টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসরে আরও একবার ভারতের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লো পাকিস্তান ক্রিকেট দল। উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী গতকাল মুখোমুখি হয়েছিলো মার্কিন মুলুকের নিউ ইয়র্কে। ৩৪০০০ আসনবিশিষ্ট নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ ছিলো বাইশ গজের দুনিয়ার শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বীতা চাক্ষুস করার জন্য। কেবল উপমহাদেশের মানুষজন নন, ভীড় জমিয়েছিলেন আমেরিকান জনতাও। এক জমজমাট ম্যাচ উপভোগের সৌভাগ্য হলো তাঁদের। আইপিএল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সৌজন্যে সাম্প্রতিককালে রানের ইমারত দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেটজনতা। সেখানে গতকালের ভারত-পাক (IND vs PAK) লড়াইতে আগাগোড়া নিয়ন্ত্রকের ভূমিকা নিলেন দুই শিবিরের বোলাররা।
টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন বাবর আজম (Babar Azam)। শুরুতেই নাসিম, শাহীনদের আক্রমণে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে খুইয়েছিলো টিম ইন্ডিয়া। ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল খানিক লড়াই করলেও বেশীদূর এগোতে পারে নি স্কোরবোর্ডকে। ভালো বোলিং করেন হারিস রউফ, মহম্মদ আমিররাও। শেষমেশ ভারতীয় ইনিংস শেষ হয় ১১৯ রানে। স্বল্প রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে একটা সময় ভালোই এগোচ্ছিলো পাকিস্তান। কিন্তু রুখে দাঁড়ান টিম ইন্ডিয়ার (Team India) পেসাররা। পরপর উইকেট তুলে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন তাঁরা। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ১১৩ রানের বেশী এগোতে পারে নি পাক শিবির। একটা সময় জয়ের দোরগোড়ায় পৌঁছে গেলেও হেরেই মাঠ ছাড়ে তারা। কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে ভারতের বিরুদ্ধে সপ্তম হারের পর সমালোচনায় বিদ্ধ বাবর-বাহিনী।
Read More: লাইভ ম্যাচে রিজওয়ানকে বল ছুঁড়ে মারলেন সিরাজ, ইন্দো-পাক ম্যাচে তৈরি হলো হুলুস্থুল কাণ্ড !!
হারের দায় রিজওয়ানের কাঁধে চাপালেন আক্রম-
১২০ রান তাড়া করতে হত পাকিস্তানকে। অধিনায়ক বাবর আজমের (Babar Azam) সাথে ওপেন করতে নেমেছিলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। বছর তিনেক আগে এই জুটিই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় এনে দিয়েছিলো। গতকালও বড় সাফল্যের আশাতেই বুক বেঁধেছিলেন পাক সমর্থকেরা। শুরুতেই বুমরাহ’র (Jasprit Bumrah) বাউন্সে ধরাশায়ী হন বাবর আজম। তাঁর ব্যাটের উপরের দিকে বল যায় স্লিপের দিকে। ডাইভ দিয়ে ক্যাচ তালুবন্দী করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু এরপর উসমান খান’কে সাথে নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন মহম্মদ রিজওয়ান। ক্রিজে জমে যাওয়ার পর একটা সময় মনে হয়েছিলো যে তিনিই ২ পয়েন্ট এনে দেবেন পাকিস্তানকে। কিন্তু শেষমেশ তা আর হয় নি।
জসপ্রীত বুমরাহ’র বলে অহেতুক ব্যাট চালাতে গিয়ে বোল্ড হলেন রিজওয়ান (Mohammad Rizwan)। ৪৪ বল খেলে তিনি করেছেন ৩১ রান। ক্রিজে এতখানি সময় কাটানোর পরেও অপরিণত শট নির্বাচনের কারণে উইকেট হারানোর পর প্রশ্নের মুখে পাক তারকা। একটি অনুষ্ঠানে পাক উইকেটরক্ষক-ব্যাটারকে সোজাসুজি আক্রমণ করেছেন কিংবদন্তি প্রাক্তনী ওয়াসিম আক্রম (Wasim Akram)। তিনি বলেন, “ও (রিজওয়ান) দশ বছর ধরে ক্রিকেট খেলছে। আমার কিছুই শেখানোর নেই ওকে। মহম্মদ রিজওয়ান খেলাটা সম্পর্কে কিছুই বোঝে না। ওর জানা উচিৎ ছিলো যে বুমরাহের হাতে বল দেওয়া হয়েছে উইকেট তোলার জন্য। ওর বিরুদ্ধে সতর্ক হওয়ায় বুদ্ধিমানের কাজ হত, কিন্তু বড় শট মারতে গিয়ে রিজওয়ান উইকেট ছুঁড়ে দিয়ে এলো।”
দলে বদল চাইছেন কিংবদন্তি-
‘মাস্ট উইন’ পরিস্থিতিতে ভারতকে বাগে পেয়েও যেভাবে জয় হাতছাড়া করেছে পাকিস্তান তা কিছুতেই মানতে পারছেন না ওয়াসিম আক্রম (Wasim Akram)। কিংবদন্তি ক্রিকেটার ম্যাচের ময়নাতদন্ত করতে গিয়ে পাক দলে রদবদল চেয়েছেন। তাঁর নিশানায় মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) মতই রয়েছেন ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed) ও ফখর জামান (Fakhar Zaman)। চার নম্বরে ফখরকে নামিয়েছিলো পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার শর্ট বলে বড় শট মারতে গিয়ে টপ-এজ লাগে তাঁর। উইকেটের পিছনে দারুণ ক্যাচ ধরেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আর ইফতিকারের কাছে সুযোগ ছিলো গতকাল ম্যাচ জিতিয়ে নায়ক হওয়ায়। কিন্তু বুমরাহ’র (Jasprit Bumrah) ফুলটসে ছক্কা হাঁকাতে গিয়ে তিনি ধরা পড়েন আর্শদীপ সিং-এর হাতে। দুজনেরই সমালোচনা করেছেন ওয়াসিম।
প্রাক্তন পেসার জানান, “ইফতিকার আহমেদ একমাত্র লেগসাইড ছাড়া খেলতে পারে না। ও দীর্ঘদিন দলের সঙ্গে রয়েছে কিন্তু ব্যাটিং কি করে করতে হয় তাই জানে না। বোধের অভাব রয়েছে ফখর জামানের মধ্যেও। পাকিস্তান (দল) মনে করে যে ওরা যদি খারাপ খেলে তাহলে কেবল কোচের চাকরি যাবে। ওদের (ক্রিকেটারদের) কিছু হবে না। আমার মনে হয় এবার সময় হয়েছে কোচকে ধরে রেখে গোটা দলটাকে বদলে ফেলার।” প্রসঙ্গত দিনকয়েক আগেই পাকিস্তানের কোচের পদে অভিষেক হয়েছে গ্যারি কার্স্টেনের (Gary Kirsten)। প্রশিক্ষক হিসেবে তিনি ২০১১ সালে ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপ জিতেছেন। ২০২২-এ গুজরাত টাইটান্সের হয়ে জিতেছেন আইপিএল। কিন্তু নতুন চ্যালেঞ্জে এখনও অবধি ব্যাকফুটেই প্রোটিয়া কোচ।
Also Read: T20 World Cup: বোলিং মাস্টারক্লাসে ঐতিহাসিক জয় ভারতের, নিউ ইয়র্কে হেরে বিদায়ের মুখে পাকিস্তান !!