t20-wc-opening-behind-kohli-downfall

জয়ের হ্যাট্রিক দিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করেছে ভারতীয় দল। গ্রুপ-এ’তে আপাতত তিনটি ম্যাচ খেলেছে তারা। নিউ ইয়র্কের নাসাও কাউন্টির নবনির্মিত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় এসেছে ৮ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিলো পাকিস্তান। পড়শি দেশকে মার্কিন মুলুকেও পরাজিত করেছে টিম ইন্ডিয়া (Team India)। রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় এসেছে ৬ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিলো আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। খাতায়-কলমে পিছিয়ে থেকেও ভালোই লড়াই উপহার দিলো তারা। শেষমেশ যদিও ৭ উইকেটে জিতেছে ‘মেন ইন ব্লু।’ গত তিনটি ম্যাচে নিঃসন্দেহে নজর কেড়েছে ভারতের বোলিং। তবে চিন্তা থাকছে ব্যাটিং নিয়ে। বিশেষ করে কোহলির (Virat Kohli) হতশ্রী পরিসংখ্যান চিন্তা বাড়িয়েছে সমর্থকদের।

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) মানেই অদম্য কোহলি (Virat Kohli)। এতদিন মনে করা হত এমনটাই। ২০১৪ ও ২০১৬ সালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। দুইবার এই পুরষ্কার জেতার রেকর্ড আর কারও নেই। ছয়বার প্রতিযোগিতায় অংশ নিয়ে চারবারই দলের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসেও ৮৯ গড়ে ১১৮১ রান করে সফলতম ব্যাটারের মুকুট ছিনিয়ে নিয়েছিলেন ভারতীয় মহাতারকা। কিন্তু ২০২৪-এ ভাঙছে তাঁকে নিয়ে গত এক দশকে তৈরি হওয়া একাধিক ‘মিথ।’ আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসে কেবল ৪ রান। তৃতীয় ম্যাচে আমেরিকার বিপক্ষে তো খাতাই খুলতে পারেন নি। যেভাবে এগোচ্ছেন তিনি, তাতে অনেকেই মনে করছেন টি-২০ কেরিয়ারে এটাই তাঁর শেষ বড় টুর্নামেন্ট।

Read More: বন্যায় বিপর্যস্ত ফ্লোরিডা, অনিশ্চিত ভারত-কানাডা দ্বৈরথ, সুতোয় ঝুলে পাকিস্তানের ভাগ্য !!

ওপেনিং-ই কাল হয়েছে কোহলির-

Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli | T20 World Cup | Image: Getty Images

আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে দেখা গিয়েছিলো বিরাট কোহলিকে (Virat Kohli)। ভারতের ব্যাটিং সহায়ক পিচে রানও পেয়েছেন তিনি। ৬১.৭৫ গড়ে ১৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৪১ রান। একইসাথে স্ট্রাইক রেট’ও ছিলো ১৫৫। সেই পারফর্ম্যান্সের ভিত্তিতেই কোহলিকে টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) ওপেন করানোর দাবী উঠেছিলো বিশেষজ্ঞমহলের তরফ থেকে। সুনীল গাওস্কর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়-অনেকেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করেছিলেন রোহিত শর্মা’র (Rohit Sharma) ওপেনিং পার্টনার হিসেবে বিরাট কোহলিকেই মাঠে নামাতে। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে তফাৎ যে বিস্তর-তা পরিষ্কার হয়ে গিয়েছিলো আয়ারল্যান্ডের বিরুদ্ধেই। ‘ওপেনার কোহলি’কে ঘিরে যে প্রত্যাশার ফানুস উড়েছিলো আকাশে, চুপসে যায় তা।

ভারতের জার্সিতে ইনিংস শুরু করতে নেমে বড় বেশী তাড়াহুড়ো করতে দেখা গিয়েছে বিরাটকে। তিনটি ম্যাচেই তাঁর উইকেট হারানোর কারণ অহেতুক তাড়াহুড়োই। আয়ারল্যান্ডের (IRE) বিপক্ষে পিচের চরিত্র বোঝার আগেই এগিয়ে এসে মারতে গিয়ে ক্যাচ আউট হন। দ্বিতীয় ম্যাচে উইকেটের অনেক বাইরের বলে কাট মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে বসেন, আর তৃতীয় ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রের (USA)  বিরুদ্ধেও অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দেওয়ার রোগ সারিয়ে উঠতে পারেন নি তিনি। ফিরতে হয়েছে সাজঘরে। ওপেনিং-এ মানিয়ে নিতে পারছেন না কোহলি, তা নিঃসন্দেহে চোখে পড়েছে কোচ দ্রাবিড় ও অধিনায়ক রোহিতের। তা সত্ত্বেও তাঁকে পছন্দের তিন নম্বর পজিশনে না খেলিয়ে অনিশ্চয়তার সরণিতেই ঠেলে দিচ্ছেন তাঁরা। কুড়ি-বিশের বিশ্বকাপের ব্যর্থতা সম্ভবত ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে দূরে ঠেলে দিচ্ছে কোহলিকে।

Also Read: T20 World Cup: “ঘাম দিয়ে জ্বর ছাড়লো…” আমেরিকার বিপক্ষে কষ্টার্জিত জয় ভারতের, স্বস্তির নিঃশ্বাস ফেলছে নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *