T20 World Cup: প্রস্তুত বার্বাডোজের কেনসিংটন ওভাল। আজ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে নামতে চলেছে ভারত (Team India)। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পাকিস্তানকে হারিয়ে খেতাব জিতেছিলো টিম ইন্ডিয়া। তারপর দেড় দশকেরও বেশী সময় কেটে গিয়েছে। দ্বিতীয় ট্রফি প্রবেশ করে নি তাদের ক্যাবিনেটে। সেমিফাইনাল এমনকি ফাইনালে পা রাখলেও শেষমেশ জুটেছে হতাশাই। বছরের পর বছর ধরে চলতে থাকা হতাশার ধারাবাহিক চিত্রে বদল আনার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে ভারত। গত বছরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে গিয়ে বিফলমনোরথ হয়ে ফিরতে হয়েছে রোহিত (Rohit Sharma), বিরাটদের। আজ তৃতীয় সুযোগে বাজিমাত করতে মরিয়া ‘মেন ইন ব্লু।’
শনিবারের ফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (SA)। এর আগে ওডিআই ও টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) মিলিয়ে মোট ৭ বার সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার বেদনাদায়ক নজির ছিলো তাদের। কখনও বাধা হয়ে দাঁড়িয়েছিলো ডাকওয়ার্থ ল্যুইস মেথড, কখনও আবার প্রোটিয়াদের বিপক্ষে গিয়েছিলো স্টিভ ওয়ার ক্যাচ ফস্কানো। অধিনায়ক এইডেন মার্করামের (Aiden Markram) হাত ধরে সেমিফাইনালের সেই অভিশাপকে পিছনে ফেলতে অবশেষে সক্ষম হয়েছে তারা। প্রথমবারের জন্য কোনো বিশ্বকাপের ফাইনালে খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে। আফগানিস্তানকে শেষ চারের যুদ্ধে ৯ উইকেটে হারানো আত্মবিশ্বাস যোগাবে তাদের। খেতাবী যুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতেই তাদের দেখতে পাওয়ার সম্ভাবনা। তবে ফাইনালে নামার আগে প্রোটিয়া শিবিরকে সতর্ক করলেন পাকিস্তানী কিংবদন্তি শোয়েব আখতার (Shoaib Akhtar)।
Read More: IND vs SA, T20 World Cup 2024 Final: বাদ পড়ছেন শিবম দুবে, ফাইনাল ম্যাচের আগে বড় পরিবর্তন ভারতীয় দলে, এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তুর্কি !!
দক্ষিণ আফ্রিকার জন্য পরামর্শ শোয়েবের-

২০১৩ সালের পর আইসিসি আয়োজিত কোনো খেতাব জেতে নি ভারতীয় শিবির। বারবার সেমিফাইনাল বা ফাইনালে এসেই থমকে গিয়েছে জয়রথ। এবার সেই ব্যর্থতার প্রাচীর ভেঙে ফেলতে মুখিয়ে রয়েছে ‘মেন ইন ব্লু।’ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) শুরু থেকেই ক্ষুধার্ত দেখাচ্ছে তাদের। নিজের ইউটিউব ভিডিও’তে সেই আগ্রাসী ভারতের প্রশংসাই করেছেন শোয়েব আখতার (Shoiab Akhtar)। তাদেরকেই চ্যাম্পিয়ন হিসেবে যোগ্য বলে মন্তব্য করতে শোনা গিয়েছে ক্রিকেটদুনিয়ার দ্রুততম ডেলিভারির মালিককে। “আমি মনে করি ভারতের এটা (টি-২০ বিশ্বকাপ) প্রাপ্য। ওদের শুভেচ্ছা। আমি দীর্ঘদিন ধরেই এটা বলে আসছি। ওদেরই শেষ দুটো বিশ্বকাপ’ও জেতা উচিৎ ছিলো। এটাও ওদেরই জেতা উচিৎ।” ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ের পর বলতে শোনা গিয়েছে পাক প্রাক্তনীকে।
এরপর দক্ষিণ আফ্রিকাকে সতর্ক করেছেন শোয়েব (Shoaib Akhtar)। তাঁর সংযোজন, “যদি দক্ষিণ আফ্রিকা টসে জেতে, তাহলে তাদের উচিৎ প্রথমে ব্যাটিং করা। তাহলেই একমাত্র একটা সুযোগ থাকতে পারে। ওরা নিজেদের প্রথম ফাইনাল খেলতে চলেছে। এই পারফর্ম্যান্সের (ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বড় জয়) পর ওরাও ভয়ে থাকবে।” কুলদীপ-অক্ষরের স্পিন জুটি সমস্যায় ফেলেছেন প্রতিপক্ষকে। ফাইনালেও তাঁদেরকেই তুরুপের তাস বলে মনে করছেন শোয়েব। তিনি প্রশ্ন ছুঁড়ে দেন প্রোটিয়া ক্রিকেটারদের দিকে। বলেন, “এই স্পিনারদের বিরুদ্ধে কে রান করবে? ভারতের নিশ্চিতভাবেই এই টুর্নামেন্টে জেতা উচিৎ।” টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দুই অপরাজিত দল মুখোমুখি হচ্ছে ফাইনালে। কাদের রেকর্ড অটুট থাকে, নজর সেদিকেই। শোয়েব যে ভারতকেই সমর্থন করছেন, তা অবশ্য নিশ্চিত।
কোহলিকে ৩ নম্বরে চান আখতার-

টিম কম্বিনেশনের কথা ভেবে চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় টিম ম্যানেজমেন্ট ওপেনার হিসেবে খেলাচ্ছে বিরাট কোহলিকে (Virat Kohli)। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক নতুন পজিশনে মানিয়ে নিতে পারেন নি এখনও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল অবধি ম্যাচগুলিতে তাঁর রান সংখ্যা যথাক্রমে ১, ৪, ০, ২৪, ৩৭, ০ ও ৯। একমাত্র বাংলাদেশ ম্যাচ ছাড়া একটি খেলাতেও সাবলীল দেখায় নি তাঁকে। ২০২৪-এর প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তাঁর গড় ছিলো ৮৯, তা নামতে নামতে বর্তমানে এসে দাঁড়িয়েছে ৫৭.৯০-তে। তাঁর থেকে সেরাটা বের করে আনতে অনভ্যস্ত ওপেনিং নয়, বরং বিরাটকে (Virat Kohli) পছন্দের তিন নম্বরে নামানোর পরামর্শই টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়কে দিয়েছেন শোয়েব (Shoiab Akhtar)। বেছে দিয়েছেন নতুন ওপেনিং জুটিও।
শোয়েব নিজের ইউটিউব ভিডিও’তে জানিয়েছেন, “আমি চাই ঋষভ পন্থ ও রোহিত শর্মা ওপেন করুন। আর বিরাট কোহলিকে পাঠানো হোক তিন নম্বরে। ভারতের সমস্যা মিটে যাবে যদি কোহলি নিজের পছন্দের পজিশনে নামে। এটা ওর খেলা নয়। ও সময় নিতে ভালোবাসে, লুজ বলে বড় শট মারতে পছন্দ করে, তখন নিজের স্ট্রাইক রেট বাড়িয়ে নেয়। কোহলি কি আদৌ একজন সহজাত ওপেনার? সেই বিষয়ে আমি নিশ্চিত নই। ও যেন আটকা পড়েছে (ওপেনিং-এ)। যদি ঋষভ ওপেন করতে আসে তাহলে সেই সমস্যাটা সমাধান পাওয়া যায়।” এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ভারতের জার্সিতে টি-২০ ক্রিকেটে ওপেন করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যদিও পরিসংখ্যান বিশেষ ভালো নয় তাঁরও। শেষমেশ ফাইনালে ব্যাটিং অর্ডারে বদল আসে কিনা তা জানা যাবে ম্যাচ শুরু হলেই।