"ব্রেট লি'র বিরুদ্ধে..." রাজনীতির মঞ্চে পা দিতেই ইউসুফ পাঠানকে সতর্ক করলেন সৌরভ !! 1

ক্রিকেট থেকে রাজনীতি- বর্তমানে এটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেটকে আলবিদা ঘোষণা করতেই রাজনীতিতে পা রেখে থাকেন। এবার রাজনীতির মঞ্চে অভিষেক করলেন ভারতীয় দলের সুপারস্টার অলরাউন্ডার ব্যাটসম্যান ইউসুফ পাঠান (Yusuf Pathan)। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন ইউসুফ। তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে ইউসুফ পাঠান এবার লোকসভা নির্বাচনে লড়বেন, গত রবিবার আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ৪২ জন প্রার্থী ঘোষণা করে TMC, সেখানেই ইউসুফের নাম ঘোষণা করেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বহরমপুরের প্রার্থী হলেন ইউসুফ

Yusuf Pathan
Yusuf Pathan | Image: Twitter

প্রথম বারের জন্য রাজনীতির মঞ্চে পা রেখে ইউসুফ বলেছেন, “সংসদে জনগণের কণ্ঠস্বর হওয়ার দায়িত্ব দিয়ে আমাকে বিশ্বাস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ।” ইউসুফ বহরমপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন যেটি বর্তমানে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাতে রয়েছে। প্রসঙ্গত, অধীর হলেন বহরমপুর অঞ্চলের নায়ক। তাকে পরাস্ত করা আর জলের উপর দিয়ে হাঁটার বিষয়টি একই ধরণের। যে কারণে ইউসুফকে আগে থেকেই সাবধান করে দিলেন সৌরভ।

ব্রেট লি’র সামনে ব্যাট করতে হবে ইউসুফকে

রাজনীতির মঞ্চে ইউসুফকে দেখে চমকে ওঠেন নি দাদা, তবে ইউসুফের বিরোধী অধীর চৌধুরী হওয়াতেই কিছুটা সাবধান করে দিলেন তিনি। মন্তব্য করে তিনি বলেছেন, “ক্রিকেটাররা রাজনীতিতে আসতেই পারে। তাঁরা সবসময় ভালো কাজ করেন। কীর্তি আজাদ দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতির মধ্যে থাকলে মানুষের জন্য কাজ কর্ম করার সময় পাওয়া যায় ও সুযোগ থাকে। ইউসুফ রাজনীতিতে নাম লেখালেন আমি খুব খুশি হয়েছি, অনেক প্রত্যাশা আছে। উনি দীর্ঘ সময় কলকাতার (KKR) জন্য খেলেছেন। তিনি এবার বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন অধীরদার বিরুদ্ধে লড়াই করবেন। এক্ষেত্রে বিষয়টা ইউসুফের ব্রেট লির সামনে ব্যাট করার মতো।

Read More | Yusuf Pathan: রাজনীতির আঙিনায় ‘ব্যাটিং’ করবেন ইউসুফ পাঠান, তৃণমূলের টিকিটে লড়বেন লোকসভা নির্বাচন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *