টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মসৃণ গতিতে এগোচ্ছে টিম ইন্ডিয়ার জয়রথ। প্রথম ম্যাচে নিউ ইয়র্কের মাঠে তারা হারিয়ে দিয়েছিলো আয়ারল্যান্ডকে। দ্বিতীয় ম্যাচেও রোখা গেলো না তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এক স্মরণীয় জয় ছিনিয়ে নিলো ‘মেন ইন ব্লু।’ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো পাকিস্তান। পরপর উইকেট হারিয়ে বেকায়দায় ছিলো ভারত। রুখে দাঁড়ান ঋষভ পন্থ (Rishabh Pant)। মূলত তাঁর সৌজন্যেই ১১৯ রানে পৌঁছায় ভারত। এরপর রান তাড়া করতে নেমে সাবলীল ছিলো না পাকিস্তানও। ভারতীয় পেসারদের সাঁড়াশি আক্রমণে শেষমেশ পিছিয়ে পড়ে তারা। ১১৩ রানেই থেমে যায় তাদের ইনিংস। ৬ রানে জয়ের পর আগামী ম্যাচের কথা ইতিমধ্যে ভাবতে শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেখা যেতে পারে রদবদল।
Read More: ভাগ্য খুলছে হর্ষল প্যাটেলের, টিম ইন্ডিয়ার ডাকে উড়ে যাচ্ছেন নিউ ইয়র্কে !!
নিউ ইয়র্কে বাজিমাত বুমরাহ ও হার্দিকের-
স্বপ্নের ফর্মে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়ে সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন তিনি। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে আরও একবার তিনি প্রমাণ করে দিলেন কেন তাঁকে এই প্রজন্মের সেরা ফাস্ট বোলার বলছেন বিশেষজ্ঞরা। ১১৯ পুঁজি টিম ইন্ডিয়া (Team India) যে রক্ষা করতে পারলো তার মূল কৃতিত্ব বুমরাহ’র (Jasprit Bumrah)। শুরুতেই বাউন্সকে কাজে লাগিয়ে বাবর আজমকে (Babar Azam) আউট করেন তিনি। পাক অধিনায়ক স্লিপে ধরা পড়েন সূর্যকুমার যাদবের হাতে। দ্বিতীয় স্পেলে ফিরে বুমরাহ তুইলে নেন মহম্মদ রিজওয়ানকে। নিখুঁত ইনস্যুইং আছড়ে পড়ে স্টাম্পে। ডেথ ওভারে ইফতিকার আহমেদ’কে ফিরিয়ে ম্যাচের রাশ তিনি তুলে দেন ভারতের হাতে।
৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা আরও একবার জসপ্রীত বুমরাহ’ই। তাঁর সাথে বল হাতে যোগ্য সঙ্গত করে গেলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আইপিএলে তাঁর ফর্ম নিয়ে বিস্তর কথা হয়েছিলো। কিন্তু দেশের জার্সি গায়ে সেরা ছন্দেই দেখা যাচ্ছে হার্দিককে। ব্যাট হাতে গতকাল বিশেষ রান পান নি তিনি। ৭ করে আউট হন। কিন্তু পুষিয়ে দিলেন বল হাতে। ৪ ওভারে মাত্র ২৪ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট। পিচের বাউন্সকে কাজে লাগিয়ে আউট করেন ফখর জামান ও শাদাব খান’কে। দুই পাক ব্যাটারই বড় শট খেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। উইকেটের পিছনে দুটি দারুণ ক্যাচ ধরেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বুমরাহ-হার্দিক জুটির যৌথ আক্রমণেই পাকিস্তানের রানের গতি বিশেষ বাড়তে পারে নি। শেষমেশ হাতে তিন উইকেট থাকা সত্ত্বেও হেরেই মাঠ ছাড়ে তারা।
আগামী ম্যাচে নেই দুই তারকা-
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিতে বড় ভূমিকা রেখেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও হার্দিক পান্ডিয়া। তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ-এ’র ম্যাচে টিম ইন্ডিয়ার জার্সিতে সম্ভবত দেখা যাবে না দুজনকেই। জোড়া জয়ের ফলে টুর্নামেন্টের সুপার এইট পর্বে প্রায় নিশ্চিত ভারত। সেখানে অপেক্ষা করে রয়েছে আরও তিনটি ম্যাচ। যদি ভারত সেমিফাইনাল ও ফাইনাল খেলে তাহলে আরও দুটি ম্যাচ খেলতে হতে পারে। অতি অল্প সময়ের ব্যবধানে এত ম্যাচে দেশের সেরা অস্ত্রদের মাঠে নামাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আপাত গুরুত্বহীন খেলায় বুমরাহ ও হার্দিককে (Hardik Pandya) বিশ্রাম দেওয়া হচ্ছে। যশস্বী জয়সওয়াল ও কুলদীপ যাদব’কে আগামী ম্যাচে খেলিয়ে দেখা হতে পারে।
যা হতে পারে ভারতীয় একাদশ-
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক্ শিবম দুবে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।