T20 World Cup: “আমাদের মত অপেক্ষায় ছিলেন দেশবাসীও…” বিশ্বকাপ জিতে আবেগবিহ্বল রোহিত প্রশংসায় ভরালেন সতীর্থদের !! 1

T20 World Cup: টুর্নামেন্ট শুরুর বেশ কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে ভারতীয় বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন বার্বাডোজে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)   জয়পতাকা ওড়াবে। সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্ট গুলিতে যেভাবে তীরে এসে তরী ডুবেছে দলের, তাতে সচিবের আত্মবিশ্বাসী মন্তব্যকে অনেকেই অত্যুক্তি বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সংকল্পের যে বীজ সেদিন বুনেছিলেন জয় শাহ, তা সত্যিই আজ মহীরুহ হয়ে দেখা দিলো বার্বাডোজের বাইশ গজে। এগারো বছরের লম্বা অপেক্ষার পর অবশেষে ভারতের হাতে ধরা দিলো আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতার সেরার শিরোপা। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup) দলের তরুণ তুর্কি ছিলেন রোহিত শর্মা। আজ তাঁর অধিনায়কত্বেই সতেরো বছর পর দ্বিতীয় ট্রফি এলো ভারতের ঘরে।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ভারত। শুরুতেই নড়বড়ে টপ-অর্ডার সমস্যায় ফেলেছিলো দলকে। রোহিত, ঋষভ ও সূর্যকুমার ফিরে গিয়েছিলেন ৩৪ রানের মধ্যে। আজ খাদের কিনারায় পৌঁছে যাওয়া দলের জন্য ত্রাতা হয়ে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli) ও অক্ষর প্যাটেল। কোহলির অদম্য ৭৬ ও অক্ষরের ৪৭ রান ইনিংসের ভিত গড়ে দেয়। ঝোড়ো ২৭ করেন শিবম দুবেও (Shviam Dube)। ২০ ওভারে টিম ইন্ডিয়া থামে ১৭৬ রানে। জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ধাক্কা দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও আর্শদীপ সিং। কিন্তু ডি কক ও হেনরিখ ক্লাসেনের তাণ্ডবে একটা সময় ম্যাচের রাশ হাতে তুলে নিয়েছিলো প্রোটিয়ারাই। শেষমেশ হার্দিক-বুমরাহ ক্ষেপনাস্ত্রে লড়াইতে ফেরে ভারত। ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে হাতের মুঠোয় ধরে স্বপ্নকে। ট্রফিখরা কাটিয়ে উদ্বেল অধিনায়ক রোহিত (Rohit Sharma)।

Read More: ট্রফি জিতে অন্য রূপ দেখালেন রোহিত-দ্রাবিড় জুটি, বিশ্বকাপ জিতে আনন্দে মেতে উঠলো টিম ইন্ডিয়া !!

ট্রফি জিতে শাপমুক্তির আনন্দ রোহিতের গলায়-

Virat Kohli and Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images

গত বছরের জুনে হাতছাড়া হয়েছিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC)। এরপর নভেম্বরে ঘরের মাঠে হারতে হয়েছিলো ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। জোড়া যন্ত্রণা বয়ে নিয়ে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা। আজ বার্বাডোজের মাঠে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয় তাঁর কাছে যেন শাপমুক্তির সমান। খেলা শেষে আবেগবিহ্বল রোহিত (Rohit Sharma) বলেন, “গত ৩-৪ বছর কি অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা কঠোর পরিশ্রম করি একটা দল হিসেবে। পর্দার আড়ালে অনেককিছু ঘটেছে। (এই সাফল্য) কেবল আজকের নয়, বরং গত ৩-৪ বছরের কর্মকাণ্ডের ফসল। আমরা প্রচুর চাপের ম্যাচ খেলেছি, এবং ব্যর্থ‘ও হয়েছি, কিন্তু ছেলেরা জানে দেওয়ালে পিঠ ঠেকে গেলে কি করতে হয়। আমরা একজোট হয়েছিলাম। সত্যিই খুব করে এই ম্যাচ জিততে চেয়েছিলাম।”

সাক্ষাৎকারের শুরু থেকে শেষ অবধি সতীর্থদের প্রশংসা শোনা গেলো রোহিতের গলায়। তিনি আরও বলেন, “আমি এই দলের সকলকে নিয়ে গর্বিত। যেমনভাবে খেলতে চাই, ঠিক তেমনভাবে খেলার স্বাধীনতাটা ওরা আমাদের দেয়। একইসাথে কৃতিত্ব দিতে হবে টিম ম্যানেজমেন্টকেও।” গোটা টুর্নামেন্টে রান পান নি বিরাট কোহলি। তবুও সতীর্থের কাঁধ থেকে ভরসার হাত সরান নি অধিনায়ক রোহিত (Rohit Sharma)। আজ ফাইনালে ৭৬ রানের অমূল্য ইনিংস খেলে যেন তার প্রতিদান দিলেন ‘কিং’ কোহলি। খেলা শেষে বিরাটবন্দনায় মাতলেন ভারতীয় অধিনায়ক। জানান, “কেউই বিরাটের ফর্ম নিয়ে বিন্দুমাত্র দ্বিধায় ছিলো না। আমরা জানি ওর দক্ষতা কতটা। বড় মঞ্চে বড় খেলোয়াড়রা সবসময় জ্বলে ওঠেন। বিরাট আমাদের জন্য একটা প্রান্ত সামলাচ্ছিলো। এই উইকেটে নতুন কারও পক্ষে মাঠে নেমেই বড় শট খেলা মুশকিলের ছিলো।”

কোহলির অভিজ্ঞতাই যে আজ ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে গিয়েছে, মুক্তকন্ঠে তা স্বীকার করে নিয়েছেন রোহিত। তাঁর সংযোজন, “আমি ওকে দীর্ঘদিন ধরে ব্যাট করতে দেখছি। এমনকি আমিও জানি না ও এটা কি করে করতে পারে। এটা একটা মাস্টারক্লাস।” সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া আজ নিয়েছেন ৩ উইকেট। তাঁকেও কুর্নিশ করে হিটম্যান জানান, “হার্দিকও আজ দুরন্ত ছিলো।” নিউ ইয়র্ক, ফ্লোরিডা থেকে গায়ানা, বার্বাডোজ, যেখানেই গিয়েছে ভারত, পেয়েছে ব্যাপক জনসমর্থন। সাক্ষাৎকারের শেষে এসে অনুরাগীদের উদ্দেশ্যেও ধন্যবাদ জানাতে ভোলেন নি রোহিত। তিনি বলেন, “এটা সমর্থিকদের জন্য খুশির খবর। নিউ ইয়র্ক থেকে বার্বাডোজ অবধি যাঁরা আমাদের সমর্থন করে এসেছেন। আমি জানি দেশে এখন গভীর রাত। তবুও নিশ্চয়ই ভারতবাসীও এটা দেখতে চাইছেন। আমাদের মত ওনারাও দীর্ঘদিন অপেক্ষা করেছেন।”

Also Read: T20 World Cup: “এখানেই ইতি টানলাম…” ভারতকে ট্রফি জিতিয়ে অবসর ঘোষণা ‘ম্যাচের সেরা’ কোহলির !!

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *