image: Twitter
IND vs USA | Image: Twitter

ক্রিকেটের কোনো ফর্ম্যাটেই ইতিপূর্বে মুখোমুখি হয় নি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি টি-২০ বিশ্বকাপেই (T20 World Cup) নিউ ইয়র্কের মাঠে প্রথম সাক্ষাৎ হতে চলেছে দুই দলের।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs USA | T20 World Cup | Image: Twitter
IND vs USA | Image: Twitter

ভারত (IND)-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

মার্কিন যুক্তরাষ্ট্র (USA)-

স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক/উইকেটরক্ষক), আন্দ্রিয়াস গাউস, অ্যারন জোনস, কোরি অ্যান্ডারসন, নীতিশ কুমার, হরমীত সিং, শ্যাডলি ফান স্ক্যালউইক, জসদীপ সিং, সৌরভ নেত্রভালকার, আলি খান।

IND vs USA, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- রোহিত শর্মা, বিরাট কোহলি, অ্যারন জোনস

উইকেটরক্ষক- ঋষভ পন্থ, মোনাঙ্ক প্যাটেল

অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, কোরি অ্যান্ডারসন, অক্ষর প্যাটেল

বোলার- জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, সৌরভ নেত্রভালকার, হরমীত সিং

অধিনায়ক- জসপ্রীত বুমরাহ

সহ-অধিনায়ক- হার্দিক পান্ডিয়া

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: “চোখে জলে চলে এসেছিলো…” ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতিচারণ রবি শাস্ত্রী’র, আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রাক্তন কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *