t20-wc-pant-doubtful-for-ind-vs-afg

আজ থেকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইটের অভিযান শুরু করছে ভারতীয় দল (Team India)। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে অপরাজিত থেকেছে ভারত। গ্রুপ-এ’তে নিজেদের প্রথম তিন ম্যাচে হারিয়েছে আয়ারল্যান্ড, পাকিস্তান ও আমেরিকাকে। এরপর কানাডার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী পর্বে যাওয়া আটকায় নি রোহিত, কোহলিদের। ভালো বোলিং করেছেন দল। গ্রুপ পর্বের পারফর্ম্যান্স নিঃসন্দেহে আজ বার্বাডোজের কেনসিংটন ওভালে আত্মবিশ্বাস যোগাবে টিম ইন্ডিয়াকে। দিনকয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে আফগানিস্তান (AFG)। সেই দুর্বলতাকেও পুরো মাত্রায় ব্যবহার করতে চাইবে ‘মেন ইন ব্লু।’ ধারে-ভারে প্রতিপক্ষের থেকে এগিয়ে থাকলেও ম্যাচের আগে ভারতকে বিঁধছে ঋষভ পন্থের চোট।

Read More: T20 World Cup, IND vs AFG: বদলে যাচ্ছে বোলিং লাইন-আপ, আফগানিস্তানের বিপক্ষে ভারতের ‘এক্স-ফ্যাক্টর’ এই ক্রিকেটার !!

অনুশীলনে চোট পেলেন ঋষভ-

Rishabh Pant | T20 World Cup | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

কানাডার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পরেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় দল। গত সোমবার থেকে তারা বার্বাডোজের ব্রিজটাউনের মাঠে শুরু করেছে অনুশীলন। প্রথমদিনই আঘাত পেয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নেট প্র্যাক্টিসের সময় আচমকাই একটি বল লাফিয়ে উঠে আছড়ে পড়ে তাঁর হাতে। সঙ্গে সঙ্গে নেট ছাড়তে হয় তাঁকে। ম্যাজিক স্প্রে লাগিয়ে বেশ খানিকক্ষণ মাঠের ধারে বসেছিলেন সূর্য (Suryakumar Yadav)। পরে অবশ্য তাঁকে ফের অনুশীলনে যোগ দিতে দেখে স্বস্তি ফিরেছিলো সমর্থকদের মনে। আমেরিকা যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে লড়াকু ৫০* রানের ইনিংস খেলেছেন তিনি। সুপার এইট পর্বেও বিশ্বের পয়লা নম্বর টি-২০ ব্যাটারকে প্রয়োজন হবে টিম ইন্ডিয়ার।

সূর্যের (Suryakumar Yadav) প্রত্যাবর্তনে স্বস্তি ফিরলেও ফের ভারতীয় শিবিরকে ঘিরে আশঙ্কার কালো মেঘ ঘনালো ঋষভ পন্থ চোট পাওয়ায়। চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ঋষভ (Rishabh Pant)। অনুশীলন ম্যাচে তিনি অর্ধশতক করেন। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেন কার্যকরী ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে টপ অর্ডারে ধস নামলে সামাল দেন তিনিই। আমেরিকার বিরুদ্ধেও প্রত্যাঘাত শুরু হয়েছিলো তাঁর ব্যাটেই। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের অভিযান শুরুর আগে ঋষভকে নিয়েই আপাতত চাপে দল। গতকাল বার্বাডোজের মাঠে অনুশীলনের সময় পায়ের আঙুলে বল আগে ঋষভের (T20 World Cup)। পরে হাতেও বল আছড়ে পড়ে তাঁর। তিনি আদৌ বৃহস্পতিবার খেলবেন কিনা তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। একই সাথে বারবার ক্রিকেটাররা আহত হওয়ায় পিচের চরিত্র নিয়েও দেখা গিয়েছে আশঙ্কা।

বিকল্প হতে পারেন সঞ্জু স্যামসন-

Sanju Samson | T20 World Cup | Image: Twitter
Sanju Samson | Image: Twitter

গতকাল চোট পাওয়ার পরও অনুশীলনে অংশ নিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। মনে করা হচ্ছে প্রথম একাদশে থাকতে পারেন তিনি। কিন্তু কোনো কারণে তাঁর পক্ষে একান্তই মাঠে নামা অসম্ভব হয়ে পড়লে সেক্ষেত্রে বাধ্য হয়েই একাদশে রদবদলের পথে হাঁটতে হবে কোচ রাহুল দ্রাবিড়কে। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ভারতীয় জার্সিতে তখন দেখা যাবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। কেরলের ক্রিকেটার একমাত্র টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি ম্যাচে খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে ওপেন করতে নেমে কেবল ১ রান করে আউট হওয়ায় আর মূলপর্বে মাঠে নামা হয় নি তাঁর। ঋষভের বদলে আজ তিন নম্বরে তিনিই হতে পারেন দলের বাজি। আইপিএলে রাজস্থানের হয়ে তিনে খেলে ৫৩১ রান করেছেন সঞ্জু। চেনা পজিশনে তাঁর থেকে রানের আশা রাখতেই পারেন ভক্তেরা।

Also Read: T20 World Cup, IND vs AFG, Dream 11 Prediction: সুপার এইটের লড়াইতে মুখোমুখি ভারত-আফগানিস্তান, ফ্যান্টাসি ক্রিকেটের সুপারস্টারদের চিনে নিন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *