t20-wc-jaffer-advise-new-batting-order

আইপিএল (IPL) শেষ। প্রতীক্ষা এখন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup)। আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে কুড়ি-বিশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা। ২০ দলের টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবীদার হিসেবে মাঠে নামছে টিম ইন্ডিয়া (Team India)। তারা অভিযান শুরু করছে ৫ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সকলে অপেক্ষা করে রয়েছেন ৯ তারিখের জন্য। ঐ দিন নিউ ইয়র্কের নাসাও কাউন্টির নবনির্মিত স্টেডিয়ামে ভারত মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। এরপর ১২ ও ১৫ তারিখ তাদের গ্রুপ পর্বে বাকি দুঈ ম্যাচ আমেরিকা ও কানাডার বিরুদ্ধে। এগারো বছর পর আইসিসি ট্রফি জিততে মরিয়া ভারত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রস্তুতি। শেষ মুহূর্তর তাদের ব্যাটিং অর্ডারে কিছু রদবদলের পরামর্শ দিলেন প্রাক্তনী ওয়াসিম জাফর।

Read More: “ওর অনেক রহস্য রয়েছে ফাঁস করার…” ঋষভ পন্থকে ক্যামেরার সামনেই হুমকি দিলেন নীতিশ রাণা !!

কোহলিকে ওপেনার হিসেবে দেখছেন জাফর-

Virat Kohli | T20 World Cup 2024 | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিততে আরও একবার ব্যাটিং-ই প্রধান অস্ত্র হতে চলেছে টিম ইন্ডিয়ার। ধারে-ভারে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামছে ভারত। তবে প্রতিপক্ষকে চমকে দেওয়ার জন্য রণনীতিতে কিছু রদবদলের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর (Wasim Jaffer)। তাঁর মতে ওপেনিং স্লট ছেড়ে দেওয়া উচিৎ রোহিত শর্মা’র (Rohit Sharma)। বদলে তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালের (Yashavi Jaiswal) সাথে ইনিংসের শুরুতে ব্যাট হাতে নামতে পারেন বিরাট কোহলি
(Virat Kohli)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে সফলতম ব্যাটার বিরাট, তাঁকে ইনিংসের শুরু থেকে চাইছেন জাফর।

মুম্বইয়ের কিংবদন্তি জানিয়েছেন, “আমার মতে কোহলি ও জয়সওয়ালের ওপেন করা উচিৎ…” সদ্যসমাপ্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB) হয়ে ফাফ দু প্লেসির (Faf du Plessis) সাথে ওপেন করতে দেখা গিয়েছে। রীতিমত সফল তিনি। ১টি শতরান ও ৫টি অর্ধশতক-সহ করেছেন মোট ৭৪১ রান। স্ট্রাইক রেট ছিলো ১৫৬-এর বেশী। জিতেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি। ইতিপূর্বে জাতীয় দলের হয়ে টি-২০তে ওপেন করতে নেমে শতরান অবধি করেছেন কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৯টি টি-২০ ম্যাচে ওপেন করেছেন। করেছেন ৪০০ রান। গড় ৫৭-র বেশী। ফলে পরিসংখ্যান যে বিরাটের পক্ষে তা বলাই যায়।

মিডল অর্ডারে চান রোহিত ও সূর্যকে –

Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

ওপেনিং স্লট ছেড়ে দিয়ে ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামতে রোহিতকে (Rohit Sharma) অনুরোধ করেছেন ওয়াসিম জাফর (Wasim Jaffer)। ম্যাচের পরিস্থিতি বুঝে তাঁকে ব্যাটিং অর্ডার স্থির করার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার। জাফর আজ এক ট্যুইট বার্তায় লিখেছেন, “…আমাদের সূচনা কেমন হয় তার উপর নির্ভর করে ৩ ও ৪ নম্বরে খেলা উচিৎ রোহিত ও স্কাই’র। রোহিত স্পিন বরাবরই ভালো খেলে, ফলে চার নম্বরে খেলা নিয়ে বিশেষ ভাবিত হওয়ার কথা নয়।” জাফর ৩ বা ৪-এ নামার পরামর্শ দিলেও রোহিতের (Rohit Sharma) পরিসংখ্যানের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তকে সাদরে আমন্ত্রণ জানাতে পারছে না ক্রিকেটজনতা। এক ও দুই নম্বর পজিশনে যেখানে তাঁর গড় যথাক্রমে ৪৫.১১ ও ৫৫.৫৮, সেখানে ৩ ও ৪-এ তা নেমে যায় যথাক্রমে ২১.৪০ ও ৪.০০তে।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে তিন নম্বরে খেললেও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতের হয়ে সাধারণত খেলে থাকেন ৪ নম্বরেই। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫ শতকের মালিক’কে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সম্ভবত টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) চার নম্বরেই ব্যবহার করবেন। তাঁকে তাঁর সহজাত পজিশন থেকে বিশেষ নড়াচড়া করতে বলেন নি জাফর। তিন নম্বরে ভারতীয় জার্সিতে ১৪ ম্যাচ খেলে তিনি ৩৯.৯১ গড়ে করেছেন ৪৭৯ রান। চার নম্বরে খেলে তাঁর গড় ৫০.০৭। ৩৫ম্যাচে করেছেন ১৪০২। চার শতরানের মধ্যে তিনটি এসেছে চার নম্বরে ব্যাট করেই। গত বছর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টি-২০ ক্রিকেটে ভালো খেলেছিলেন সূর্য। এবার ফর্ম ধরে রাখাই লক্ষ্য থাকবে তাঁর।

দেখে নিন জাফরের সম্পূর্ণ ট্যুইট’টি-

Kohli & Jaiswal should open in the World Cup imo. Rohit & SKY should bat 3&4 depending on the start we get. Rohit plays spin really well so batting at 4 shouldn’t be a concern. #T20WorldCup #INDvPAK #INDvIRE pic.twitter.com/nMgwwaDNXb

— Wasim Jaffer (@WasimJaffer14) May 29, 2024

Also Read: T20 বিশ্বকাপে নেই শিবম দুবে, ভারতীয় স্কোয়াডে সামিল এই দুর্দান্ত ‘ফিনিশার’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *