জয় শাহ'কে নিয়ে রণতুঙ্গার করা বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শ্রীলঙ্কান প্রেসিডেন্টের, সংসদ পর্যন্ত গড়ালো বিতর্ক !! 1

Jay Shah: শেষ পর্যায়ে চলে এসেছে বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। বাঁকি রয়েছে কেবলমাত্র মেগা ফাইনাল। নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে আবার একবার সেমিফাইনালে হারিয়ে অস্ট্রেলিয়া পৌঁছে গেল বিশ্বকাপ ফাইনালে। তবে এই বিশ্বকাপে রিতিমতন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে শ্রীলঙ্কা দল। বিশ্বকাপে এমন পারফরমেন্সের পর চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফিকেশন থেকেও ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা দল। উল্লেখ্য, বিশ্বকাপে বিপর্যয়ের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের অপসারিত করেছে শ্রীলঙ্কা সরকার। এরপরেই শ্রীলঙ্কা ক্রিকেটের পদাধিকারীদের সরিয়ে রণতুঙ্গার নেতৃত্বে কমিটি গঠন করেছিল শ্রীলঙ্কা সরকার। তবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ পেতেই জরুরি বৈঠক ডেকে শ্রীলঙ্কা ক্রিকেটকে সাসপেন্ড করে আইসিসি (ICC)। এই অবস্থার জন্য BCCI সচিব জয় শাহের (Jay Shah) উপরে তোপ আনলেন প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক।

Read More: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘটলো নতুন অধিনায়কের আগমন, এই ম্যাচ উইনারের হাতে তুলে দেওয়া হলো দায়িত্ব !!

জয় শাহ’কে দায়ী করলেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন

Arjuna Ranatunga and Jay Shah
Arjuna Ranatunga and Jay Shah | Image: Twitter

বিশ্বকাপে শ্রীলঙ্কার ভরাডুবির পর ১৯৯৬ সালের বিশ্বজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহের (Jay Shah) বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে জয় শাহের ভাল যোগাযোগ রয়েছে। জয় শাহের নির্দেশেই শ্রীলঙ্কা ক্রিকেট চলে, ওর চাপে ধীরে ধীরে শ্রীলঙ্কা ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ ওর বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যে কারণেই সে ক্ষমতার অপপ্রয়োগ করছে।” তবে তার দেওয়া এই বয়ান ভালোভাবে নেয়নি বিসিসিআই (BCCI), তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে BCCI’এর কাছে ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কা সরকার।

জয় শাহ’র কাছে দুঃখপ্রকাশ শ্রীলঙ্কান প্রেসিডেন্টের

Jay Shah, bcci
Jay Shah | Image: Getty Images

গত শুক্রবার শ্রীলঙ্কার সংসদের অধিবেশনে সে দেশের দুই মন্ত্রী হারিন ফার্নান্ডো এবং কাঞ্চানা উইজেশেখরা নিন্দা প্রস্তাব আনেন রণতুঙ্গার বিরুদ্ধে। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট ও বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন রণতুঙ্গার দেওয়া বয়ানে ছিলেন তারা অমত ও তাঁর দেওয়া বয়ানকে ‘দায়িত্বজ্ঞানহীনতার’ তকমা দিয়েছেন তারা। ভারতীয় বোর্ডের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, “আমরা শ্রীলঙ্কা সরকারের তরফ থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান জয় শাহের কাছে দুঃখপ্রকাশ করছি। নিজেদের দোষের ভার আমরা জয় শাহের উপর তুলে দিতে পারিনা। এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা।

Read More: Jay Shah: বিশ্বকাপ চলাকালীন বড় অভিযোগ উঠলো জয় শাহ’র বিরুদ্ধে, খোয়াতে পারেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *