smith-urges-kohli-to-pen-in-t20-wc

T20 World Cup: আজ থেকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ-এ’তে নিজেদের প্রথম ম্যাচ জিতেই যাত্রার শুভারম্ভ করতে চায় টিম ইন্ডিয়া (Team India)। এগারো বছরের খরা কাটিয়ে আইসিসি ট্রফি জিততে মরিয়া ভারত। তাদের সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আজকের দুই পয়েন্ট। আইপিএলের (IPL) আমেজ কাটিয়ে দেশের হয়ে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত ক্রিকেটাররাও। বাংলাদেশের বিরুদ্ধে নিউ ইয়র্কের মাঠেই প্রস্তুতি ম্যাচ খেলেছেন তাঁরা। সড়গড় হয়েছেন পরিবেশ, পরিস্থিতির সাথে। সেই অভিজ্ঞতা আজ সম্পূর্ণরূপে ব্যবহার করতে মুখিয়ে রোহিত-ঋষভ’রা।

প্রস্তুতি ম্যাচে অংশ নেন নি বিরাট কোহলি (Virat Kohli)। বাকিরা আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখলেও কিছু কাগজপত্র সংক্রান্ত জটিলতার জন্য তাঁর দলের সাথে যোগ দিতে দেরী হয়েছে। ৩০ মে তিনি পৌঁছেছেন আমেরিকা। ১৬ ঘন্টা বিমানযাত্রার ঠিক পরের দিন আর তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেন নি কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। যদিও দলের মনোবল বাড়াতে রিজার্ভ বেঞ্চে হাজির ছিলেন তিনি। আজ অবশ্য খেলতে চলেছেন বিরাট (Virat Kohli)। ম্যাচ শুরুর আগে যথারীতি জোর আলোচনাও চলছে তাঁকে নিয়ে। কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) বরাবরই ভালো খেলেন কোহলি। এবার কেমন হবে তাঁর পারফর্ম্যান্স? কি হতে চলেছে তাঁর ব্যাটিং অর্ডার? উত্তরের সন্ধানে সকলে। চর্চার অংশ হলেন স্টিভ স্মিথ’ও (Steve Smith)। বিরাটকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী প্রাক্তন অজি অধিনায়কের।

Read More: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভরাডুবি রোহিত’দের, ডাচ বাহিনীর কাছে আত্মসমর্পণ করলো নেপাল !!

ওপেনিং-এ রো-কো জুটি চান স্মিথ-

Virat Kohli and Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

ভারতীয় দলের ওপেনিং স্লটে দেখা যাবে কাদের? লাখ টাকার প্রশ্ন এখন সেটাই। বিশেষজ্ঞ ওপেনার হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) সাথে স্কোয়াডে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কিন্তু তরুণ যশস্বীকে শুরুতেই দেখতে চাইছেন না অনেকে। এর আগে সুনীল গাওস্কর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ইরফান পাঠানের মত প্রাক্তনী জানিয়েছিলেন মহাতারকা বিরাট কোহলির উচিৎ অধিনায়ক রোহিতের (Rohit Sharma) সাথে শুরুতে মাঠে নামা। এবার সেই একই সুরে কথা বলতে শোনা গেলো স্টিভ স্মিথকে (Steve Smith)। অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্মিথ সুযোগ পান নি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) দলে। স্টার স্পোর্টসের বিশ্লেষক হিসেবে আপাতত রয়েছেন তিনি। সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন নিজের পছন্দের ওপেনিং জুটি।

স্মিথ জানান, “রোহিত (শর্মা) ও বিরাট (কোহলি) দারুণ ওপেনিং জুটি হতে পারে। বিরাট আইপিএলে দারুণ করেছে। মরসুমের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে। আর আমরা সবাই জানি বড় টুর্নামেন্টগুলোয় রোহিত শর্মা কেমন পারফর্ম করেন।” গত পয়লা জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রোহিতের সাথে ওপেন করতে মাঠে নেমেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। যশস্বী জয়সওয়ালকে দেখা যায় নি ব্যাটিং অর্ডারে। সেই কারণেই সম্ভাব্য ওপেনিং জুটি নিয়ে চড়েছে জল্পনার পারদ। শেষমেশ কোহলি (Virat Kohli) না জয়সওয়াল, কার ভাগ্যে শিকে ছেঁড়ে তা জানা যাবে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে।

কোহলিকেই সেরা বাছলেন  স্টিভ স্মিথ-

Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

আইপিএলে (IPL) এই মরসুমে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। মহাকাব্যিক প্রত্যাবর্তন ঘটিয়ে টানা ছয় ম্যাচ জিতে প্লে-অফে পা রেখেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তাঁর পিছনে অন্যতম কারিগর ছিলো কোহলির (Virat Kohli) ব্যাট। ১টি শতরান ও ৫টি অর্ধশতক-সহ মোট ৭৪১ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ছিলো ৬১.৭৫, স্ট্রাইক রেট ১৫৪। কেরিয়ারে দ্বিতীয় বার সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি জিতেছেন। প্রথম ভারতীয় হিসেবে গড়েছেন এই নজির। একই সাথে ক্রিস গেইলের পর প্রথম ক্রিকেটার হিসেবে দুটি আলাদা আইপিএল মরসুমে ৭০০ বা তার বেশী করার রেকর্ড’ও গড়েছেন তিনি। অস্ট্রেলীয় তারকা স্টিভ স্মিথের মত টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) এই ফর্ম ধরে রাখবেন বিরাট।

আধুনিক ক্রিকেটের দুই সেরা ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith) ও বিরাট কোহলি। নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বীতা রয়েছে তাঁদের মধ্যে। কিন্তু তা ছাপিয়ে রয়েছে একে অপরের প্রতি সমীহ। তারই প্রমাণ পাওয়া গেলো স্টিভ স্মিথের সাম্প্রতিক সাক্ষাৎকারে। তিনি বলেন, “আমার মতে টুর্নামেন্টের (টি-২০ বিশ্বকাপ) সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলিই হবেন। ও আইপিএলে দুর্দান্ত খেলেছে, সেই ফর্ম সাথে নিয়েই মাঠে নামবে। আমার মনে হয় ও সর্বোচ্চ রান সংগ্রাহক হবে।” স্মিথের বক্তব্যের সাথে একমত অনেকেই। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে সর্বোচ্চ রান শিকারি বিরাটই। ৮৯ গড়ে ১১৮১ রান রয়েছে তাঁর। দুইবার তিনি হয়েছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়।

Also Read: T20 World Cup, IND vs IRE, Dream 11 Prediction in Bengali: আইরিশ চ্যালেঞ্জ সামলাতে তৈরি ভারত, ফ্যান্টাসি ক্রিকেটারদের সম্ভাব্য তারকাদের চিনে নিন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *