Jasprit Bumrah, shaheen afridi
Jasprit Bumrah | Image: Getty Images

T20 World Cup: সতেরো বছর পর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ট্রফি আবার ফিরছে ভারতে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছিলো মহেন্দ্র সিং ধোনি’র টিম ইন্ডিয়া। আর ২০২৪ সালে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করে দেখালো রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। সেবার প্রতিপক্ষ ছিলো পাকিস্তান, এবার দক্ষিণ আফ্রিকা। একইরকম রুদ্ধশ্বাস ফাইনাল দেখা গেলো আজও। টসে জিতে প্রথম ব্যাটিং করে ভারত স্কোরবোর্ডে যোগ করে ১৭৬ রান। দুরন্ত অর্ধশতক করেন বিরাট কোহলি (Virat Kohli), ৪৭ রান করেন অক্ষর প্যাটেল (Axar Patel)। রান তাড়া করতে নেমে হেনরিখ ক্লাসেনের তাণ্ডবে একটা সময় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলো প্রোটিয়ারা। কিন্তু হার না মানা লড়াই করে শেষমেশ ট্রফি হাতের মুঠোয় ধরে ভারতই। অভাবনীয় সাফল্যে আজও বড়সড় অবদান রাখেন জসপ্রীত বুমরাহ। তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

নিখুঁত, অবিশ্বাস্য, অভূতপূর্ব- এই টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) বোলিং-কে বিশ্লেষণ করতে বসে এমনই সব বিশেষণ ব্যবহার করছেন বিশেষজ্ঞরা। পাওয়ার প্লে’তে ইকোনমি রেট ৩.৪৫, ডেথ ওভারে ৬.০০। ফাইনালের আগে এমনই ছিলো তাঁর পরিসংখ্যান। টি-২০ ক্রিকেটে আর কোন পেসার’কে এতটা ‘আনপ্লেয়েবল’ মনে হয়েছে আগে? স্মরণে আসছে না ক্রিকেটবোদ্ধাদের। একের পর এক ম্যাচে গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নিয়ে ভারতকে লড়াইতে টিকিয়ে রেখেছেন তিনি। তা সে পাকিস্তানের বিরুদ্ধে বাবর (Babar Azam), রিজওয়ানকে আউট করাই হোক বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ট্র্যাভিস হেড’কে (Travis Head) ফেরানো। এমনকি আজও ম্যাচ যখন প্রায় হাতছাড়া হওয়ার মুখে, তখন বুমরাহ’র (Jasprit Bumrah) হাতেই বল তুলে দিয়েছিলেন রোহিত। হতাশ করেন নি টিম ইন্ডিয়ার তুরুপের তাস।

Read More: T20 World Cup: “আমাদের মত অপেক্ষায় ছিলেন দেশবাসীও…” বিশ্বকাপ জিতে আবেগবিহ্বল রোহিত প্রশংসায় ভরালেন সতীর্থদের !!

বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা বুমরাহ-

Jasprit Bumrah | T20 World Cup | Image: Getty Images
Jasprit Bumrah | T20 World Cup | Image: Getty Images

১৫ উইকেট নিয়ে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ইতি টানলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সর্বোচ্চ উইকেটশিকারী না হলেও সেরা ক্রিকেটারের জিতেছেন ভারতের তারকা পেসারই। সাধারণত শান্ত, ধীর-স্থির স্বভাবের তিনি। বড় একটা আবেগ প্রকাশ করতে দেখা যায় না তাঁকে। কিন্তু টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জয়ের আনন্দে আজ উদ্বেল তিনিও। ইয়ান বিশপকে দেওয়া সাক্ষাৎকারে তা স্বীকারও করতে শোনা গেলো বুমরাহকে। তিনি জানান, “আমি সবসময় চেষ্টা করি নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখার। কিন্তু আজ সত্যিই আমার কাছে কোনো ভাষা নেই। আমি সাধারণত ম্যাচের পর কাঁদি না। কিন্তু আজ আবেগ বাধ মানছে না। আমরা কঠিন পরিস্থিতির সামনে ছিলাম। সেখান থেকে জয় ছিনিয়ে নিতে পেরে এক অপার্থিব অনুভূতি হচ্ছে। আমার পরিবার এখানে রয়েছে। শেষবার কাছাকাছি এসেছিলাম। এবার অন্তিম বাধাটুকু পেরোতে পেরেছি।”

দেশকে জেতানোই যে সেরা অনুভূতি, তা অকপটে স্বীকার করে নিয়েছেন বুমরাহ (Jasprit Bumrah)। অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। জানান, “নিজেকে একটা বুদ্বুদের মধ্যে রেখেছিলাম। বেশী এগিয়ে কিছু ভাবতে যাই নি। যেদিন সুযোগ আসবে, সেদিন কাজটা করে দেখাতে হবে। গোটা টুর্নামেন্ট জুড়ে আমার ভাবনা খুবই পরিষ্কার ছিলো। আমি সবসময় একটা বল, আর একটা ওভার নিয়ে ভাবি। খুব বেশী এগিয়ে ভাবতে যাই না।” আরও বলেন “ম্যাচের মধ্যেই আবেগতাড়িত হয়ে পড়ছিলাম। কিন্তু যেহেতু খেলা চলছিলো, সেহেতু চেপে রাখতে হচ্ছিলো। এখন খেলা শেষ, আবেগকে বেরিয়ে আসতে দেওয়া যেতেই পারে।” সাক্ষাৎকারের শেষপর্বে ফাঁস করেছেন গেমপ্ল্যান। জানান, “দেখেছিলাম বলটা রুক্ষ, একটু রিভার্স হতে পারে। ব্যাটারের জন্য সবচেয়ে কঠিন শট কি হতে পারে, তা মাথায় রেখেই যা করার করেছি। ”

Also Read: T20 World Cup: “এখানেই ইতি টানলাম…” ভারতকে ট্রফি জিতিয়ে অবসর ঘোষণা ‘ম্যাচের সেরা’ কোহলির !!

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *