t20-wc-fans-celebrate-ind-win-vs-usa

T20 World Cup: আয়ারল্যান্ড, পাকিস্তানের পর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও জয় পেলো টিম ইন্ডিয়া (Team India)। টানা তিন ম্যাচ জিতে নিশ্চিত করে ফেললো সুপার এইট পর্বের ছাড়পত্র। কিন্তু আয়ারল্যান্ড ম্যাচের মত মসৃণ ছন্দে এলো না জয়। বরং পাকিস্তান (PAK) ম্যাচের মতই কঠিন লড়াইয়ের মুখে পড়তে হলো রোহিত, বিরাটদের। খাতায়-কলমে নিঃসন্দেহে কয়েক যোজন পিছিয়ে ছিলো মার্কিন (USA) দল। কিন্তু ম্যাচে দীর্ঘ সময়ে সমানে সমানে পাল্লা দিলো তারা। নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের বোলিং সহায়ক বাইশ গজকে কাজে লাগাতে দেখা গেলো দুই শিবিরকেই। টসে আজ জিতেছিলো ভারত। প্রথমে বোলিং করে তারা। নজর কাড়েন আর্শদীপ সিং (Arshdeep Singh)।

আমেরিকার বিরুদ্ধে আজ ৯ রান খরচ করে ৪ উইকেট তুলে নিলেন আর্শদীপ (Arshdeep Singh)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে এটাই কোনো ভারতীয়ের সেরা পরিসংখ্যান। ইনিংসের বিরতিতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন তিনি। ‘বুমরাহ ছাড়াও আমাদের হাতে বোলিং অস্ত্র মজুত রয়েছে’ লিখেছেন একজন। ‘পাঞ্জাবের গর্ব’ মন্তব্য আরও একজনের। ‘আগামীতেও এভাবেই এগিয়ে যাও’ লিখেছেন অন্য এক অনুরাগী। জোড়া উইকেট তুলে নিয়ে নেটদুনিয়ার সমর্থন পেয়েছেন হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। ‘আইপিএলের (IPL) ফর্ম নিয়ে কারা যেন কটাক্ষ করছিলো হার্দিককে? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তারকা অলরাউন্ডারের পাশে দাঁড়িয়ে। ‘দেশের জার্সিতে হার্দিক বরাবরই অন্য রকম’ জানিয়েছেন আরও এক নেটনাগরিক।

Read More: আমেরিকার বিপক্ষে বল হাতে বিস্ফোরক আর্শদীপ, জায়গা করে নিলেন ইতিহাসের পাতায় !!

সূর্য-শিবমকে শুভেচ্ছা নেটজনতার-

IND vs USA | T20 World Cup | Image: Getty Images
IND vs USA | Image: Getty Images

রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়তে হয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। শুরুতেই ফেরেন বিরাট (Virat Kohli)। ‘এই ওপেনিং-এর এক্সপেরিমেন্ট এবার বন্ধ হোক। চেনা তিন নম্বরেই ফিরুন কোহলি’ লিখেছেন এক অনুরাগী। ‘লাগাতার ব্যর্থতা হতাশ করেছে’ লিখেছেন আরও একজন। কটাক্ষের মুখে পড়তে হয় রোহিতকেও (Rohit Sharma)। আজ ৩ করে ফেরেন তিনি। ‘আমেরিকার বিরুদ্ধে এই হাল হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কি করবে?’ কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। আজ ঋষভ পন্থ (Rishabh Pant) ১৮ রান করে আউট হন। ‘আরও একটু পরিণতমনস্ক হতে হবে ওকে’ মন্তব্য চোখে পড়েছে এক্স-প্ল্যাটফর্মের দেওয়ালে। তবে তিন উইকেট হারানোর পর রুখে দাঁড়ায় টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও শিবম দুবের জুটি জয় এনে দেয় ‘মেন ইন ব্লু’কে।

সূর্য (Suryakumar Yadav)  আজ অপরাজিত রইলেন ৪৯ বলে ৫০ রান করে। অর্ধশতকের শুভেচ্ছা জানিয়েছে নেটদুনিয়া। একই সাথে চেনা ধুন্ধুমার ভঙ্গি ত্যাগ করে সময় নিয়ে, কঠিন পরিস্থিতিতে দলকে বৈতরণি পার করানোর জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এখনও অবধি ব্যর্থতাই সঙ্গী ছিলো শিবমের (Shivam Dube)। আজ’ও বল হাতে এক ওভারে ১১ রান খরচ করে সমর্থকদের বিরাগভাজন হয়েছিলেন তিনি। কিন্তু ব্যাট হাতে ৩১ রানের ইনিংসের সাহায্যে খানিক প্রায়শ্চিত্ত করতে পেরেছেন তিনি। ‘যাক শিবম অন্তত থিতু হয়েছেন দলে’ আশার কথা শুনিয়েছেন এক সমর্থক। ভারত ৭ উইকেটের ব্যবধানে জিতলেও সীমিত সাধ্য নিয়ে যেভাবে লড়াই করেছে আমেরিকা, তাকে কুর্নিশ জানাতেও ভোলে নি নেটদুনিয়া।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: T20 World Cup: আর্শদীপের আগুনে স্পেলে বেসামাল আমেরিকা, জয়ের জন্য ভারতের প্রয়োজন ১১১ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *