successive-failure-for-rohit-in-t20-wc

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্ব গতকাল নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট দল। গ্রুপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জিতে যাত্রা শুরু করেছিলো তারা। এরপর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ধুন্ধুমার এক ম্যাচের সাক্ষী থাকে নিউ ইয়র্ক। রুদ্ধশ্বাস লড়াই শেষে ৬ রানে জয়ী হয় ভারত (Team India)। তৃতীয় ম্যাচে গতকাল তাদের প্রতিপক্ষ ছিলো মার্কিন যুক্তরাষ্ট্র। আয়োজক দেশ দিনকয়েক আগে পাকিস্তানকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিলো। নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে লড়াই উপহার দিলেও ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলো না তারা। ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ছিলো ‘মেন ইন ব্লু।’ শেষমেশ ১০ বল বাকি থাকতে জয় এনে দেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও শিবম দুবে।

এবার ২০ দলের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ‘সিডিং’ পদ্ধতিতে একটি নির্দিষ্ট বাছাই নম্বর দেওয়া হচ্ছে সবক’টি দলকে। ভারতের ‘সিডিং’ A1। সুপার এইট পর্বে তারা কাদের মুখোমুখি হবে তা একপ্রকার নিশ্চিত হয়েই রয়েছে। সব ঠিক থাকলে ২০ জুন আফগানিস্তান (C1), ২২ তারিখ বাংলাদেশ (D2) ও ২৪ তারিখ অস্ট্রেলিয়া (B2)-র মুখোমুখি হতে হবে ভারতকে। গ্রুপ পর্বের খেলায় ভারতীয় বোলিং নজর কাড়লেও হতাশ করেছে ব্যাটিং বিভাগ। তিন ম্যাচেই সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাদের। বিশেষ করে আঙুল উঠছে অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) দিকে। পাকিস্তান ও আমেরিকার বিরুদ্ধে তাঁর থেকে দায়িত্বশীল ইনিংসের আশায় ছিলো দল, কিন্তু যেভাবে উইকেয় ছুঁড়ে এসেছেন তিনি, তা ‘সুপার এইট’ পর্বেও চলতে থাকলে দলের কপালে দুর্ভাগ্য অপেক্ষা করে রয়েছে বলে মনে করা হচ্ছে।

Read More: T20 World Cup: “ঘাম দিয়ে জ্বর ছাড়লো…” আমেরিকার বিপক্ষে কষ্টার্জিত জয় ভারতের, স্বস্তির নিঃশ্বাস ফেলছে নেটমাধ্যম !!

বড় মঞ্চে আবারও হতাশ করছেন রোহিত-

Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images

২০২২-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) একেবারের ফর্মে ছিলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তিনি করেছিলেন ৪ রান। এরপরের ম্যাচগুলিতেও রানের মুখ দেখেন নি বিশেষ। দুর্বল নেদারল্যান্ডসের (NED) বিপক্ষে একটি অর্ধশতক ছাড়া কোনো ম্যাচেই ছন্দে দেখা যায় নি তাঁকে। দক্ষিণ আফ্রিকার (SA) বিরুদ্ধে করেছিলেন ১৫, বাংলাদেশের (BAN) বিরুদ্ধে ২, জিম্বাবুয়ের (ZIM) বিরুদ্ধেও করেন ১৫। সেমিফাইনালে ইংল্যান্ডের (ENG) বিরুদ্ধে সময় নিয়েছিলেন ক্রিজে থিতু হতে, কিন্তু তাও বড় রানের মুখ দেখেন নি তিনি। ভারতের লজ্জাজনক পরাজয়ের নেপথ্যে তাঁর মন্থর ২৮ বলে ২৭ রান অন্যতম কারণ বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। গোটা টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে ১৯.৩৩ গড় ও ১০৬.৪২ স্ট্রাইক রেটে তিনি করেন কেবল ১০৬ রান।

২০২৪-এর টুর্নামেন্টে শুরুটা আশা জাগিয়ে করেছিলেন রোহিত (Rohit Sharma)। গ্রুপ-এ’র প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন অর্ধশতক। তারপর লাফিয়ে ওঠা বল হাতে লাগার পর মাঠ ছাড়েন। কিন্তু এরপর থেকেই ক্রমাগত নীচের দিকে নেমেছে তাঁর পারফর্ম্যান্স গ্রাফ। পাকিস্তানের বিরুদ্ধে ১২ বলে ১৩ করে শাহীন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) ফ্লিক মারতে গিয়ে ধরা পড়েন হারিস রউফের হাতে। খাতায়-কলমে অনেক পিছিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বড় রান পেলেন না তিনি। গতির হেরফের করে রোহিতকে ফেরান সৌরভ নেত্রভালকার (Saurabh Netravalkar)। শটে নিয়ন্ত্রণ রাখতে না পেরে হরমীত সিং-এর হাতে ক্যাচ তুলে দেন তিনি। অধিনায়কের ফর্মের যা বহর আপাতত চোখে পড়ছে তাতে আশঙ্কিত সমর্থকেরা। ‘সিঁদুরে মেঘ’ দেখছেন তাঁরা।

Also Read: USA’র বিরুদ্ধে সূর্যের ঝলক, জয়ের হ্যাটট্রিক করে সুপার 8-এর টিকিট কনফার্ম করলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *