T20 World Cup: চোখ রাঙাচ্ছে বৃষ্টি, ভারত-পাক ম্যাচ ভেস্তে গেলে ঘোর সমস্যায় পড়বেন বাবর’রা !! 1

T20 World Cup: মার্কিন মুলুকে ক্রিকেটের মহাযুদ্ধ। রবিবারের ভারতপাক দ্বৈরথের ট্যাগলাইন সম্ভবত এমনই। প্রস্তুত নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। ভারতীয় সময় সন্ধ্যা আটটায় মুখোমুখি হচ্ছে রোহিত শর্মা ও বাবর আজমের দল। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সাত বারের সাক্ষাতে ভারত জিতেছে ৬ বার। ২০২১ সালে একমাত্র জিতেছে পাকিস্তান। পরিসংখ্যান পক্ষে থাকা নিঃসন্দেহে আত্মবিশ্বাসী করেছে রোহিত (Rohit Sharma), কোহলিদের। পাশাপাশি গ্রুপ পর্বের প্রথম খেলায় পাকিস্তান যেখানে হেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, সেখানে ভারত হারিয়েছে আয়ারল্যান্ডকে। বলা চলে যে ফর্মও সঙ্গে রয়েছে টিম ইন্ডিয়ারই। রবিবার তাদের সামনে দাপট ধরে রাখার লড়াই, আর পাকিস্তানের চ্যালেঞ্জ অস্তিত্ব টিকিয়ে রাখার। বাবর-বাহিনীর কাজটা অনেকখানি কঠিন করেছে প্রকৃতি। দুর্যোগের কারণে তৈরি হয়েছে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা।

Read More: ভারত-পাক ম্যাচের আগে আহত কোহলি, ছিটকে যাওয়ার মুখে টিম ইন্ডিয়ার সুপারস্টার !!

নিউ ইয়র্কে থাকছে বৃষ্টির সম্ভাবনা-

New York Weather | T20 World Cup | Image: Twitter
New York Weather | T20 World Cup | Image: Twitter

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসেছে এবারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। ইতিমধ্যেই বেশ কিছু ম্যাচে বাধা সৃষ্টি করেছে বৃষ্টি। গ্রুপ-বি’তে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড (ENG vs SCO) ম্যাচের ফয়সালাই হয় নি বর্ষণের কারণে। ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউ গিনি’র (WI vs PNG) ম্যাচটিও বর্ষণের কারণে বন্ধ ছিলো বেশ খানিকক্ষণ। আমেরিকা যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত যে কয়টি ম্যাচ হয়েছে তাতে আবহাওয়াজনিত সমস্যার বিশেষ সম্মুখীন হতে হয় নি। তবে রবিবারের মহাগুরুত্বপূর্ণ ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) লড়াইতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নির্ণায়ক ভূমিকা নেওয়ার। অন্তত তেমনটাই মনে করছেন আবহাওয়াবিদ্‌রা।

হাওয়া অফিসের মতে রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৭ ডিগ্রী সেলসিয়াসের কাছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫০ শতাংশ থাকার সম্ভাবনা। ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ হতে পারে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা। একই সাথে আশঙ্কার কথাও শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। একই সাথে ২০ শতাংশ সম্ভাবনা বৃষ্টিরও। ভারতীয় সময় রাত ৮টায় শুরু হচ্ছে খেলা। যা নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে দশটা। পূর্বাভাস বলছে বৃষ্টিপাতের সিংহভাগ’ই হতে পারে সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে। যা ক্রিকেটের পথে ছড়িয়ে দিতে পারে কাঁটা।

সমস্যায় পড়বে পাকিস্তান-

Pakistan Cricket Team | T20 World Cup 2024 | Image: Getty Images
Pakistan Cricket Team | T20 World Cup 2024 | Image: Getty Images

দিনের বেলা খেলা হওয়ায় বৃষ্টিতে ম্যাচ শুরু হতে দেরী হলেও পরে অতিরিক্ত সময় যুক্ত করা যেতে পারে। কিন্তু সদ্য নির্মিত নাসাও কাউন্টি স্টেডিয়ামের আউটফিল্ড’কে ভারী বর্ষণের পর আদৌ খেলার যোগ্য সঙ্গে সঙ্গে করে তোলা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। এমনিতেই পিচ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেটমহলে। ভেজা পিচ কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে দুই পক্ষের ব্যাটারদের সামনেই। সব দিক খতিয়ে দেখে অনেকেরই ধারণা বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে নিষ্ফলা পরিণতির দিকেই এগোতে পারে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ। গত বছর এশিয়া কাপেও (Asia Cup 2023) গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিলো ভারত ও পাকিস্তানের।

যদি রবিবারের ম্যাচ না হয়, তাহলে সমস্যা বাড়বে পাকিস্তানের। তারা প্রথম ম্যাচে হেরে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আয়োজক দেশ তার আগে কানাডাকেও হারিয়েছে। দুই ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ৪। অন্যদিকে ভারত আগের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে। রবিবারের খেলায় পয়েন্ট ভাগাভাগি হলে তাদের ঝুলিতে জমা পড়বে ১ পয়েন্ট। তিন পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে চলে যাবে তারা। বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ আমেরিকা ও কানাডা। আশা করা যায় টিম ইন্ডিয়া জিতবে সেই ম্যাচগুলি। সেক্ষেত্রে সাত পয়েন্ট হবে তাদের। আমেরিকা যদি আয়ারল্যান্ডকে হারায়, সেক্ষেত্রে দ্বিতীয় দল হিসেবে পৌঁছে যাবে সুপার এইটে। গ্রুপ পর্বেই ছিটকে যাবে পাকিস্তান।

Also Read: T20 World Cup: রশিদের ঘূর্ণিতে মাত নিউজিল্যান্ড, ইতিহাস গড়লেন আফগান অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *