t20-wc-ind-vs-eng-washout-scenario

অন্তিমলগ্নে এসে দাঁড়িয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামীকাল আয়োজিত হওয়ার কথা দুটি সেমিফাইনাল। শনিবার বার্বাডোজে ট্রফির লড়াইতে মাঠে নামবে কোন দল তা জানা যাওয়ার কথা আগামীকালই। প্রথম সেমিফাইনালে মুখোমুখি আফগানিস্তান (AFG) ও দক্ষিণ আফ্রিকা (SA)। আফগানদের স্বপ্নের দৌড় অব্যাহত থাকে নাকি ২৬ বছর পর কোনো আইসিসি প্রতিযোগিতার ফাইনাল খেলে প্রোটিয়ারা? জানতে মুখিয়ে অনেকে। ভারতীয় সমর্থকদের নজর অবশ্য দ্বিতীয় সেমিফাইনালটির দিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ‘মেন ইন ব্লু।’ ২০২২ সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই ট্রফি জয়ের স্বপ্ন চুরমার হয়েছিলো ভারতের। ১০ উইকেটের ব্যবধানে সেই লজ্জাজনক হারের ক্ষতে প্রলেপ দিতে পারে বৃহস্পতিবারের একটি জয়। দেড়শ কোটি ভারতবাসীর প্রার্থনা এখন সেটাই। তবে প্রতিপক্ষের পাশাপাশি চিন্তা থাকছে আবহাওয়া নিয়েও।

দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা (SA) ও আফগানিস্তান (AFG)। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে রয়েছে সেই ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী তা শুরু হবে বৃহস্পতিবার সকাল ৬টায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানেও। আইসিসি জানিয়েছে যে নির্ধারিত সময়ের ৬০ মিনিট পরেও যদি ম্যাচ শেষ করা না যায় তাহলে রিজার্ভ ডে’তে গড়াবে খেলা। যে পর্যন্ত ম্যাচ সম্পন্ন হবে সেখান থেকেই আবার শুরু হবে খেলা। রিজার্ভ ডে’তে ১৯০ মিনিট রাখা হয়েছে ম্যাচ শেষের সময়সীমা। কিন্তু ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) দ্বিতীয় সেমিফাইনালটি নিয়ে আবার উলটোপথে হেঁটেছে আয়োজক সংস্থা আইসিসি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গায়ানার ম্যাচটিতে কোনো রকম রিজার্ভ ডে রাখার কথা চিন্তাভাবনায় নেই আপাতত। বৃহস্পতিবারই ফয়সালা হোক ম্যাচের, চাইছে তারা।

Read More: “রোহিতের সঠিক বদলি…” জিম্বাবুয়ে সফরে শুভমান গিলকে অধিনায়ক বানাতেই BCCI এর প্রশংসায় পঞ্চমুখ সেহবাগ !!

সেমিফাইনালে বাধা দিতে পারে বৃষ্টি-

Guyana Weather | T20 World Cup | Image: Twitter
Guyana Weather | Image: Twitter

গায়ানার মাঠে আদৌ ম্যাচ শেষ করা যাবে কিনা তা নিয়ে এখন থেকেই কপালে ভাঁজ পড়তে শুরু করেছে উদ্যোক্তদের। নেপথ্যে আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৭৮ শতাংশের কাছাকাছি। জলীয় বাষ্পের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন ক্রিকেটাররা। আকাশ যে আগাগোড়া মেঘলা থাকবে তা জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদ্‌রা। এছাড়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কাও করছেন তাঁরা। জানানো হয়েছে বর্ষণের সম্ভাবনা ৭৫ শতাংশ।

ভারতীয় সময় রাত ৮টা থেকে খেলা। গায়ানায় ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট থেকে। পূর্বাভাস জানাচ্ছে যে সকাল থেকে ১০ টা থেকে দুপুর ২টো অবধি তীব্র বর্ষণ হতে পারে দ্বীপরাষ্ট্রে। তারপর আবহাওয়া পরিষ্কার হলেও আদৌ মাঠকে ক্রিকেটের জন্য প্রস্তুত করা যেতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় সকলে। বিশেষজ্ঞদের অনেকেই তাই মনে করছেন যে ভারত বনাম ইংল্যান্ড ধুন্ধুমার সেমিফাইনাল দেখার সৌভাগ্য থেকে হয়ত বঞ্চিতই হতে হবে দর্শকদের। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দুই প্রাক্তন চ্যাম্পিয়নের দ্বৈরথে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে শেষমেশ বাজিমাত করতে পারে বৃষ্টিই।

ম্যাচ ভেস্তে গেলে কি দাঁড়াবে সমীকরণ-

IND vs ENG | T20 World Cup | Image: Getty Images
IND vs ENG | T20 World Cup | Image: Getty Images

আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে কোনোরকম নিশ্চয়তা এখনই দিতে পারছেন না কেউই। যদি দুই পক্ষই ১০ ওভার করে খেলে না উঠতে পারে বৃহস্পতিবার তাহলে কি দাঁড়াবে পরিস্থিতি অগত্যা সেই সমীকরণের দিকেই তাকিয়ে রয়েছেন দর্শকেরা। আইসিসি’র তরফে জানানো হয়েছে যে রিজার্ভ ডে না থাকলেও অতিরিক্ত সময় রাখা হয়েছে এই ম্যাচের জন্য। প্রথম সেমিফাইনালের জন্য যেখানে আলাদা করে রাখা হয়েছে মাত্র ৬০ মিনিট অতিরিক্ত সময়, সেখানে ভারত বনাম ইংল্যান্ড দ্বৈরথের জন্য অতিরিক্ত ২৯০ মিনিট অপেক্ষা করা হবে বলে জানিয়েছে বাইশ গজের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কাট-অফ টাইম রাখা হয়েছে ভারতীয় সময় ভোররাত ৩টে ২০ মিনিট অবধি। তার মধ্যে মাঠ প্রস্তুত করে অন্তত ১০ ওভারের ম্যাচ আয়োজন করা যাবে, আশাবাদী তারা।

যদি একান্তই ম্যাচ আয়োজন করা না যায়, সেক্ষেত্রে কি হবে ফলাফল? তাও জানিয়ে দেওয়া হয়েছে আয়োজকদের তরফে। তখন দেখা হবে সুপার এইট পর্বে অংশগ্রহণকারী দুই দলের পারফর্ম্যান্স। সুপার এইট পর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতে ভারত গ্রুপ-১’এর শীর্ষে থেকে সেমিফাইনালে পা রেখেছে। তাদের ঝুলিতে ৬ পয়েন্ট। নেট রান রেট +২.০১৭। অন্যদিকে ইংল্যান্ড দুটি ম্যাচ জিতলেও হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। তারা গ্রুপ-২’তে দ্বিতীয় স্থানে থেকে গিয়েছে সেমিফাইনালে। পয়েন্টের নিরিখে এগিয়ে থাকার সুবাদে সেক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে টিম ইন্ডিয়া। তারা মাঠে না নেমেই পৌঁছে যাবে ২৯ তারিখের ফাইনালে। তবে বৃষ্টির সৌজন্যে নয় বরং ব্যাট-বলের দ্বৈরথে প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারিয়েই দক্ষিণ আফ্রিকা বা আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলাই লক্ষ্য থাকবে রোহিত শর্মার দলের।

Also Read: T20 World Cup: ঐতিহাসিক জয়ে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান, বাংলাদেশ হারায় বিদায় অস্ট্রেলিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *