বিরাট কোহলিকে উপেক্ষা করে সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন সৌরভ গাঙ্গুলি, সুযোগ পেলেন না এই কিংবদন্তিও !! 1

ভারতীয় ক্রিকেটের উত্থানের পথ দেখানো সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) রিতিমতন চর্চায় মধ্যে থাকেন।২০০০ সালে অধিনায়ক হওয়ার পর ভারতীয় ক্রিকেটকে পরিবর্তনের মুখ দেখান সৌরভ। ২০০৩ বিশ্বকাপে ট্রফির থেকে এক কদম দূরে থাকলেও তার গড়ে তোলা দল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাত ধরে এনেছে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেটকে আলবিদা জানানোর পর বিসিসিআইয়ের (BCCI) সভাপতির পদও পালন করেছেন তিনি। বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালস (DC) দলের সঙ্গে যুক্ত রয়েছেন দাদা। ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নিলেন সৌরভ গাঙ্গুলি।

Read More | Sourav Ganguly: সৌরভের ‘শনির দশা’, বাড়ি থেকেই লোপাট হল লক্ষাধিক টাকার মোবাইল !!

পছন্দের একাদশ বেছে নিলেন সৌরভ

Sourav Ganguly
Sourav Ganguly | Image: Getty Images

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সবার প্রথমে ওপেনার হিসেবে দলে বীরেন্দ্র শেওয়াগকে (Virender Sehwag) রাখতে চেয়েছিলেন তবে  সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নেওয়ার কারণে পছন্দের বিরুকে দলে সুযোগ দেননি। ওপেনার হিসাবে ইংল্যান্ডের স্যার অ্যালিস্টার কুক এবং অস্ট্রেলিয়ান ম্যাথু হেডেনকে বেছে নিয়েছেন। ভারতীয় ক্রিকেটার হিসেবে তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে সুযোগ পেয়েছেন ‘দি ওয়াল’ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং ‘মাস্টারব্লাস্টার’ শচীন টেন্ডুলকর (Sachin Tendulkar) কে। ভারতীয় দলের এই দুই কিংবদন্তি ব্যাতিত আর কোনো ভারতীয় প্লেয়ারকে বেছে নেননি সৌরভ। এমনকি বিরাটকেও এই একাদশে সুযোগ দেননি সৌরভ (Sourav Ganguly)।

বিরাটকে দলে সুযোগ দিলেন না সৌরভ

Virat kohli, sourav ganguly
Virat Kohli | Image: Getty Images

অধিনায়ক হিসেবে দলে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং (Ricky Ponting)। উইকেট রক্ষক হিসেবে এমএস ধোনিকে (MS Dhoni) বাছাই না করে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে বেছে নিয়েছেন। একমাত্র অলরাউন্ডার হিসেবে তার টেস্ট একাদশে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। স্পিনার হিসেবে তার টেস্ট একাদশে রেখেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন (Shane Warne) এবং শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলিধরনকে। পেস বোলিং-এর ক্ষেত্রে তার পছন্দ দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা।

সৌরভ গাঙ্গুলীর পছন্দের একাদশ: ম্যাথু হেইডেন, অ্যালিস্টার কুক, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকর, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, শেন ওয়ার্ন, ডেল স্টেইন, মুথাইয়া মুরলিধরন, গ্লেন ম্যাকগ্রা।

Read More | অবশেষে মাঠে ফিরতে চলেছেন ঈশান কিষণ, এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *