গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ মহারণ। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। জস বাটলারের (Jos Buttler) দলের বিরুদ্ধে হেরেই ২০২২ সালে খেতাবের স্বপ্ন চুরমার হয়েছিলো টিম ইন্ডিয়ার (Team India)। অ্যাডিলেডের সেমিফাইনালে যে ১০ উইকেটের ব্যবধানে লজ্জার হার জুটেছিলো ভাগ্যে, তার বদলা নেওয়ার লক্ষ্য সামনে রেখেই ভারত আজ নেমেছে মাঠে। গতকাল থেকেই আবহাওয়া নিয়ে আশঙ্কা ছিলো। আজ ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়। আউটফিল্ড ভিজে থাকায় খেলা শুরু করতে দেরী হয়েছে প্রায় ১ ঘন্টা। টসের সিদ্ধান্ত বিপক্ষে গিয়েছে ‘মেন ইন ব্লু’র। প্রথমে বোলিং বেছে নিয়েছে ইংল্যান্ড।
Read More: শিরোপা জয়ের আশা ভাঙলো রশিদ’দের, প্রথম বারের জন্য বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা !!
গুরুত্বপূর্ণ সেমিফাইনালে কোনো রদবদল ভারত করে নি একাদশে। ওপেন করতে আজও মাঠে নেমেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলিই (Virat Kohli)। ব্যাটিং যে সহজ হবে না, তা বোঝা গিয়েছিলো প্রথম ওভার থেকেই। পিচে দেখা গিয়েছে অসমান বাউন্স। বেশ কিছু বল নীচু থেকে গিয়েছে। মুশকিলে পড়েন রোহিত ও বিরাট। রিস টপলি (Reece Topley), জোফ্রা আর্চারদের খানিক বুঝে নিয়ে হাত খোলার ভাবনা ছিলো ভারতীয় জুটির। আরসিবি সতীর্থ টপলি’কে লং অনের উপর দিয়ে একটি দারুণ ছক্কাও মারেন কোহলি (Virat Kohli)। কিন্তু তারপরেই দেখা গেলো ছন্দপতন। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে নিজের আক্রমণাত্মক মনোভাব ধরে রাখতে গিয়েই উইকেট ছুঁড়ে দিয়ে এলেন বিরাট। টুর্নামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ ছাড়া প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। আজও দেখা গেলো সেই একই চিত্র।
ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলটিতে এগিয়ে এসে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু রিস টপলির গুড লেন্থে পিচ করা ডেলিভারিটি খানিক ইনস্যুইং করে ভিতরের দিকে ঢুকে আসায় কোহলির ব্যাটের সাথে তার সঠিক সংযোগ হয় নি। বল’টি আছড়ে পড়ে লেগ স্টাম্পে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে সর্বোচ্চ রান করা তারকা আজ আরও একবার হতাশা সঙ্গী করেই ফিরলেন সাজঘরে। তাঁর সংগ্রহে ৯ বলে মাত্র ৯ রান। এই নিয়ে চলতি টুর্নামেন্টে ৭ ইনিংসের মধ্যে ৫টিতে ১০-এর গণ্ডী পেরোতে ব্যর্থ হলেন তিনি। মাত্র ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বেশ চাপের মুখে টিম ইন্ডিয়া। ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অধিনায়ক রোহিত শর্মা’র উপর।
দেখে নিন কোহলির উইকেট’টি-
Ben stokes, Ben stokes, Ben stokes, just why Kohli why????😭😭😭😭😭#INDvsENG2024 pic.twitter.com/g859W7AuOD
— Fenil Kothari (@fenilkothari) June 27, 2024