টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব থেকে নাম কাটা গেল হার্দিকের, T20 বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক ঘোষণা !! 1

বিশ্বকাপের সমাপ্তির পরেই ভারতীয় দলের মূল লক্ষ্য হলো টি-টোয়েন্টি ক্রিকেট। আপাতত ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ফেলেছে। সিরিজে ৪-১ ব্যাবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। প্রথম ৩ ম্যাচে পাহাড় সমান রান দেখা গেলেও শেষ ২ ম্যাচে স্পিনারদের কামাল গিয়েছে দেখা। এই সিরিজে উপস্থিত ছিল না কোনো বড় নাম। বিশ্বকাপ দলের অংশ হওয়ায় রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), কেএল রাহুল (KL Rahul), জসপ্রীত বুমরাহদের (Jasprit Bumrah) মতন মুখ্য খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। অন্যদিকে, ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বিশ্বকাপের ম্যাচে চোট পান এবং আপাতত ক্রিকেটের বাইরেই রয়েছেন।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব থেকে নাম কাটা গেল হার্দিকের, T20 বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক ঘোষণা !!

চোটের কারণে দলের বাইরে হার্দিক পান্ডিয়া

Hardik Pandya, t20 world cup 2024
Hardik Pandya | Image: Twitter

বোলিং করার সময় লিটন দাসের হাঁকানো স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে মাটিতে পড়ে যান হার্দিক এবং পায়ে টান অনুভব করেন, পরে বিশ্বকাপের শেষ পর্যায়ে তার ফিরে আসার কথা থাকলেও তিনি পারেননি ফিরে আসতে। এমনকি এখনও ১০০ শতাংশ ফিট হতে পারেননি পান্ডিয়া। যে কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলের ক্যাপ্টেন হিসাবে অভিষেক করেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টি টোয়েন্টি ফরম্যাটের নম্বর ওয়ান ব্যাটসম্যান হলেন স্কাই। যার ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে দায়িত্ব, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় T20 দলকে নেতৃত্ব দেবেন স্কাই। আর সূর্যের নেতৃত্বে টিম ইন্ডিয়া বেশ ভালো প্রদর্শণ দেখিয়েছে। গত নভেম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার থেকে এক কদম দূরে থাকা টিম ইন্ডিয়াকে বেশ এই জয় বেশ আশ্বাস দেবে ভারতীয় দলকে আগামী অভিযান শুরু করার জন্য। ২০২৪ সালেই শুরু হতে চলেছে আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। এই বিশ্বকাপকে পাখির চোখ করতে মোরিয়া টিম ইন্ডিয়া।

সূর্য হবে ভারতের নতুন ক্যাপ্টেন

Suryakumar yadav, t20 world cup 2024
Suryakumar Yadav | Image: Getty Images

ভারতীয় দলের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব, অজিদের বিরুদ্ধে শুধু সামনে থেকেই নয় বরং মাঠের মধ্যে বোলারদের সঙ্গে অনবরত কথাবার্তা চালিয়ে গিয়েছেন এবং উপযুক্ত ফিল্ডিং সাজিয়ে বিপক্ষ ব্যাটসম্যান চাপের মুখে ফেলেও দেন। অস্ট্রেলিয়া দলে শেষ দুই ম্যাচে নামি প্লেয়াররা না থাকলেও টি টোয়েন্টি স্পেশালিস্টদের নিয়েই খেলেছিল অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক ফরম্যাটে বেশি অভিজ্ঞতা না হলেও দেশ বিদেশের নানা লিগে এই প্লেয়ারদের ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলতে দেখা যায়। সামনের দক্ষিণ আফ্রিকা সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, অন্যদিকে হার্দিক সুস্থ না হয়ে উঠলে তার পক্ষে দলে ফিরে আসা কঠিন এবং এসেই আবার অধিনায়ক হবেন না। যদিও, বিসিসিআই রোহিত শর্মার (Rohit Sharma) উপরেও কিছুটা নজর থাকবে, রোহিত না খেলার সিদ্ধান্ত নিলে সূর্যের হাতেই তুলে দেওয়া হবে টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ভারতীয় দলের দায়িত্ত্ব।

আরও পড়ুন- T20 World Cup 2024: নয়া ফর্ম্যাটে ফিরতে চলেছে টি-২০ বিশ্বকাপ, আগামী বছরের টুর্নামেন্ট ঘিরে বাড়ছে আগ্রহ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *