T20 World Cup: তিন ক্রিকেটার, যাঁদের বাদ না দিলে সেমিফাইনালে ভুগতে হবে টিম ইন্ডিয়াকে !! 1

T20 World Cup: দেখতে দেখতে অন্তিমলগ্নে এসে উপস্থিত হয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। রাত পোহালেই প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হতে চলেছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ ইংল্যান্ডের। গত এক বছরে দু’টি আইসিসি ট্রফি জয়ের খুব কাছাকাছি এসে খালি হাতে ফিরতে হয়েছে দল’কে। তাই এবার বাড়তি সতর্কতা নিচ্ছে রোহিত অ্যান্ড কোং। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল জিততে বাড়তি তাগিদ রয়েছে ক্রিকেটারদের। জস বাটলারের দলের বিপক্ষেই ২ বছর আগের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) থেমেছিলো ভারতের বিজয়রথ। ১০ উইকেটের লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিলো তাদের। আগামীকালের জয় সেই ক্ষতে প্রলেপ দিতে পারে। গায়ানার বাইশ গজে বাটলার বাহিনীকে রোখার পরিকল্পনা সাজানো শুরু করে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। সেমিফাইনালে নিজের সেরা এগারো মাঠে নামাতে চান তিনি। বাদ দিতে পারেন তিন তারকাকে।

Read More: “হিংসায় জ্বলছে ধোনি…” বিস্ফোরক মন্তব্য যুবরাজ সিং-এর বাবার, বড় ভবিষ্যদ্বাণী ভারতের বিশ্বকাপ জয় নিয়েও !!

শিবম দুবে-

Shivam Dube | T20 World Cup | Image: Getty Images
Shivam Dube | T20 World Cup | Image: Getty Images

এই তালিকায় সবার প্রথম নাম থাকবে শিবম দুবে’র (Shivam Dube)। আইপিএলের পারফর্ম্যান্সের ভিত্তিতে অনেকেই মুম্বইয়ের অলরাউন্ডারকে চেয়েছিলেন ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) স্কোয়াডে। একই কথা ভেবেছিলেন জাতীয় নির্বাচকেরাও। বিশেষত মাঝের ওভারগুলিতে স্পিনের বিরুদ্ধে দুবের (Shivam Dube) বড় শট মারার দক্ষতার কারণেই চলতি টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু ঝোড়ো ইনিংস তিনি খেলতে পারেন নি একটি ম্যাচেও।

আমেরিকার (USA) বিরুদ্ধে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সাথে একটি কার্যকরী জুটি গড়া ছাড়া বিশেষ অবদান তাঁর নেই দলের সাফল্যে। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং সহায়ক পিচে রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদব’রা যখন ২০০ বা তারও বেশী স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সেখানে শিবমকে (Shivam Dube) দেখা গিয়েছে বেশ সমস্যায় পড়তে। শেষমেশ ১২৭.২৭ স্ট্রাইক রেটে ২২ বলে ২৮ করেন। পেস বোলিং অলরাউন্ডার তিনি। কিন্তু বল হাতেও এখনও অবধি কিছুই করে দেখাতে পারেন নি। সেমিফাইনালের লড়াইতে শিবম’কে (Shivam Dube) ছাড়াই নামা উচিৎ ভারতের।

রবীন্দ্র জাদেজা-

Ravindra Jadeja | T20 World Cup | Image: Getty Images
Ravindra Jadeja | T20 World Cup | Image: Getty Images

চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) টিম ইন্ডিয়ার (Team India) হয়ে যাঁরা নজর কাড়তে ব্যর্থ হয়েছেন সেই তালিকায় অবশ্যই থাকবেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তিনিও গ্রুপ পর্ব ও সুপার এইটের প্রতিটি ম্যাচেই ছিলেন ভারতীয় একাদশে। একটি ম্যাচেও বিশেষ সুবিধা করতে পারেন নি। ছয় ম্যাচ মিলিয়ে তাঁর মোট রান সাকুল্যে ১৬। সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা ৯*। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শূন্য করেই সাজঘরে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে করেছেন ৭।

কেবল ব্যাটিং নয়, বল হাতেও চূড়ান্ত ব্যর্থ জাদেজা (Ravindra Jadeja)। অক্ষর-কুলদীপের (Kuldeep Yadav) মত স্পিনাররা যখন একের পর এক উইকেট তুলে দলকে সাফল্য এনে দিচ্ছেন তখন বল হাতেও খারাপ ফর্ম চলছে জাদেজার (Ravindra Jadeja)। তিনি এই প্রতিযোগিতায় এখনও অবধি ৬ ম্যাচ খেলেছেন। হাত ঘুরিয়েছেন ৫টি ম্যাচে। উইকেট সংখ্যা মাত্র ১। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ ওভারের বেশী করানো যায় নি তাঁকে। জাদেজার বদলে খেলানো উচিৎ যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)।

বিরাট কোহলি-

Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli | T20 World Cup | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে সফলতম ব্যাটার কিনা চলতি টুর্নামেন্টে নাম লিখিয়েছেন ব্যর্থতার খাতায়। চমকপ্রদ হলেও সত্যি এমনটাই। আইপিএলে (IPL) কমলা টুপি জিতে কুড়ি-বিশের বিশ্বকাপ (T20 World Cup) খেলতে এসেছিলেন কোহলি (Virat Kohli)। অনেক আশা ছিলো তাঁর কাছে। কিন্তু তা পূরণ করতে সক্ষম হন নি তিনি। আয়ারল্যান্ডের (IRE) বিরুদ্ধে ১ রান করে শুরু। এরপর পাকিস্তানের (PAK) বিরুদ্ধে ৪, মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে করেন শূন্য। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দেওয়ার পুরনো রোগ ভুগিয়েছে তাঁকে।

সুপার এইট পর্বে আফগানিস্তান (AFG) ও বাংলাদেশের (BD) বিরুদ্ধে যথাক্রমে ২৪ ও ৩৭ করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) বলে পুল মারতে গিয়ে শূন্য রানের মাথায় উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। ওপেনার হিসেবে তাঁর যে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তা দিনের আলোর মত পরিষ্কার। সেই কারণেই টিম কম্বিনেশনের কথা ভেবে কোচ দ্রাবিড়ের (Rahul Dravid) উচিৎ কোহলিকে (Virat Kohli) বাইরে রেখে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) সুযোগ দেওয়া।

Also Read: T20 World Cup: ঐতিহাসিক জয়ে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান, বাংলাদেশ হারায় বিদায় অস্ট্রেলিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *