T20 World Cup: ফাঁস হলো প্রথম ম্যাচের একাদশ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে চমকে দেবে ভারতের টিম কম্বিনেশন !! 1

টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, কিন্তু গতকাল থেকেই টি-২০ বিশ্বকাপ  (T20 World Cup) অভিযান শুরু করে দিয়েছে ‘মেন ইন ব্লু।’ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মত প্রতিপক্ষকে ৬০ রানের ব্যবধানে রীতিমত উড়িয়ে দিয়ে রোহিত শর্মা’র (Rohit Sharma) দল বুঝিয়ে দিয়েছে যে খেতাবের জন্য সর্বস্ব পণ করে ঝাঁপাতে তৈরি তারা। ১৬ ঘন্টার বিমানযাত্রা করে শুক্রবারই আমেরিকা পৌঁছেছেন বিরাট কোহলি (Virat Kohli)। স্বাভাবিক কারণেই পড়শি দেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামতে পারেন নি তিনি। কিন্তু নিউ ইয়র্কের নাসাও কাউন্টির নবনির্মিত স্টেডিয়ামে জয় আটকায় নি ভারতের। ব্যাট হাতে নজর কাড়েন ঋষভ পন্থ (Rishabh Pant), হার্দিক পান্ডিয়ারা। বোলিং-এ টিম ইন্ডিয়ার প্রাপ্তি আর্শদীপ, শিবম দুবে (Shivam Dube)।

৫ তারিখ নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠেই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত (Team India)। তার আগে গতকালের ম্যাচ থেকে পিচ ও মাঠের পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা নিশ্চয় লাভ করেছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও তাঁর সহকর্মীরা। প্রতিপক্ষ খাতায়-কলমে পিছিয়ে থাকলেও টি-২০ বিশ্বকাপের মত আসরে কোনোরকম ঝুঁকি নেওয়ার পথে হাঁটতে চায় না টিম ইন্ডিয়া। সব তথ্য খতিয়ে দেখেই সেরা এগারো বেছে নেওয়ার পথে হাঁটবে তারা। ১৫ জনের মূল স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson), যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহাল ও মহম্মদ সিরাজ। প্রথম ম্যাচে জয় আনার দায়িত্ব বর্তাবে বাকিদের উপর।

Read More: দ্রাবিড়ের পাশে গাওস্কর, টি-২০ বিশ্বকাপ জয়ের ‘সিক্রেট’ জানিয়ে দিলেন ভারতীয় কিংবদন্তি !!

ওপেনিং-এ রো-কো জুটি, গুরুদায়িত্ব পন্থের-

Rohit Sharma and Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) কেমন হবে ভারতীয় টপ-অর্ডারের বিন্যাস তা নিয়ে প্রশ্ন রয়েছেই। ওপেনার হিসেবে অধিনায়ক রোহিত (Rohit Sharma) যে থাকছেনই তা নিশ্চিত। তাঁর সাথে কে নামবেন চর্চা তা নিয়েই। বিশেষজ্ঞ ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল রয়েছেন। কিন্তু আইপিএলে তাঁর ফর্মের ওঠানামা মাথায় রেখে সম্ভবত ঝুঁকি নিচ্ছে না ভারত। কোচ রাহুল দ্রাবিড় তাকাচ্ছেন অভিজ্ঞ বিরাট কোহলির (Virat Kohli) দিকে। সদ্যসমাপ্ত আইপিএলে ওপেন করে ১৫ ম্যাচে ৭৪১ রান করেছেন কোহলি। জিতেছেন কমলা টুপি। জাতীয় দলের জার্সিতেও সেই ফর্ম ধরে রাখবেন তিনি, আশায় সমর্থকেরা। দলের দুই প্রমুখ ব্যাটারকেই নতুন বলের মুখোমুখি হওয়ার কঠিন দায়িত্বটা অর্পণ করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

কোহলি ওপেন করলে তিন নম্বরে কে? এই প্রশ্নের জবাব সম্ভবত মিলেছে গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই। তিন নম্বরে ঋষভ পন্থকে  (Rishabh Pant) নামিয়েছে টিম ইন্ডিয়া। দীর্ঘ সময় পর দেশের জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। শাকিব-লিটনদের বিপক্ষে ঝোড়ো ৫৩ করে উইকেটরক্ষক-ব্যাটার বুঝিয়েছেন যে ছন্দে রয়েছেন তিনি। এরপর চারে খেলার সম্ভাবনা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। টি-২০’র মহীরুহ কুড়ি-বিশের বিশ্বযুদ্ধে চেনা ছন্দে ব্যাট করলে ত্রাস হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের জন্য। এরপর পাঁচ ও ছয়ে দুই পেস বোলিং অলরাউন্ডারকে ব্যবহার করতে পারে দল। বিগ হিটার শিবম দুবেকে হয়ত আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটা সুযোগ দেওয়া হবে। ‘ফিনিশার’ হিসেবে ছয়ে থাকবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

দুই পেসার, তিন স্পিনারের ফর্মূলা দ্রাবিড়ের-

Kuldeep Yadav and Ravidnra Jadeja | T20 World Cup | Image: Getty Images
Kuldeep Yadav and Ravidnra Jadeja | Image: Getty Images

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ মেনে কোহলিকে ওপেনার হিসেবে খেলানোর পন্থা নিতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। একইসাথে টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপে’ও চমক দিতে পারেন তিনি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ভারতকে তিন স্পিনার ও দুই পেসার খেলানোর ফর্মূল অনুসরণ করতে পরামর্শ দিয়েছেন প্রাক্তনী সুনীল গাওস্কর। তার প্রতিফলনই দেখা যেতে পারে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) থাকছেনই। তাঁদের সাথে তৃতীয় স্পিনার হিসেবে জুড়ে দেওয়া হতে পারে অক্ষর প্যাটেলকে (Axar Patel)। রিজার্ভ বেঞ্চে বসতে হবে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। অক্ষরের ব্যাটিং দক্ষতা এগিয়ে রাখবে তাঁকে। সাতে জাদেজা, আটে অক্ষর ও নয় নম্বরে থাকবেন কুলদীপ।

ভারত ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য তাতে রয়েছেন তিন পেসার। তার মধ্যে থেকে দুজনকে বেছে নিতে হবে কোচ ও টিম ম্যানেজমেন্টকে। এই মুহূর্তে তর্কাতীত ভাবে বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) কোনো মূল্যেই রিজার্ভ বেঞ্চে রাখার কথা ভাববে না ভারত। তাঁর সাথে জুড়ে দেওয়া হতে পারে আর্শদীপ সিং-কে (Arshdeep Singh)। বাম হাতি আর্শদীপ বৈচিত্র যোগ করবেন বোলিং আক্রমণে। বাংলাদেশের বিরুদ্ধে পাওয়ার-প্লে’তে জোড়া উইকেট নিয়ে দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। পেস বিভাগে তৃতীয় ও চতুর্থ বিকল্প হিসেবে টিম ইন্ডিয়ার হাতে মজুত থাকবেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে।

এক নজরে সম্ভাব্য দল-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।

Also Read: রোহিত বা জয়সওয়াল নন, আসন্ন T20 বিশ্বকাপে এই প্লেয়ারকে ওপেনার হিসাবে দেখতে চান সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *