Rohit Sharma and Pat Cummins , world cup 2023
Rohit Sharma and Pat Cummins | Image: Getty Images

জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ (World Cup 2023), একদম শেষ পর্যায়ে চলে এসেছে এই টুর্নামেন্ট। ১৯ নভেম্বর ক্রিকেট বিশ্বের দুই শক্তিশালী দল মুখোমুখি হতে চলেছে বিশ্বকাপ ফাইনালে। ২০০৩ সালের পর ২০২৩ সালে আবার একই প্রতিপক্ষ মুখোমুখি হতে চলেছে। আর এই ফাইনালে ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে না ভারতীয় দলের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোটের কারণে বর্তমানে রয়েছেন দলের বাইরে। ভারতীয় দলের অলরাউন্ডার পান্ডিয়া ভারতীয় টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন এবং তার নেতৃত্বে টিম ইন্ডিয়া বর্তমানে আইসিসির তালিকায় ১ নম্বর দল হিসেবে বিরাজমান রয়েছে। বিশ্বকাপ শেষ হলেই অস্ট্রেলিয়া দল ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে আর এই সিরিজে অধিনায়ক হিসেবে যাবে না দেখা হার্দিক পান্ডিয়াকে।

Read More: World Cup 2023: খেলা পছন্দের মাঠে,তবুও ফাইনালের আগে নেতা রোহিতের চিন্তা বাড়াচ্ছে এই তিন বিষয় !!

বিশ্বকাপে চোট পেলেন হার্দিক

Hardik Pandya, worle cup 2023
Hardik Pandya | Image: Twitter

বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে বোলিং করার সময় চোট পান হার্দিক, যদিও চোট তখন গুরুতর মনে না হলেও পরবর্তীতে তিনি বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন। সূত্রের খবর অনুযায়ী অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের বাইরেই থাকবেন পান্ডিয়া। চোট সারিয়ে উঠতে ব্যার্থ হয়েছেন তিনি যে কারণে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারতের নয়া অধিনায়ক দেখা যাবে। সূত্রের খবর অনুযায়ী টিম ইন্ডিয়ার সিনিয়র প্লেয়ারদের বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হবে আর দলের দায়িত্ব তুলে দেওয়া হবে টি টোয়েন্টি ফরম্যাটের নম্বর ওয়ান ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হতে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘটলো নতুন অধিনায়কের আগমন

Suryakumar yadav, world cup 2023
Suryakumar Yadav | Image: Getty Images

অন্যদিকে আইপিএলে অধিনায়ক হিসাবে দেখা গিয়েছিল সূর্যকুমার যাদবকেও। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দলে নেতৃত্ব দিয়েছিলেন স্কাই। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও তিনি মুম্বইয়ের হয়ে নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় দল কিছুমাস আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলে হার্দিক পান্ডিয়ার ডেপুটি হিসাবে সূর্যকুমারকে গিয়েছিল দেখা। শেষ ২ বছর ধরে ভারত তথা বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে বিরাজমান রয়েছেন। ৫৩ টি টি টোয়েন্টি ম্যাচে ৪৬.০২ গড়ে ও ১৭২.৭ স্ট্রাইক রেটে ১৮৪১ রান বানিয়েছেন, পাশাপাশি এই ফরম্যাটে ৩ টি শতরান হাঁকিয়েছেন সূর্যকুমার। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে স্কাইকে।

Read More: World Cup 2023: ‘ওস্তাদের মার শেষরাতে’ ভুল শুধরে নিচ্ছেন রোহিত শর্মা, ফাইনালে এই ‘তুরুপের তাস’কে সুযোগ দিচ্ছে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *